গরু পাচারকাণ্ডের জেরে টানা চার ঘণ্টা সিবিআই জেরার মুখে মন্ত্রী অনুব্রত মণ্ডল

Thursday, May 19 2022, 11:38 am
highlightKey Highlights

গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জেরা করতে এসএসকেএমে হাজির হল সিবিআই


সিবিআইয়ের জেরা শেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন গরু পাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। সকাল ১০টা ১০ মিনিট থেকে তাঁকে জেরা করা শুরু করেন সিবিআই আধিকারিকরা। তিনদফায় জেরা করার পরে তিনি নিজাম প্যালেস থেকে বের হন।

তিনদফায় প্রায় সাত পাতার প্রশ্নপত্র ধরে ধরে জেরা করার পরে নিজাম প্যালেস থেকে বের হন অনুব্রত মণ্ডল। জেরা শেষ হবার পর নিরাপত্তারক্ষীদের কাঁধে ভর দিয়েই নিজাম প্যালেস থেকে বের হন তিনি। এদিন জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই মোট চার ঘন্টা সময় নিয়েছিলেন। 

অনুব্রত প্রথমেই জানিয়ে দেন দুপুর ২টোর পরে চিকিৎসকদের কাছে তাঁর অ্যাপয়ন্টমেন্ট রয়েছে। এই কারনে ২টোর আগেই তাঁকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে এই মামলায় অন্যান্য অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে এদিন তাঁর জেরা সম্পূর্ণ হয়নি। এখনও অনেক জিজ্ঞাসাবাদ করার রয়েছে, তবে কবে তাঁকে ফের জেরা করা হবে তা এখনও জানা যায়নি। 

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File