এশিয়ান-আমেরিকান মডেল মারজানা চৌধুরীর জীবনী, Biography of model Marjana Chowdhury in bengali

Monday, July 18 2022, 6:07 am
highlightKey Highlights

মারজানা চৌধুরী বাংলাদেশ বংশউদ্ভুত একজন এশিয়ান-আমেরিকান মডেল, অভিনেত্রী তথা লোকহিতৈষী। তিনি বহুবার বিভিন্ন সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, এবং কিছুক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছিলেন। তাঁর পুরো নাম মারজানা রাতিয়া আহমেদ চৌধুরী। তিনি বর্তমানে নিউইয়র্ক সিটির বিনিয়োগ ব্যবস্থাপনা ফার্মের আইনি বিশ্লেষক হিসেবে কর্মরত।


জন্ম ও শৈশব বৃত্তান্ত, Birth and childhood Memories 

মারজানা চৌধুরীর জন্ম হয় ১৯৯৩ সালের ১০ নভেম্বর। তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের একবছর পর অর্থাৎ ১৯৯৪ সালে তাঁর পরিবার বাংলাদেশ ত্যাগ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস শুরু করে। চার জন বোনের মধ্যে মারজানা মাতা পিতার দ্বিতীয় কন্যা।

Trending Updates

শিক্ষা অর্জন এবং অন্যান্য প্রতিভার বিকাশ, Education and Extra curricular activities

মারজানা চৌধুরী শিক্ষা জীবনের প্রথম দিকে অর্থাৎ ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নিউ ইয়র্ক শহরের 'ইস্ট হারলেম' স্কুলে পড়াশোনা করেন এবং ক্লাসের ভ্যালেডিক্টরিয়ান হিসাবে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।

আরও পড়ুন:  

২০১১ সালে নিউইয়র্ক সিটি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেলায় তিনি প্রথম পুরস্কার লাভ করেছিলেন। পরবর্তীতে তাঁর সহকারী মারিয়ামা দেওয়ের সঙ্গে ইন্টেল ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেলার ফাইনালে নিউইয়র্ককে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। মারজানা চৌধুরী ২০১৫ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলম্বিয়া কলেজের আইভি লিগ ইনস্টিটিউটে কলা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ইতিপূর্বে ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক জিনেটিক ইঞ্জিনিয়ারিং ও যন্ত্র প্রতিযোগিতায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসহ ও কুপার ইউনিয়ন সদস্যের একটি দলের সাথে অংশগ্রহণ করেন।

মুদ্রিত সার্কিট বোর্ডগুলির পুনর্নির্মাণের জন্য উক্ত দলটি 'ইঞ্চি তামারের সিন্থেটিক জীববিজ্ঞান' পদ্ধতিতে তাদের প্রকল্পের ভিত্তিতে ব্রোঞ্জ পুরস্কার লাভ করেছিল। অন্যদিকে মারজানা চৌধুরী গেটস মিলেনিয়াম স্কলার এবং অ্যালবার্ট শঙ্কার স্কলারও ছিলেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর অধ্যয়নের চূড়ান্ত বছরটিতে তিনি কিংডম ক্রাউন লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, Participation in different competitions 

মিস বাংলাদেশ আমেরিকা ২০১৬ প্রতিযোগিতায় অংশগ্রহণ :

মিস বাংলাদেশ আমেরিকা (পূর্বে মিস বাংলাদেশ ইউএসএ নামে পরিচিত) হল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি আমেরিকানদের জন্য একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এটি একটি জাতীয় প্রতিযোগিতা যা মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল এবং মিস আর্থের (Earth) জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করে। মারজানা চৌধুরী ২০১৬ সালের আগস্ট মাসে মিস বাংলাদেশ আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছিলেন।

আরও পড়ুন :

একই বছর তিনি ফিলিপাইনের মিস এশিয়া প্রশান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান; বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি; কিন্তু বিনয়ী উদ্বেগের কারণে মারজানা সেখানে অংশগ্রহণ করতে অক্ষম হন।

মিস ওয়ার্ল্ড আমেরিকা ২০১৭ প্রতিযোগিতায় অংশগ্রহণ :

মিস ওয়ার্ল্ড আমেরিকা হল একটি আনুষ্ঠানিক জাতীয় প্রতিযোগিতা যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিযোগী নির্বাচনে সহায়ক। মারজানা চৌধুরী ২০১৭ সালের আগস্ট মাসে আমেরিকার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন । উক্ত প্রতিযোগিতায় তিনি শীর্ষ ১৬ জনের মধ্যে নির্বাচিত হয়েছিলেন এবং দ্য ইয়ং উইমেন লিডারশিপ নেটওয়ার্ক নামক একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য সম্মানিত হন। এছাড়াও তিনি ড. ফিলিপস চ্যারিটিস এবং শ্রেষ্ঠ বন্ধু প্রোগ্রাম থেকে চ্যারিটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

মিস বাংলাদেশ ২০১৭ প্রতিযোগিতায় অংশগ্রহণ :

২০১৭ সালের আগস্ট মাসে মারজানা চৌধুরী 'মিস বাংলাদেশ ২০১৭' এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং জয়ী হিসেবে উক্ত খেতাব দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।

মিস এশিয়া প্রশান্ত আন্তর্জাতিক ২০১৭ প্রতিযোগিতায় অংশগ্রহণ :

মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল মহিলাদের অনুপ্রাণিত করে এবং তাদের দক্ষতার বিকাশ, ভবিষ্যতে তাদের সর্বোচ্চ সম্ভাবনাপূর্ণ অধিকার অর্জন এবং একটি শক্তিশালী, ক্ষমতাশীল প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ প্রদান করে। আত্মবিশ্বাসী মারজানা চৌধুরী ২০১৭ সালের নভেম্বর মাসে মিস এশিয়া প্রশান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখানে নিজের জন্মস্থান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন।

আরও পড়ুন :  

মিস আলাস্কা ওয়ার্ল্ড 2019 প্রতিযোগীতায় অংশগ্রহণ :

মিস আলাস্কা প্রতিযোগিতা একটি বৃত্তি প্রতিযোগিতা যা মিস আমেরিকা প্রতিযোগিতায় আলাস্কা রাজ্যের প্রতিনিধি নির্বাচন করে। ২০১৯ সালে মারজানা চৌধুরী মিস আলাস্কা ওয়ার্ল্ড ২০১৯ এর খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেই প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন।

মিস ওয়ার্ল্ড আমেরিকা ২০১৯ প্রতিযোগিতায় অংশগ্রহণ :

২০১৯ সালের অক্টোবর মাসে, মারজানা চৌধুরী নেভাদার লাস ভেগাসে মিস ওয়ার্ল্ড আমেরিকা 2019 এর খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি জাতীয় মঞ্চে আলাস্কার প্রতিনিধিত্ব করেছিলেন এবং প্রতিযোগিতায় শীর্ষ ২৫ জনের মধ্যে স্থান পেয়েছিলেন।

লোকহিতৈষী, philanthropist

মারজানা চৌধুরী 'ইয়াং উইমেন লিডারশিপ নেটওয়ার্ক' এবং 'কলেজ বাউন্ড ইনিশিয়েটিভ' (সিবিআই) এর সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি ২০১১ সাল থেকে কলেজের ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে বঞ্চিত হয়ে যাওয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পরামর্শদাতার পদে সিবিআই প্রতিষ্ঠানের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে চলেছেন। তিনি উক্ত সংগঠনের জুনিয়র বোর্ডেরও সদস্য হিসেবে কর্মরত।


মারজানা চৌধুরী রবিন হুড ফাউন্ডেশনের যুব পেশাদারদের নেটওয়ার্ক PYT এর সদস্য হিসেবেও যুক্ত। তিনি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ফার্মের কর্মসূচির জন্য যোগাযোগ স্থাপনকারী হিসাবে কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন দাতব্য প্রকল্পের সমন্বয়ে নিউইয়র্কের উল্লেখযোগ্য জনবহুল সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করে তাদের সহায়তা করেছেন।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার ফর জাস্টিস' এবং 'হেইম্যান সেন্টার' - এর সহযোগিতায় ২০১৬ সাল থেকে 'রিকার স্টোরি বোট' সহ 'রিকার শিক্ষা প্রকল্প' তে মারজানা চৌধুরী সহকারী সাহায্যকারী হিসেবেও কাজ করেছিলেন। উল্লেখিত প্রকল্পটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সদস্যদের পাশাপাশি রিকার দ্বীপে কিশোর-কিশোরীদের কাজ করার অনুমতি দেয়।

এছাড়াও সকল শিক্ষার্থীদের প্রোগ্রামিং ভাষা পাইথনের বুনিয়াদি শেখার সুযোগ তথা ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে টুইট করা এবং রিকার স্টোরি বোট-এ কোড তৈরি করার কাজে সহায়তা করে।

উপসংহার, Conclusion 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মডেলের তালিকায় মারজানা চৌধুরীর নাম রয়েছে।  এছাড়াও নিজের প্রতিভা ও সৌন্দর্যের মাধ্যমে তিনি বিখ্যাত সেলিব্রিটিদের অভিজাত তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। মারজানা চৌধুরী তর্কাতীতভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মডেল বিশেষজ্ঞদের মধ্যে একজন। 

মারজানা একজন অসাধারণ অনুপ্রেরণদায়ী সেলিব্রিটি।  সোশ্যাল মিডিয়া তাঁর অনেক ফ্যান বর্তমান। তিনি প্রায়শই তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অসংখ্য ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখতে অনেক ব্যক্তিগত ছবি এবং ভিডিও পোস্ট করেন; যা সোশ্যাল মিডিয়া প্রভাবশালী হওয়ার জন্য এবং বিখ্যাত হতে তাঁকে সাহায্য করছে।

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

মারজানা চৌধুরী কে?

মারজানা চৌধুরী বাংলাদেশ উদ্ভুত একজন এশিয়ান-আমেরিকান মডেল, অভিনেত্রী তথা লোকহিতৈষী।

মারজানা চৌধুরী কবে জন্মগ্রহণ করেন?

১৯৯৩ সালের ১০ নভেম্বর।

মারজানা চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?

বাংলাদেশের সিলেটে।

মার্জানা চৌধুরী মডেল হিসেবে কোন কোন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন?

মিস বাংলাদেশ আমেরিকা ২০১৬ -মিস ওয়ার্ল্ড আমেরিকা ২০১৭ -মিস এশিয়া প্রশান্ত আন্তর্জাতিক ২০১৭ -মিস আলাস্কা ওয়ার্ল্ড 2019 -মিস ওয়ার্ল্ড আমেরিকা ২০১৯।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File