AIFF-ISL | কালকের মধ্যেই চাই জবাব, ISL-এর ক্লাবগুলিকে লিগ ফরম্যাট জানানোর নির্দেশ AIFF-এর
Wednesday, December 31 2025, 2:54 pm
Key HighlightsAIFF একটি বিস্তারিত চিঠি পাঠিয়ে সব ISL ক্লাবকে শুধু অংশগ্রহণের নিশ্চয়তা নয়, বরং তাদের পছন্দসই লিগ ফরম্যাটও জানাতে বলেছেন।
২৮ ডিসেম্বর ইন্ডিয়ান সুপার লিগ (ISL)এর ক্লাবগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। বৈঠকে এশিয়ার মঞ্চে (মহাদেশীয় প্রতিযোগিতা) ভারতীয় দলগুলির অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে AIFF এর ডেপুটি জেনারেল সচিব এম সত্যনারায়ণ সব ISL ক্লাবকে বিস্তারিত চিঠি পাঠিয়েছেন। প্রতিটি ক্লাবকে আসন্ন মরশুমে তাদের অংশগ্রহণের বিষয়টি বৃহস্পতিবারের (১ জানুয়ারি) মধ্যে নিশ্চিত করে জানাতে বলেছে AIFF। পছন্দসই লিগ ফরম্যাটও জানাতে বলা হয়েছে ক্লাবগুলিকে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- আইএসএল

