Big Cat Alliance | বাঘ-সিংহ সংরক্ষণে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে দেশ! ভারত সরকারের বড় পদক্ষেপ - বিগ ক্যাট অ্যালায়েন্স!

Wednesday, March 6 2024, 10:44 am
highlightKey Highlights

বিশ্বজুড়ে বাঘ-সিংহ সংকটের মোকাবেলা করার জন্য, ভারত আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে হাত মেলাতে চলেছে। যেখানে নেতৃত্ব দেবে ভারত। ইতিমধ্যে আগামী পাঁচ বছরের জন্য ১৫০ কোটি টাকার বাজেটও নির্ধারণ করা হয়েছে।


আন্তর্জাতিক কূটনীতির মহলে ভারতের নয়া অস্ত্র  বিগ ক্যাট অ্যালায়েন্স (Big Cat Alliance)। সূত্রের খবর, বিশ্বজুড়ে বাঘ-সিংহ সংকটের মোকাবেলা করার জন্য, ভারত আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স (International Big Cat Alliance) নামক একই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চলেছে। এই প্ল্যাটফর্মের সঙ্গে জোট বাঁধতে রাজি হয়েছে আরও ১৬টি দেশও। আইবিসিএ (IBCA) এই প্রথমবার মতো দেশের সীমানার বাইরে গিয়ে বাঘ এবং একই প্রজাতির অন্যান্য প্রাণীর সংরক্ষণ করা হবে বলে জানা গিয়েছে।

বাঘ-সিংহ সংরক্ষণে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে ভারত
বাঘ-সিংহ সংরক্ষণে সারা বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে ভারত

 বিগ ক্যাট অ্যালায়েন্স কী?

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক একটি আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স (International Big Cat Alliance) স্থাপন এবং সমন্বয় করার পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৯সে ফেব্রুয়ারি এই প্রস্তাবটি অনুমোদন করে। এর দ্বারা বাঘ সংরক্ষণে ভারতের বিশ্ব নেতৃত্ব স্বীকৃত হয়েছে। জানা গিয়েছে, আইবিসিএ (IBCA) এর সদর দফতর ভারতেই হবে এবং যেটির জন্য ইতিমধ্যে ভারত ১৫০ কোটি টাকার বাজেটও নির্ধারণ করেছে। উল্লেখ্য, এই জোটটি বিদ্যমান প্রজাতি-নির্দিষ্ট আন্তঃসরকারি প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক এবং সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক উদ্যোগকে শক্তিশালী করবে। সদস্য-দেশের ফ্রন্টলাইন কর্মীদের 'বড় বিড়াল' সংরক্ষণের জন্য স্থানীয় সহায়তা এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণে গবেষণা ও উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। বনের আশেপাশে বসবাসকারী স্থানীয় সম্প্রদায়গুলিকেও ইকো-ট্যুরিজম এবং জীবিকার সুযোগ বিকাশে উত্সাহিত এবং প্রশিক্ষণ দেওয়া হবে।

'বিগ ক্যাট' বা 'বড় বিড়াল' কাকে বলে?

'বিগ ক্যাট' পরিবারে বাঘ, সিংহ, চিতাবাঘ, জাগুয়ার, পুমা, চিতাবাঘ এবং তুষার চিতা রয়েছে। এর মধ্যে পাঁচটি প্রজাতি অর্থাৎ চিতাবাঘ, পুমা, জাগুয়ার, বাঘ, সিংহ এবং চিতা ভারতে পাওয়া যায়। এই পাঁচটি প্রজাতি নিয়ে ভারতে গত কয়েক বছরে অনেক কাজ করা হয়েছে। সম্প্রতি, ভারত সরকার এই ধরনের সমস্ত প্রজাতির সংখ্যা গণনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ভারতে বাঘের সংখ্যা ৩১৬৭, চিতাবাঘের সংখ্যা ১৩,৮৭৪ এবং তুষার চিতাবাঘের সংখ্যা ৮০০। আর সিংহ শুধুমাত্র ভারতে পাওয়া যায় এবং তাদের জনসংখ্যা ৮০০ এরও বেশি। তবে, এ দেশে বিলুপ্তপ্রায় চিতার সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা করা হয়েছে, বর্তমানে দেশে ২১টি চিতাবাঘ রয়েছে।

এই প্রথমবার মতো দেশের সীমানার বাইরে বাঘ এবং তাদের প্রজাতির অন্যান্য প্রাণীর সংরক্ষণ করবে বিগ ক্যাট অ্যালায়েন্স
এই প্রথমবার মতো দেশের সীমানার বাইরে বাঘ এবং তাদের প্রজাতির অন্যান্য প্রাণীর সংরক্ষণ করবে বিগ ক্যাট অ্যালায়েন্স

প্রসঙ্গত, বেশিরভাগ দেশেই, বাঘ, সিংহ বা চিতাবাঘ নিজেদের বাসস্থান হারানোর পাশাপাশি নানান ধরণের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় এই প্রথমবার মতো দেশের সীমানার বাইরে বাঘ এবং তাদের প্রজাতির অন্যান্য প্রাণীর সংরক্ষণ করবে বিগ ক্যাট অ্যালায়েন্স (Big Cat Alliance) । এই জোটের উদ্দেশ্য হল বিগ ক্যাট প্রজাতির সংখ্যা বৃদ্ধি করা, দেশজুড়ে যে চোরা শিকারিরা ঘুরে বেড়াচ্ছে তাদের অবৈধ শিকার বন্ধ করা এবং এই পশু সংরক্ষণের মাধ্যমে সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতায় বিশ্বের ৯৬টি দেশের বাস্তুতন্ত্রকে রক্ষা করা। আইবিসিএ ভারতকে এক্ষেত্রে নেতৃত্ব দিতে সাহায্য করবে৷ যার দরুণ, ইকো-ট্যুরিজমের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ও বাড়বে। ইতিমধ্যেই, বিশ্বের ১৬টি দেশ এই জোটে যোগ দিতে রাজি হয়েছে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, কম্বোডিয়া, মিশর, ইথিওপিয়া, ইকুয়েডর, কেনিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া এবং পেরুর মতো দেশগুলি। এগুলি ছাড়াও পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কিত ১০টি সংস্থাও এই প্ল্যাটফর্মে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার-আইইউসিএন (IUCN), কিরগিজস্তানের সায়েন্স অ্যান্ড কনজারভেশন ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ট্রাস্ট (Conservation International Snow Leopard Trust), রাশিয়ার আমুর টাইগার সেন্টারও (Russia's Amur Tiger Center)।

এই প্ল্যাটফর্মের সঙ্গে জোট বাঁধতে রাজি হয়েছে বিশ্বের ১৬টি দেশ 
এই প্ল্যাটফর্মের সঙ্গে জোট বাঁধতে রাজি হয়েছে বিশ্বের ১৬টি দেশ 

জানা গিয়েছে, ভারত বড় বিড়াল ও এই প্রজাতির কিছু প্রাণী কাজাখস্তান এবং কম্বোডিয়ার মতো দেশকে দিতে পারে। এর পাশাপাশি ভারত এই জোটের দ্বারা বাঘ সংরক্ষণে নিজের সাফল্য ভাগ করে নেবে বিশ্বের বিভিন্ন দেশগুলির সঙ্গে। সূত্রের খবর, এক্ষেত্রে কম্বোডিয়ার সঙ্গে চুক্তি সংক্রান্ত আলোচনা অনেক এগিয়েছে। ২০০৭ সালে কম্বোডিয়ায় শেষ বাঘ দেখা গিয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতে ভারত কম্বোডিয়ায় বাঘের সংখ্যা বাড়াতে সব ধরনের সাহায্য করতে পারে। এছাড়াও, আফ্রিকার দেশগুলো থেকে যেভাবে চিতাবাঘের প্রচলন হয়েছিল, সেই একইভাবে ভারতও এই প্রজাতিগুলিকে এইসব দেশে নিয়ে আসবে। দেশগুলিকে ভারত প্রজাতি সরবরাহ করার পাশাপাশি, প্রাণীগুলির জন্য সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত পরিবেশ তৈরিতেও সহায়তা করবে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File