‘ভুলভুলাইয়া ২’-এ কেন অভিনেতা অক্ষয় কুমারকে নেওয়া হল না? অবশেষে মুখ খুললেন পরিচালক

Sunday, May 22 2022, 3:14 pm
‘ভুলভুলাইয়া ২’-এ কেন অভিনেতা অক্ষয় কুমারকে নেওয়া হল না? অবশেষে মুখ খুললেন পরিচালক
highlightKey Highlights

‘ভুলভুলাইয়া’-র দুরন্ত সাফল্যের পর তারই সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া ২’ তে কেন দেখা গেল না অভিনেতা অক্ষয় কুমারকে। এমন কেন হল তা জানালেন পরিচালক।


ভুলভুলাইয়া ২’-এ কেন বাদ দেওয়া হল বলিউডের ‘খিলাড়ি’কে? তা নিয়ে বিস্তর অভিযোগ-অনুযোগ ছিল ভক্তদের। ছবির সিক্যুয়েল হিসেবে প্রথম থেকে চর্চায় ছিল ‘ভুলভুলাইয়া ২’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী। তাই ছবি মুক্তির পরে অবশেষে এই নিয়ে মুখ খুললেন পরিচালক অনীশ বাজমি।

অক্ষয় কুমারের সঙ্গে কোনও রকম ঝামেলা বা টানাপড়েনের কারণে কি তাঁকে সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হল? কী বললেন পরিচালক অনীশ

সিক্যুয়েল ছবিটি প্রেক্ষাগৃহে আসার পরে অনীশ বলেন, ‘‘এই সব ছোটখাটো বিষয়ের তুলনায় অক্ষয় এখন অনেক বড়। ওকে নেওয়া যেত না। ‘ভুলভুলাইয়া ২’-তে অক্ষয় থাকল কি থাকল না, তা ওর কাছে নিতান্তই ছোট একটা ব্যাপার। ও এখন পছন্দমতো প্রস্তাব পাচ্ছে পরপর, তাতে অভিনয়ও করছে নিয়মিত। আমাদের ছবির প্রস্তাব ওর কাছে গেলেও নিশ্চয়ই তাতে অভিনয় করত। আমার সঙ্গে ওর যথেষ্ট ভাল সম্পর্ক। পরেও নিশ্চয়ই আমরা আবার একসঙ্গে কাজ করব।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File