লাইফস্টাইল

নজরুল মঞ্চের অনুষ্ঠানে মুম্বইয়ের শিল্পীদের লম্বা তালিকা

নজরুল মঞ্চের অনুষ্ঠানে মুম্বইয়ের শিল্পীদের লম্বা তালিকা
Key Highlights

কেকে-র মৃত্যু ঘটনার পর কলকাতায় মুম্বইয়ের শিল্পীদের অনুষ্ঠান কি তবে বড় প্রশ্নচিহ্নের মুখে?

কলকাতায় কেকে-র অনুষ্ঠান করতে আসা, নজরুল মঞ্চে তাঁর অসুস্থ হয়ে পড়া ও তাঁর আকস্মিক মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে কলকাতা থেকে মুম্বই-সহ গোটা দেশ। কেকে-র মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে কখনও আঙুল উঠেছে উদ্যোক্তাদের দিকে, কখনও নজরুল মঞ্চের দিকে।

মুম্বইয়ে শিল্পীদের ব্যবস্থাপকরা দফায় দফায় মিটিং করে পরবর্তীতে, কলকাতায় অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন নিয়ম যোগ করছেন চুক্তিপত্রে। স্বভাবতই ভাবা হচ্ছিল, কলকাতায় মুম্বইয়ের শিল্পীদের অনুষ্ঠান করতে আসা এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। তবে কি কলকাতার শ্রোতারা মুম্বইয়ের শিল্পীদের গান শোনা থেকে বঞ্চিত হবেন? সকলে যথেষ্ঠ চিন্তিত ছিলেন।

তোচন ঘোষ নামে এক ব্যক্তি প্রায় তিরিশ বছরেরেও বেশি সময় ধরে মুম্বইয়ের শিল্পীদের নিয়ে কলকাতায় অনুষ্ঠানের আয়োজন করে আসছেন । তাঁর মতে, মুম্বইয়ের শিল্পীরা কলকাতায় অনুষ্ঠান করতে আসতে চাইছেন না, এই খবর পুরোপুরি ভুঁয়ো।

আমার সঙ্গে সোনু নিগম ও জাভেদ আলির কথা হয়েছে। খুব তাড়াতাড়ি ওদের থেকে ডেটও পেয়ে যাব। নজরুল মঞ্চে কলকাতার শিল্পীদের নিয়ে একটা অনুষ্ঠান করছি। ১০ জুন সুনিধি চৌহান ও জুবিন নটিয়ালের অনুষ্ঠান করতে আসার কথা ছিল। হল পাওয়া যায়নি বলে অনুষ্ঠানের তারিখ পিছোতে হয়েছে। সুনিধি চৌহান কলকাতায় আসতে চাইছেন না, এই রকম গুজবও ছড়িয়েছে, কিন্তু এটা সত্যি নয়।কলকাতায় শিল্পীরা কেন আসবেন না? একটা দুর্ঘটনা ঘটেছে বলে অনুষ্ঠান তো বন্ধ হতে পারে না।

তোচন ঘোষ

খুব শীঘ্রই মুম্বই থেকে কলকাতায় অনুষ্ঠান করতে আসছেন, অমিত কুমার,বাবুল সুপ্রিয়, পূর্ণিমা, বিনোদ রাঠৌরের মতো শিল্পীরা। আগামী ২৪,২৫,২৬ জুন এঁরা সেই নজরুল মঞ্চেই অনুষ্ঠান করতে আসবেন বলে জানা গেছে। কেকে-র স্মৃতি সঙ্গে নিয়েই শ্রোতারা আবার নজরুল মঞ্চে গান শুনতে যাবেন। এবার থেকে কলকাতা-সহ রাজ্যের সমস্ত অনুষ্ঠানে যাতে সঠিক এবং পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তা পূর্বের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Madhya Pradesh | ৪ মিনিটে ৫২ বার সরি, প্রিন্সিপালের 'হুমকি' পেয়ে স্কুলের চারতলা থেকে ঝাঁপ ১৩ বছরের পড়ুয়ার!
Lionel Messi | পুসকাসকে টপকে বিশ্বরেকর্ড মেসির, চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার MLS কাপে জায়গা পেল মায়ামি!
Cyclone Ditwah | শ্রীলঙ্কাকে তছনছ করে ভারতের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়াহা! জারি লাল সতর্কতা!
Harmanpreet Kaur | বিশ্বজয়ী হরমনপ্রীতকে আশ্চর্য সন্মান পাঞ্জাব ক্রিকেট বোর্ডের, হ্যারি-র নামে স্ট্যান্ড বসছে স্টেডিয়ামে
National Bridge Championship | খাস কলকাতায় বসছে তাসের আসর, শহরে ফিরছে ন্যাশনাল ব্রিজ চ্যাম্পিয়নশিপ!
Khidirpur | খিদিরপুর ডকে নোঙর করল সেই দুই যুদ্ধজাহাজ, ‘খঞ্জর’ এবং ‘কোরা’ কে দেখতে ভিড় জমাচ্ছে মানুষ
ঢাকার নবাব  খাজা সলিমুল্লাহের জীবনী, Biography of  Khwaja Salimullah in Bengali