কয়লাকাণ্ডে ঘুষ খাওয়ার জেরে ইসিএলের বর্তমান GM সহ সাতজনকে গ্রেফতার করল CBI

Wednesday, July 13 2022, 6:35 pm
highlightKey Highlights

কয়লাকাণ্ডে নয়া মোড়। কয়লামাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগে ইস্টার্ন কোল লিমিটেডের বা ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ সাতজনকে গ্রেফতার করল সিবিআই।


সিবিআইকে একাধিক কয়লা মাফিয়া আগেই জানিয়েছিল ইসিএলের কর্তাদের কাছে তারা প্রতি মাসে মোটা অঙ্কের ঘুষ পাঠিয়ে দিত। তার তথ্য় প্রমাণও তারা সিবিআইকে জানিয়েছে। এমনকী অনুপ মাঝির কাছ থেকেও সিবিআই এব্যাপারে তথ্য পায়।

বুধবার রাতে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেফতার করা হয় সাতজনকে

বুধবার রাতে কয়লামাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগে ইস্টার্ন কোল লিমিটেডের বা ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ সাতজনকে গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক, বর্তমান জিএম এসসি মৈত্র, প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে ইসিএল। তার মধ্যে বর্তমান ও প্রাক্তন ৪জন জিএম রয়েছেন। 

Trending Updates

এদিন সকাল ১১টার পর থেকেই নিজাম প্যালেসের অফিসে তাদের টানা জেরা করা হয়। সিবিআই এদিন তাদের সামনে তথ্য প্রমাণ হাজির করে জানিয়ে দেয় তাদের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগাযোগ রয়েছে। তবে এদিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেও অভিযুক্তরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপরই তাদের রাতে গ্রেফতার করা হয়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File