WB Scam Case: মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ হাইকোর্টের
Key Highlightsকলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্তকারী সংস্থাকে মানিক ভট্টাচার্যের দেশ-বিদেশে সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।
সোমবার, ২৭শে ফেব্রুয়ারী কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্তকারী সংস্থাকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ শুধু এ দেশে নয়, বিদেশেও ধৃত মানিকের যত সম্পত্তি আছে, তাও বাজেয়াপ্ত করবেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, পূর্বে দুটি আলাদা মামলায় মানিককে ২ লক্ষ এবং ৫ লক্ষ, মোট ৭ লক্ষ টাকা জরিমানা করে আদালতের প্রধান বিচারপতি। মামলাকারী শাহিলা (২০১৭ সালের টেট পরীক্ষার্থী) জানিয়েছেন যে মানিক এখনও জরিমানার টাকা দেননি। এই অভিযোগের পরেই মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল উচ্চ আদালত।

পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অথবা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) মানিকের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে।শাহিলার অভিযোগ ছিল, সে ২০১৭ সালে টেট পরীক্ষা দিলেও তিনি কোনো ফলাফল জানতে পারেননি। দীর্ঘসময় অপেক্ষার পরে তথ্য জানার অধিকার আইনে (RTI) পরীক্ষায় কত নম্বর পেয়েছেন তা জানতে চান শাহিলা। শুধু তাই নয়, নিজের ওএমআর (OMR) শিটটিও দেখতে চান। যার ফলে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন মামলাকারী শাহিলা।

- Related topics -
- রাজ্য
- টেট পরীক্ষা
- কোলকাতা
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- তদন্ত








