বিনোদন

Nora Fatehi: আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশে পারফর্ম করবেন নোরা

Nora Fatehi: আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশে পারফর্ম করবেন নোরা
Key Highlights

বাংলাদেশ সরকার কঠোরতা ব্যবস্থার অংশ হিসাবে ডলার বাঁচানোর জন্য রাজধানী ঢাকায় একটি অনুষ্ঠানে নোরার অনুমতি প্রথমে প্রত্যাখ্যান করলেও অবশেষে রাজি হল কর্তৃপক্ষ।

বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল নোরা ফতেহির বাংলাদেশ সফর নিয়ে প্রথমেই নানা জটিলতা ছিল। তবে এবার খুশির খবর। আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ ঢাকায় অনুষ্ঠান করার অনুমতি পেলেন নোরা। তবে মাত্র ৪০ মিনিট ঢাকার মঞ্চে অনুষ্ঠান করবেন এই বলিউড সুন্দরী। বলিউডের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও খুবই জনপ্রিয় নোরা ফতেহি। 

বাংলাদেশ সরকার কৃচ্ছ্রতা ব্যবস্থার অংশ হিসেবে ডলার বাঁচানোর জন্য রাজধানী ঢাকায় একটি অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে পারফর্ম করার অনুমতি প্রত্যাখ্যান করেছিল। সোমবার বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার লক্ষ্যে" মিসেস ফাতেহিকে অনুমতি দেওয়া হয়নি। উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত একটি অনুষ্ঠানে মিসেস ফাতেহির নাচ এবং পুরস্কার দেওয়ার কথা ছিল।

নোরা ফাতেহির বাংলাদেশ সফর নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তার সমাধান হয়েছে। তার ঢাকা সফর নিয়ে আর কোনও জটিলতা নেই। আয়োজকরা জানান, ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর নোরা ফাতেহি বাংলাদেশে আসছেন। এদিন রাতেই ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত জমকালো মঞ্চে তিনি নাচবেন। পোশাক বদলাবেন তিনবার। এ ছাড়া পুরস্কার বিতরণও করবেন। সব মিলিয়ে ১৮ নভেম্বর রাতে ঢাকার মঞ্চে নোরা থাকবেন ঘড়ির কাঁটার হিসেবে ৪০ মিনিট। এভাবেই তার সঙ্গে চুক্তি হয়েছে।

মিরর গ্রুপের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া এবং ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা যৌথভাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন 

বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মধ্যে মন্ত্রক ডলার প্রদানের উপর কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধের কথা উল্লেখ করেছে, যা ১২ অক্টোবর পর্যন্ত $ ৩৬.৩৩ বিলিয়নে নেমে এসেছে- যা প্রায় চার মাসের আমদানি কভার করার জন্য যথেষ্ট - এক বছর আগে $৪৬.১৩ বিলিয়ন থেকে।

আইএমএফ-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক অ্যান-মেরি গুল্ডে-উলফের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই মাসের শেষের দিকে বাংলাদেশে তার প্রথম আলোচনার মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যাতে দেশটি যে ঋণ চেয়েছিল সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে। ১৩ই অক্টোবর একটি মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, রিজার্ভ এখনও একটি আরামদায়ক স্তরে রয়েছে, তবে দিকটি নিচের দিকে যাচ্ছে। অর্থনীতিতে যা আরও মন্দার কারণ। 


Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Mount Erebus | রোজ প্রায় ৮০ গ্রাম করে সোনা বেরোয় এই আগ্নেয়গিরি থেকে! ভারতে মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা! তাও কেন ধারের কাছে পৌঁছতে পারেন না কেউ?
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
International Labour Day | বিশ্ব জুড়ে কেন পালিত হয় শ্রমিক দিবস? জানুন ১লা মে-র মাহাত্ম্য!
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য