ক্রাইম

কয়লাকাণ্ডে ঘুষ খাওয়ার জেরে ইসিএলের বর্তমান GM সহ সাতজনকে গ্রেফতার করল CBI

কয়লাকাণ্ডে ঘুষ খাওয়ার জেরে ইসিএলের বর্তমান GM সহ সাতজনকে গ্রেফতার করল CBI
Key Highlights

কয়লাকাণ্ডে নয়া মোড়। কয়লামাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগে ইস্টার্ন কোল লিমিটেডের বা ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ সাতজনকে গ্রেফতার করল সিবিআই।

সিবিআইকে একাধিক কয়লা মাফিয়া আগেই জানিয়েছিল ইসিএলের কর্তাদের কাছে তারা প্রতি মাসে মোটা অঙ্কের ঘুষ পাঠিয়ে দিত। তার তথ্য় প্রমাণও তারা সিবিআইকে জানিয়েছে। এমনকী অনুপ মাঝির কাছ থেকেও সিবিআই এব্যাপারে তথ্য পায়।

বুধবার রাতে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেফতার করা হয় সাতজনকে

বুধবার রাতে কয়লামাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগে ইস্টার্ন কোল লিমিটেডের বা ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ সাতজনকে গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক, বর্তমান জিএম এসসি মৈত্র, প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে ইসিএল। তার মধ্যে বর্তমান ও প্রাক্তন ৪জন জিএম রয়েছেন। 

এদিন সকাল ১১টার পর থেকেই নিজাম প্যালেসের অফিসে তাদের টানা জেরা করা হয়। সিবিআই এদিন তাদের সামনে তথ্য প্রমাণ হাজির করে জানিয়ে দেয় তাদের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগাযোগ রয়েছে। তবে এদিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেও অভিযুক্তরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপরই তাদের রাতে গ্রেফতার করা হয়। 


Kakdwip | জারি হয়েছিল লুক আউট নোটিস, কাকদ্বীপে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে গ্রেপ্তার আইনজীবী
Teacher Recruitment | রাজ্যে ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ! আবেদন করা যাবে বুধবার থেকেই!
Delhi Blast | দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয় দুধরণের বিস্ফোরক! অভিযুক্ত উমরের পায়ে ছিল ‘জুতা বোমা’!
Sheikh Hasina | ‘এই সমস্ত রায়ের পরোয়া করি না‘! সাজা ঘোষণার আগেই মুখ খুললেন হাসিনা!
Bihar Cabinet | দশমবারের জন্যে মূখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার, BJP-র হাতে বিহারের মন্ত্রিসভা!
Breaking News | দৃষ্টিহীনদের T20-তে বাজিমাত ভারত কন্যাদের! অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দীপিকারা
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo