মালদ্বীপের সৈকতে উষ্ণতা বাড়ালেন জলপরী সোনাক্ষী

Friday, April 8 2022, 10:30 am
highlightKey Highlights

ছুটি কাটাতে মালদ্বীপে সোনা, বিভিন্ন পোশাকে চড়ালেন উষ্ণতার পারদ।


প্রতি ১০ জনের মধ্যে অন্তত ১-২ জনের পছন্দের ভ্রমণের জায়গা হল মালদ্বীপ। বলিউড থেকে টলিউড যে কোন ইন্ডাস্ট্রির সেলেবদের সোলো ট্রিপ কিংবা জুটিতে হলিডে ডেস্টিনেশন হিসাবে এই মুহূর্তে হট ফেভারিট হল মালদ্বীপ। তবে ঠিক কবে আসতে পারেন সোনাক্ষী তা জানা যায়নি। এবার বাবা শত্রুঘ্ন সিনহার বাড়ি আসানসোল আসার আগে মালদ্বীপে ছুটি কাটাতে গেলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

জলের উপর সোনাক্ষী
জলের উপর সোনাক্ষী

মালদ্বীপে ভিলাতে একেবারে চিলিং মুডে ধরা দিলেন নায়িকা। মালদ্বীপের সমুদ্র সৈকতে সাদা বিকিনির সঙ্গে সিকোয়্যান্সে শ্রাগে নজর কাড়া সোনাক্ষী। এই ছবিতে সোনাক্ষীকে জলপরীর মতোই লাগছে তাঁকে। 

Trending Updates

শুধুই সাদা নোই, মালদ্বীপের সমুদ্র সৈকতে সবুজ রঙের শ্রাগ ও নীল রঙের ক্রপ টপে মোহময়ী লুকে দেখা গেল অভিনেত্রীকে।

অভিনেত্রী সোনাক্ষী সিনহা
অভিনেত্রী সোনাক্ষী সিনহা




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File