Cattle smuggling | অনুব্রতের আধার ও প্যান কার্ডের প্রতিলিপি জমা নিল সিবিআই!
Key Highlightsগরুপাচার মামলায় গত ৬ই এপ্রিল সিবিআই দফতরে হাজিরা না দিয়ে অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন অনুব্রত।
আগেই গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে কিছু নথি চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার মধ্যে ছিল পাসপোর্টও। কিন্তু অনুব্রতের পাসপোর্ট নেই। অগত্যা তাঁর প্যান কার্ড ও আধারের প্রতিলিপি জমা নেয় সিবিআই।

প্রসঙ্গত উল্লেখ্য, নিজের বাড়িতে, অথবা ভার্চুয়াল মাধ্যমে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হয়েছিলেন অনুব্রত। সোমবার সিবিআইকে চিঠি লিখে এ কথা জানিয়েছেন অনুব্রত। তবে এ ব্যাপারে এখনও সিবিআইয়ের তরফে কিছু জানানো হয়নি। এর মধ্যেই অনুব্রতের আধার ও প্যান কার্ডের প্রতিলিপি জমা পড়ল সিবিআইয়ের কাছে।
গত ৬ই এপ্রিল গরুপাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল রাজনীতিবিদ অনুব্রতের। কিন্তু অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর গত ২২শে এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিউটাউনের ফ্ল্যাটে যান তিনি। আর সেখানেই সিবিআইয়ের একের পর এক হাজিরার নোটিস পৌঁছচ্ছে।
- Related topics -
- রাজ্য
- অনুব্রত মন্ডল
- সিবিআই
- গরু পাচার কাণ্ড








