বিনোদন

Sanjay Dutt Bought Cricket Team | জিম্বাবোয়ের ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন সঞ্জয় দত্ত!

Sanjay Dutt Bought Cricket Team | জিম্বাবোয়ের ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন সঞ্জয় দত্ত!
Key Highlights

'জিম অ্যাফ্রো টি-টেন লিগে'র ৫টি দলের একটি দল কিনলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। দলের নাম 'হারারে হ্যারিকেনস'।

বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতা ও অভিনেত্রী বহু যুগ আগের থেকেই যুক্ত ক্রিকেটের (Cricket) সঙ্গে। বেশ কয়েক বছর আগেই ক্রিকেট টিম কিনেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলা (Juhi Chawla), প্রীতি জিন্টা (Preity Zinta) ও শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এবার সেই একই পথে হাঁটলেন সঞ্জু অর্থাৎ বলিউডের আরেক তাবড় অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তবে আইপিএলে (IPL) নয়, আন্তর্জাতিক স্তরের দল কিনেছেন সঞ্জয়।

সূত্রের খবর,জিম্বাবোয়েতে (Zimbabwe) শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানকরই ক্রিকেট দল কিনেছেন সঞ্জয় দত্ত। জানা গিয়েছে, এরিজ গ্রুপ অব কোম্পানিজের (Ariz Group of Companies) কর্ণধার সোহন রায়ের (Sohan Roy) সঙ্গে মিলিত ভাবে এই 'টি ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের' (T10 Franchise League) দল কিনেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। যার নাম 'হারারে হারিকেন্স' (Harare Hurricanes)।

উল্লেখ্য, আগামী ২০ ই জুলাই থেকে শুরু হচ্ছে 'জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট' (Zim Afro T10 Cricket Tournament)। হারারেতে (Harare) আগামী ২৯ সে জুলাই হবে ফাইনাল ম্যাচ। পাশাপাশি, আগামী ২রা জুলাই হবে ক্রিকেটারদের ড্রাফ্‌টিং (Drafting)। জানা গিয়েছে, এই লিগে খেলবে মোট ৫টি দল। মুন্নাভাই খ্যাতনামা সঞ্জয় দত্তের কেনা দল ছাড়াও এই লিগে খেলবে ডারবান কলন্দর্স (Durban Callenders), কেপটাউন স্যাম্প আর্মি (Cape Town Samp Army), বুলাওয়ো ব্রেভস (Bulawayo Braves) এবং জো'বার্গ লায়ন্স (Joburg Lions)।

জিম্বাবোয়ের ফ্র্যাঞ্চাইজি লিগে দল কেনার পর বেশ খুশি বলিউড অভিনেতা। তিনি জানান, ভারতে ক্রিকেট একটা ধর্মের মতো এবং ক্রীড়াজগতের অন্যতম বৃহত্তর দেশের নাগরিক। ফলে এই খেলাকে বিশ্বের প্রত্যেক কোণায় ছড়িয়ে দেওয়া তার কর্তব্য। এর সঙ্গে অভিনেতা আরও বলেন, খেলাধুলোয় জিম্বাবোয়ের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ফলে এর সঙ্গে যুক্ত হতে পেরে এবং ক্রিকেট অনুরাগীদের এই উপহার দিতে পেরে তিনি অত্যন্ত খুশি।

ভারতে ক্রিকেট একটা ধর্মের মতো এবং ক্রীড়াজগতের অন্যতম বৃহত্তর দেশের নাগরিক। এই খেলাকে বিশ্বের প্রত্যেক কোণায় ছড়িয়ে দেওয়া আমার কর্তব্য। খেলাধুলোয় জিম্বাবোয়ের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে এবং ক্রিকেট অনুরাগীদের এই উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত।

অভিনেতা সঞ্জয় দত্ত

অভিনেতার ক্রিকেট টিম কেনার পর খুশি প্রকাশ করেছেন জিম্বাবোয়ের ক্রিকেটের এম ডি ভিক্টর গিভমোর মাকোনি (Zimbabwe Cricket MD Victor Givemore Makoni )। তিনি বলেন, বিনোদন জগতের মানুষরা এই লোগে দল কেনায় বেশ খুশি তিনি। এর ফলে জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্টের আকর্ষণও বাড়বে বলে ধারণা মাকোনির। অন্যদিকে, জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্টে হারারে হারিক্যানস ভাল ফল করবে বলে আশাবাদী সঞ্জয় দত্ত নিজেও।


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
আজকের সেরা খবর | লোকসভা ভোটের মাঝেই CAA-এর আওতায় নাগরিকত্ব দেওয়া হল ১৪ জনকে!
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla