দেশ

M C Mary Kom : এমসি মেরি কমের বাম হাঁটুতে এসিএল অস্ত্রোপচার

M C Mary Kom : এমসি মেরি কমের বাম হাঁটুতে এসিএল অস্ত্রোপচার
Key Highlights

কমনওয়েলথ গেমস নির্বাচনের ট্রায়ালের সময় মেরি কম তার এসিএল ছিঁড়ে ফেলেছিলেন যখন তিনি তার ৪৮ কেজি ওজনের প্রথম কয়েক মিনিটে হাঁটু বাঁকিয়েছিলেন।

অস্ত্রোপচার সফল হল মেরি কমের হাঁটুতে। অলিম্পিক্স পদকজয়ী বক্সার মেরি কমের বাঁ হাঁটুর সামনের ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। বাণিজ্য নগরীর এক হাসপাতালে গতকাল অর্থাৎ ২৩শে আগস্ট সেই লিগামেন্টের অস্ত্রোপচার হয়েছে।

২০২২ সালের জুন মাসে কমনওয়েলথ গেমসের ট্রায়াল চলাকালীন বাঁ হাঁটু ঘুরে গিয়েছিল মেরির। হাঁটুতে চোট পাওয়ায় কারণে ৪৮ কেজি বিভাগের সেই লড়াই ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন ৩৯ বছর বয়সী মেরি কম। 

অস্ত্রোপচার ছাড়া চোট ঠিক হওয়া সম্ভব ছিল না। তাই চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয়েছে।

 ছোটে লাল যাদব

মুম্বইয়ের হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেরির অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর রিংয়ে ফিরতে এখনও কয়েক সপ্তাহ সময় লাগবে। মঙ্গলবার অস্ত্রোপচারের আগে হাসপাতালে মেরির সঙ্গে দেখা করতে যান প্রাক্তন হকি খেলোয়াড় তথা অলিম্পিক গোল্ড কোয়েস্ট প্রকল্পের প্রতিনিধি বীরেন রাসকুইনহা। জানা গেছে, কেন্দ্রের এক প্রকল্প থেকেই অভিজ্ঞ বক্সারের চিকিৎসার সমস্ত খরচ দেওয়া হচ্ছে। তাঁর অসুস্থতায় পাশে থাকার জন্য প্রকল্পের কর্তাদের নেটমাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন মেরি। তাঁর লক্ষ্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রিংএ ফেরা এবং আগামী বছর এশিয়ান গেমস থেকে দেশকে পদক এনে দেওয়া।

প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসের প্রস্তুতির জন্য গত মে মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও খেলতে পারেননি মেরি। ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম মহিলা বক্সার হিসাবে সোনার পদক জয় করেন। ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন গত টোকিয়ো অলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে যান।


Nepal | বুদ্ধভূমি না বধ্যভূমি? প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুন, পদত্যাগ ওলির, জ্বলছে নেপাল
Nepal | বিক্ষোভের জের, U-টার্ন সরকারের, সামাজিক যোগাযোর মাধ্যমের নিষেধাজ্ঞা তোলা হলো
Cancer Vaccine | ক্যানসারের টিকা আবিষ্কারের দাবি রুশ বিজ্ঞানীদের, ব্যবহারের জন্যে প্রস্তুত ভ্যাকসিন
Blood Moon | কলকাতার আকাশে দেখা যাবে রক্তলাল চাঁদ! কটার সময় দেখতে পাবেন 'Blood Moon'?
Yemen | হাউথির প্রধানমন্ত্রী মৃত্যুর বদলা নিতে ইজরায়েলে ড্রোন হামলা ইয়েমেনের!
Kolkata | জন্মদিনের পার্টিতে তরুণীকে ‘গণধর্ষণ’! হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের, চাঞ্চল্য এলাকায়
WHO | বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি মানুষ ভুগছে মানসিক অবসাদে! ‘হু’-এর রিপোর্টে কপালে ভাঁজ জনতার