অর্থনৈতিক

ATM Card | বাড়তে চলেছে পকেটের চাপ! এটিএম ব্যবহারের খরচ বাড়ানোর প্রস্তাব দিলো CATMI!

ATM Card | বাড়তে চলেছে পকেটের চাপ! এটিএম ব্যবহারের খরচ বাড়ানোর প্রস্তাব দিলো CATMI!
Key Highlights

সাধারণ মানুষের পকেটে চাপ পড়ার আশঙ্কা। বাড়তে পারে এটিএম ব্যবহারের খরচ। কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সিএটিএমআইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে ২৩ টাকা করা হোক। সিএটিএমআই-এর তরফে বলা হয়েছে ব্যবসায় বেশি অর্থ আনার উদ্দেশ্যেই এই খরচ বৃদ্ধির প্রস্তাব। কিন্তু নয়া এই প্রস্তাবে ছাড়পত্র পেলে সাধারণ গ্রাহকদের উপর চাপ অনেকটাই বাড়বে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে শেষ বার এটিএম ব্যবহারের খরচ বৃদ্ধি করা হয়েছিল।

সাধারণ মানুষের পকেটে চাপ পড়ার আশঙ্কা। বাড়তে পারে এটিএম ব্যবহারের খরচ। কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সিএটিএমআইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে ২৩ টাকা করা হোক।  সিএটিএমআই-এর তরফে বলা হয়েছে ব্যবসায় বেশি অর্থ আনার উদ্দেশ্যেই এই খরচ বৃদ্ধির প্রস্তাব। কিন্তু নয়া এই প্রস্তাবে ছাড়পত্র পেলে সাধারণ গ্রাহকদের উপর চাপ অনেকটাই বাড়বে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে শেষ বার এটিএম ব্যবহারের খরচ বৃদ্ধি করা হয়েছিল।

কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি প্রতি লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকা ইন্টারচেঞ্জ ফি আরোপের দাবি তুলে সরব হয়েছে। তাদের ব্যবসা সুষ্ঠুভাবে চালানোর জন্য তহবিলে আরও টাকা বৃদ্ধির লক্ষ্যেই অপারেটররা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, এখন এটিএম থেকে টাকা তোলার ফি ১৫-১৭ টাকা, তবে তা ২৩ টাকা পর্যন্ত বাড়তে পারে।

উল্লেখ্য, যখন কোনও একটি ব্যাঙ্কের কার্ডধারী অন্য ব্যাঙ্কের ATM ব্যবহার করে টাকা তোলেন, তখন কার্ড ইস্যুকারী ব্যাঙ্ককে ওই ATM -এর ব্যাঙ্ককে একটি চার্জ দিতে হয়। এটিই হল ইন্টারচেঞ্জ ফি। এই চার্জ বৃদ্ধির আবেদন করা হয়েছে এটিএম অপারেটরদের তরফে।বর্তমান নিয়ম অনুযায়ী, দেশের বড় ব্যাঙ্কগুলি মোট ৬টি শহরে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের প্রতি মাসে ন্যূনতম ৫টি বিনামূল্যে লেনদেনের সুযোগ দিচ্ছে। এই শহরগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং নয়াদিল্লি। অন্য শহরে এই লেনদেনের সংখ্যা রয়েছে তিনটি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ডধারীদের প্রতিটি লেনদেনের জন্য ১০ টাকা + GST চার্জ করা হয়। অন্য ব্যাঙ্কগুলো ফ্রি-র সীমা পার হওয়ার পর প্রতি লেনদেনে ২০ টাকা + GST চার্জ করে। HDFC ব্যাঙ্ক বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করার পরে গ্রাহকদের লেনদেন প্রতি ২১ টাকা + ট্যাক্স চার্জ করে৷


R G Kar | মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ জুনিয়র ডাক্তারদের, প্রায় ২ ঘন্টা ধরে চললো বৈঠক, ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর
R G Kar | সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় রহস্য, উত্তরে 'প্রতারণা'র আভাস পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা
R G Kar | 'শুভ বুদ্ধির উদয় হোক, স্নায়ুযুদ্ধ শেষ হোক', মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে বললেন 'তিলোত্তমা'র বাবা
R G Kar | ওয়ার্কশপের নামে মর্গ থেকে দেহ ও দেহের অংশ বাইরে পাচার? ফের নেপথ্যে সন্দীপ ঘোষ, চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে
Bangladesh-US | একাধিক খাতে উন্নয়নের জন্য ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশকে ২০ কোটি ডলারের আর্থিক সাহায্য আমেরিকার
R G Kar Case Live Update | ভিনিত গোয়েলের পদ বদলি হবে! আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত সময় চাওয়া হয়েছে!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali