WB Transport: বেসরকারি-মিনিবাসের ভাড়া বিতর্কে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
সরকারি তালিকা অনুযায়ী নির্দিষ্ট ভাড়ার না নেওয়ার অভিযোগে ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে, কলকাতা হাইকোর্টকে রিপোর্ট জমা দিতে হবে।
রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া (Bus Fare) নিয়ে রাজ্যের কী গাইডলাইন রয়েছে, তা জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগামী ৮ই আগস্ট মামলার পরবর্তী শুনানি।
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, বাসের ভাড়ার তালিকা অর্থাৎ রেট চার্ট সমস্ত বেসরকারি বাসে লাগানো রয়েছে কি না, তা রিপোর্টে স্পষ্ট করতে হবে রাজ্যকে। এছাড়াও সরকারের বেঁধে দেওয়া বা নির্ধারিত ভাড়াই বেসরকারি বাসগুলি নিচ্ছে কি না, তাও জানাতে হবে। পাশাপাশি, নিশ্চিত করতে হবে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না।
আইনজীবী প্রত্যুষ পাটোয়ারির দাবি, ২০১৮ সালের পর থেকে নতুন ভাড়ার তালিকা তৈরি হয়নি। ফলে ওই নিয়ম মেনেই ভাড়া নেওয়ার কথা। কিন্তু এখন রাজ্যের বিভিন্ন জায়গায় ইচ্ছামতো ভাড়া নেওয়া হচ্ছে।
- Related topics -
- পরিবহন
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- রাজ্য