অর্থনৈতিক

ATM Card | বাড়তে চলেছে পকেটের চাপ! এটিএম ব্যবহারের খরচ বাড়ানোর প্রস্তাব দিলো CATMI!

ATM Card | বাড়তে চলেছে পকেটের চাপ! এটিএম ব্যবহারের খরচ বাড়ানোর প্রস্তাব দিলো CATMI!
Key Highlights

সাধারণ মানুষের পকেটে চাপ পড়ার আশঙ্কা। বাড়তে পারে এটিএম ব্যবহারের খরচ। কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সিএটিএমআইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে ২৩ টাকা করা হোক। সিএটিএমআই-এর তরফে বলা হয়েছে ব্যবসায় বেশি অর্থ আনার উদ্দেশ্যেই এই খরচ বৃদ্ধির প্রস্তাব। কিন্তু নয়া এই প্রস্তাবে ছাড়পত্র পেলে সাধারণ গ্রাহকদের উপর চাপ অনেকটাই বাড়বে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে শেষ বার এটিএম ব্যবহারের খরচ বৃদ্ধি করা হয়েছিল।

সাধারণ মানুষের পকেটে চাপ পড়ার আশঙ্কা। বাড়তে পারে এটিএম ব্যবহারের খরচ। কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সিএটিএমআইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে ২৩ টাকা করা হোক।  সিএটিএমআই-এর তরফে বলা হয়েছে ব্যবসায় বেশি অর্থ আনার উদ্দেশ্যেই এই খরচ বৃদ্ধির প্রস্তাব। কিন্তু নয়া এই প্রস্তাবে ছাড়পত্র পেলে সাধারণ গ্রাহকদের উপর চাপ অনেকটাই বাড়বে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে শেষ বার এটিএম ব্যবহারের খরচ বৃদ্ধি করা হয়েছিল।

কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি প্রতি লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকা ইন্টারচেঞ্জ ফি আরোপের দাবি তুলে সরব হয়েছে। তাদের ব্যবসা সুষ্ঠুভাবে চালানোর জন্য তহবিলে আরও টাকা বৃদ্ধির লক্ষ্যেই অপারেটররা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, এখন এটিএম থেকে টাকা তোলার ফি ১৫-১৭ টাকা, তবে তা ২৩ টাকা পর্যন্ত বাড়তে পারে।

উল্লেখ্য, যখন কোনও একটি ব্যাঙ্কের কার্ডধারী অন্য ব্যাঙ্কের ATM ব্যবহার করে টাকা তোলেন, তখন কার্ড ইস্যুকারী ব্যাঙ্ককে ওই ATM -এর ব্যাঙ্ককে একটি চার্জ দিতে হয়। এটিই হল ইন্টারচেঞ্জ ফি। এই চার্জ বৃদ্ধির আবেদন করা হয়েছে এটিএম অপারেটরদের তরফে।বর্তমান নিয়ম অনুযায়ী, দেশের বড় ব্যাঙ্কগুলি মোট ৬টি শহরে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের প্রতি মাসে ন্যূনতম ৫টি বিনামূল্যে লেনদেনের সুযোগ দিচ্ছে। এই শহরগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং নয়াদিল্লি। অন্য শহরে এই লেনদেনের সংখ্যা রয়েছে তিনটি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ডধারীদের প্রতিটি লেনদেনের জন্য ১০ টাকা + GST চার্জ করা হয়। অন্য ব্যাঙ্কগুলো ফ্রি-র সীমা পার হওয়ার পর প্রতি লেনদেনে ২০ টাকা + GST চার্জ করে। HDFC ব্যাঙ্ক বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করার পরে গ্রাহকদের লেনদেন প্রতি ২১ টাকা + ট্যাক্স চার্জ করে৷


Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo