PM Modi: প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করায় সন্দেহভাজন দুই জঙ্গি গ্রেফতার করল বিহার পুলিশ!

Thursday, July 14 2022, 11:21 am
highlightKey Highlights

ধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করার পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার ছক কষেছিল ধৃতরা।


পটনায় সন্দেহভাজন জঙ্গি মডিউলের পর্দাফাঁস। গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্তের ছক বানচাল করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত পরশু দিন অর্থাৎ ১২ই জুলাই প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিল ধৃতরা। মোদীর সফরের ১৫ দিন আগে ফুলওয়ারি শরিফে তাদের প্রশিক্ষণ পর্ব চলেছে। মোদীকে টার্গেট করার ছক কষতে গত ৬ই ও ৭ই জুলাই বৈঠক করে তাঁরা।

PFI
PFI

আরও পড়ুন: Radiotherapy: আপনি কি জানেন রেডিওথেরাপি কী? কিভাবে এটি কাজ করে?

Trending Updates

গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ফুলওয়ারি শরিফে জঙ্গি কার্যকলাপ চলছিল। তার পরই পটনার ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। এর পর গত ১১ই জুলাই নয়া টোলা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুই জঙ্গিকে পাকড়াও করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্য থেকে যুবকরা ওই এলাকায় গিয়ে জঙ্গি কার্যকলাপের প্রশিক্ষণ নিত। ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার ছক কষেছিল ওই মডিউল। ধৃতদের নাম আতহার পারভেজ ও এমডি জালালুদ্দিন। ধৃতদের থেকে ২৫টি পিএফআই পমফ্লেট পাওয়া গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File