Zoharan Mamdani | জেলবন্দি উমর খালিদের জন্য চিঠি লিখে পাঠালেন নিউ ইয়র্ক সিটির মেয়র জ়োহরান মামদানি!

Friday, January 2 2026, 4:07 am
highlightKey Highlights

উমর খালিদের জন্য সেই চিঠি কয়েক দিন আগে লেখা হলেও, বৃহস্পতিবার তা প্রকাশ্যে এসেছে।


বৃহস্পতিবারই প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন ৩৪ বছর বয়সি জ়োহরান মামদানি। JNU এর স্কলার জেলবন্দি উমর খালিদের জন্য চিঠি লিখলেন নয়া মেয়র। মামদানির নিজের হাতে লেখা চিঠি তুলে দেওয়া হয়েছে উমর খালিদের বাবা মায়ের হাতে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে এই চিঠির ছবি শেয়ার করেছেন খালিদের সঙ্গী। তাতে লেখা আছে, ‘তোমার তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে তোমার নিজের কথাগুলো নিয়ে আমি খুব ভাবি। এও ভাবি, কী ভাবে সেই অভিজ্ঞতাকে তুমি তোমার নিজের উপর একেবারেই প্রভাব ফেলতে দাও নি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File