রাশি ফল

শনিবার ৫ই মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (5th March, 2022)

শনিবার ৫ই মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (5th March, 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন শনিবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন শনিবারের রাশিফল

মেষ রাশি

আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

বৃষ রাশি

আজ কাজে অনিহা দেখা দেবে। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

মিথুন রাশি

ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

কর্কট রাশি

শরীরে একটু দুর্বলতা আসতে পারে। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। রাজনৈতিক সংঘর্ষের যোগ রয়েছে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। ব্যথা বেদনা বাড়বে।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

সিংহ রাশি

কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। সমস্যার সমাধানের যোগ রয়েছে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

কন্যা রাশি

আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। কোনও ভালো কাজ করার সুযোগ পাবেন। আজ সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

তুলা রাশি

আজ কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। সাফল্য লাভের যোগ রয়েছে। সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। 

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

বৃশ্চিক রাশি

আজ কোনও কারনে সারাদিন বিরক্তিভাব বজায় থাকবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

ধনু রাশি

আজ আপনার উচ্চাশা পূরণের সম্ভাবনা রয়েছে। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

মকর রাশি

আজ সারাদিন অবসন্ন থাকবেন। আজ কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আজ ভালো কোনও জিনিস ভোগ করতে পারবেন।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

কুম্ভ রাশি 

আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন

মীন রাশি 

আজ কার্যে সাফল্য লাভ করতে পারেন। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন।

এই রাশি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ক্লিক করুন


Delhi Blast | ‘সুইসাইড বম্বিং আদতে শহিদ অভিযান’! আত্মঘাতী হামলার আগে ভিডিয়ো উমরের!
Delhi Blast | দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয় দুধরণের বিস্ফোরক! অভিযুক্ত উমরের পায়ে ছিল ‘জুতা বোমা’!
Sheikh Hasina Verdict | 'ইউনুস সরকার আদালতকে ব্যবহার করেছে'! রায়দানের পর প্রথম প্রতিক্রিয়া হাসিনার!
Sheikh Hasina | ‘এই সমস্ত রায়ের পরোয়া করি না‘! সাজা ঘোষণার আগেই মুখ খুললেন হাসিনা!
SSC | প্রকাশ্যে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা, নাম নেই যোগ্য চাকরিপ্রার্থীদেরই!
Duyare Swasthya | এক গাড়িতেই মিলবে ডাক্তার, করা যাবে USG থেকে ব্লাড টেস্ট! শালবনিতে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’র উদ্বোধন স্বাস্থ্য দপ্তরের
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar