বিনোদন

Shah Rukh Khan Pathan Look: নতুন লুকে নেটপাড়ায় হইচই ফেলে দিলেন ‘পাঠান’ শাহরুখ খান

Shah Rukh Khan Pathan Look: নতুন লুকে নেটপাড়ায় হইচই ফেলে দিলেন ‘পাঠান’ শাহরুখ খান
Key Highlights

SRK ফিরতে চলেছেন, আর বাদশার এই কাম ব্যাকে চমক থাকবে না? দীর্ঘ স্যাবাটিকাল ভেঙে শাহরুখ খান একের পর এক বিজ্ঞাপনে সামনে আসছেন। Pathan ছবির জন্য নতুন করে বডি বানিয়েছেন শাহরুখ খান।

অনেকদিন পরে এলেও বলিউড বাদশা শাহরুখ খান এলেন ধুঁয়োধার অবতারে। Pathan-এর সেটের একটি ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বানিয়ে ফেলেছেন ৮ প্যাক অ্যাবস।

হ্যাঁ, সিক্স প্যাক অ্যাবস এখন অতীত। ৮প্যাক অ্যাবস, বড় চুল এবং চোখে অ্যাভিয়েটর শেডস... শাহরুখের এই লুক দেখে নেটিজেনরা তো ভাষা খুঁজে পাচ্ছেন না! ইংরেজিতে যাকে বলে স্পেলবাউন্ড( Spellbound)। পাঠানের লুকের সঙ্গে কিছুটা হলেও মিল রয়েছে Don 2-এর লুকে। এই ছবিতেও লম্বা চুলে পনিটেল করতে দেখা যাবে শাহরুখ খানকে।

এর আগেও পাঠানের সেটের ছবি সামনে এসে থাকলেও এমন ৮ প্যাক অ্যাবসের ঝলক আগে পাওয়া যায়নি। প্রসঙ্গত কিছুদিন আগেই পাঠানের শ্যুটিং শেষ করতে দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামের (John Abraham) সঙ্গে বিদেশে পাড়ি দিয়েছেন Shah Rukh Khan। 

একদিকে বলিউড বাদশার কামব্যাক ছবি Pathan-কে নিয়ে উত্তেজনার পারদ চরমে। তারই মধ্যে Yash Raj Films-এর বড় ঘোষণা। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের উইকএন্ডেই মুক্তি পেতে চলেছে শাহরুখের পাঠান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলারে ফের একবার কিং খানের সঙ্গে জুটি বাঁধছেন ব্লু আইড গার্ল দীপিকা পাডুকোন (Deepika Padukone)। সঙ্গী হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহামও (John Abraham)। হিন্দি ভাষার পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমাটি। 

পাঠান ছাড়াও ভবিষ্যতে কিং খানকে দেখা যাবে দক্ষিণের পরিচালক Atlee-র ছবিতে। যদিও ছবির নামকরণ হয়নি, তবে জানা গিয়েছে এই ছবিতে কিং খানের বিপরীতে দেখা যাবে Nayanthara-কে। এখানেই অবশ্য থেমে থাকছেন না শাহরুখ। কাজ করতে পারেন পরিচালক রাজকুমার হিরানি (Rajkummar Hirani), রাজ নিদিমোরু (Raj Nidimoru) এবং কৃষ্ণার (Krishna) সঙ্গে। পাশাপাশি সলমান খানের  'টাইগার-৩' (Tiger 3)-তেও বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সোনা যাচ্ছে সেই  শ্যুটিংও নাকি সেরে ফেলেছেন কিং খান।


WBJEE 2025 Result | আজ প্রকাশ করা যাবে না রাজ্য জয়েন্টের ফলাফল, মৌখিকভাবে জানালেন বিচারপতি!
EPIC Card Rule | ভোটার কার্ড পাঠানোর নিয়মে বদল, স্পিড পোস্টে এপিক কার্ড চলে যাবে ভোটারের বাড়িতে!
Uttarkashi | হড়পা বানে মাটির নিচে চাপা পড়লো উত্তরকাশীর প্রাচীন কল্প কেদার শিব মন্দির!
Repo Rate | রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত মুদ্রানীতি কমিটির, ঘোষণা RBI গভর্নরের!
Uttar Kashi | উত্তরকাশীতে ফের হড়পা বান! নিখোঁজ অন্তত ৬০ জন! রয়েছে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা!
Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!