Oscar Bruzon | ইস্টবেঙ্গলের নতুন কোচের দায়িত্বে অস্কার ব্রুজ়ো, ১৯ অক্টোবরের ISL ডার্বিতে ব্রুজ়োকেই দেখা যাবে ইস্টবেঙ্গলের ডাগ আউটে
Tuesday, October 8 2024, 6:23 pm
Key Highlightsঅস্কার ব্রুজ়ো ইস্টবেঙ্গলের নতুন কোচের দায়িত্ব পেলেন। বাংলাদেশের ফুটবলে অন্যতম সফল কোচ তিনি।
ইস্টবেঙ্গলের নতুন কোচের দায়িত্ব পেলেন অস্কার ব্রুজ়ো। মঙ্গলবার রাতে ক্লাবের তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল এই খবর।ব্রুজ়োকে বেছে নেওয়ার অন্যতম কারণ, তিনি বাংলাদেশের ফুটবলে অন্যতম সফল কোচ। বাংলাদেশের বসুন্ধরা কিংস ব্রুজ়োর কোচিংয়ে একাধিক ট্রফি জিতেছে। ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি কর্তৃপক্ষও ব্রুজ়োর উপরে বড় ভরসা রাখছেন। এছাড়াও অতীতে আই লিগেও কোচিং করিয়েছেন স্পোর্টিং ক্লুব দ্য গোয়াতে। আইএসএলেও কোচিং করিয়েছেন। মুম্বই সিটির সহকারী কোচের দায়িত্ব সামলেছিলেন। সেই হিসেবে, ভারতীয় ফুটবল নিয়ে যথেষ্ট ধারণা রয়েছে ব্রুজ়োর।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল

