শিক্ষার পর এবার দমকলে`দুর্নীতি`, প্রায় ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

শিক্ষার পর এবার দমকলের নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকল বিভাগে প্রায় দেড় হাজার পদে নিয়োগের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।


শিক্ষার পর এবার দমকলের নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকল বিভাগে প্রায় দেড় হাজার পদে নিয়োগের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ।

রাজ্য সরকার দমকল বিভাগে প্রায় দেড় হাজার পদে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল বলে জানা গিয়েছে। ২০১৮ সালে লেখা পরীক্ষা হয়। মামলাকারীদের অভিযোগ, দুটি প্রশ্ন ভুল ছিল। এমনকী, যদি দু'জন প্রার্থী একই নম্বর পায়, তাহলেও যিনি মৌখিক পরীক্ষায় নম্বর বেশি পেয়েছে, তাঁকে চাকরি দেওয়া হচ্ছে। 

এছাড়া রিসার্ভেশন ভায়োলেট করার, স্পোর্টস ম্যানের শংসাপত্র না থেকেও কোটায় চাকরি পাওয়ার মতো অভিযোগ রয়েছে। পার্সোনালিটি টেস্টে যাঁর নম্বর বেশি, তিনি চাকরি পাবেন। মেরিট লিস্ট প্রকাশের পর এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল পিএসসি। যা আইনের চোখে সন্দেহজনক

Trending Updates

এর আগে দমকলের নিয়োগ নিয়ে স্যাটে মামলা হয়েছিল। সেখানে আবেদন খারিজ হয়ে যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা করেন পরীক্ষার্থীরা। সেই মামলাতেই মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File