Vande Bharat | নতুন বছরে উপহার রেল মন্ত্রকের, বন্দে ভারত স্লিপার পেল বাংলা!

Thursday, January 1 2026, 9:13 am
highlightKey Highlights

১ জানুয়ারি, কলকাতা-গুয়াহাটির জন্য বন্দে ভারত স্লিপারের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


নতুন বছরে রেল মন্ত্রকের তরফে উপহার পেলো বাংলা। ১ জানুয়ারি, কলকাতা-গুয়াহাটির জন্য বন্দে ভারত স্লিপারের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানুয়ারির দ্বিতীয় ভাগে, ১৮-১৯ তারিখে এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিটিআই সূত্রের খবর, এই ট্রেনে ১৬টি কোচ থাকবে। গোটা ট্রেনটিই শীতাতপ নিয়ন্ত্রিত। কবচ এবং ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম থাকছে এই ট্রেনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File