বিনোদন

5 Best Bengali Audiobook | বাংলা গল্প শুনতে ডাউনলোড করুন এই ৫টি অ্যাপ

5 Best Bengali Audiobook | বাংলা গল্প শুনতে ডাউনলোড করুন এই ৫টি অ্যাপ
Key Highlights

দিনের শেষে বা কাজের ফাঁকে বাংলা গল্প শুনতে অবশ্যই ফোনে রাখুন এই ৫টি সেরা অডিওবুক অ্যাপ।

আমরা প্রায় সকলেই ছোটবেলার থেকে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি নানান গল্পের বই পড়ে। পড়াশোনা, খেলাধুলার পাশে বই পড়া যেন অনেকেরই হয়ে উঠেছিল নেশা। একটা গল্প না পড়লে যেন দিনটা পূর্ণ হতো না। তবে ব্যস্ত জীবনের দৌড়ে আর সময় কোথায় বই পড়ার। বই পড়ার নেশা যেন ধীরে ধীরে চলেই যাচ্ছে। কত অজানা গল্প অজানাই থেকে যাচ্ছে। তবে আধুনিক প্রযুক্তির দুনিয়ায় ই-বুক এবং অডিওবুক হয়ে উঠেছে নতুন উপায়। স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে বই পড়া বা গল্প শোনা হয়ে উঠেছে খুবই সহজ। তবে এদিক ওদিক অনেক অডিওবুক অ্যাপ খুঁজে পেলেও বাংলা গল্পের ভালো অডিওবুক অ্যাপ পাওয়া বেশ কঠিন। এবার এই সমস্যার সমাধান করতেই আপনার জন্য রইলো সেরা ৫টি বাংলা অডিওবুক অ্যাপ।

১. অ্যামাজন কিন্ডেল | Amazon Kindle:

বাংলার সেরা সেরা বাছাই করা অডিওবুক আপনি পেয়ে যাবেন অ্যামাজন কিন্ডেল-এ। আপনার কাছে যদি কিন্ডেল থাকে তবে এই অ্যাপের মাধ্যমে অনায়াসেই শুনতে পারবেন আপনার পছন্দ মতো বাংলা গল্প। কিন্ডেল না থাকলেও কোনও অসুবিধা নেই। অ্যান্ড্রয়েড বা আইওএস-এর জন্যও রয়েছে অ্যামাজন কিন্ডেল অ্যাপ। যা ফোনে ডাউনলোড করলেই পাবেন এর পরিষেবা। এই অ্যাপে আপনি পাবেন বাংলার প্রখ্যাত কণ্ঠশিল্পীদের দ্বারা অনুবাদিত এবং বর্ণিত নানান ধরণের গল্প। ফোনে অ্যামাজন কিন্ডেল অডিওবুক অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন Amazon Audible এই লিঙ্কে।

২. গল্পখুড়ো | Golpokhuro: 

প্রায় সব বাঙালি 'তারিণী খুড়ো' সম্পর্কে অবগত। দি গ্রেট সত্যজিৎ রায়ের (Satyajit Ray) নির্মিত একটি কাল্পনিক চরিত্র হল 'তারিণী খুড়ো', যার পুরো নাম তারিণী চরণ বন্দোপাধ্যায়। এই কাল্পনিক চরিত্র বিখ্যাত তার গল্প বলার জন্য। ৫ বছর বয়সী খুদেদের নানান মজার গল্প বলেন এই খুড়ো। সেই তারিণী খুরোরই ডিজিটাল রূপ 'গল্পখুড়ো'। থ্রিলার, অ্যাডিভেঞ্চার, সাসপেন্স, কমেডি, ভুতুড়ে এমনকি বাচ্চাদের জন্যও রয়েছে গল্পের সমাহার।

ডাউনলোড করতে এখনই ক্লিক করুন এই লিঙ্কটি GolpoKhuro , আর শুনুন আপনার পছন্দের গল্প। প্রতি সপ্তাহেই নিয়মিত গল্প প্রকাশ করা হয় এই অ্যাপে। যার ফলে একটা গল্প সিরিজ শেষ করতে না করতে পেয়ে যাবেন আরেক গল্প। অফিস থেকে ফেরার পথে বাসে, ট্রামেই হোক বা রাতের শেষে শুয়ে কানে হেডফোন লাগিয়েই হোক, বাংলার প্রখ্যাত কণ্ঠশিল্পীদের দ্বারা অনুবাদিত বাংলার সেরা গল্পের ডিজিটাল এই ঝুলি সহজেই কেড়ে নিতে পারবে আপনার মন। 

৩. স্পটিফাই | Spotify: 

কেবল গান শোনার জন্য নয়। স্পটিফাইতে শুনতে পারবেন আপনার মনে মতো বাংলা গল্পও। সম্প্রতি স্পটিফাই তৈরী করেছে বেশ কয়েক বাংলা পডকাস্ট। এই অ্যাপে রয়েছে তাদের নিজস্ব গল্পও। এর সব থেকে বড়ো আকর্ষণ, স্পটিফাই বাংলার পডকাস্টের সঙ্গে যুক্ত রয়েছে পত্র ভারতী। প্রায় ২০০ জন কণ্ঠশিল্পীদের দ্বারা অনুবাদিত গল্প শুনতে পারবেন এই অ্যাপে। আপনার প্রিয় বাংলা গল্প শুনতে ডাউনলোড করুন Spotify এই লিঙ্কে।

৪. গল্পওয়ালা | Golpowala: 

বাংলা গল্প এবং কথাসাহিত্যের একটি চমৎকার সংগ্রহ এই অ্যাপ। বিখ্যাত গল্পকার এবং তাদের দ্বারা বর্ণিত গল্প পাবেন গল্পওয়ালাতে। এই ওয়েবসাইটে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সঞ্জীব চট্টোপাধ্যায় পর্যন্ত বাংলা ছোটগল্পের আশ্চর্যজনক সংগ্রহ। সঙ্গে রয়েছে বাংলার প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা প্রেরণামূলক এবং মানসিক স্বাস্থ্য পডকাস্টও। 

৫. বইঘর | Boighor:

 বইঘর হল এমন একটি অ্যাপ যেখানে আপনি  বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই ডিজিটাল গল্পের বই অর্থাৎ ইবুক এবং পডকাস্ট পাবেন। ক্লাসিক থেকে সমসাময়িক, বিজ্ঞান কল্পকাহিনী থেকে রোম্যান্স, হরর থেকে অনুপ্রেরণামূলক এবং আরও অনেক রকমের গল্পের সমাহার বইঘর। এই অ্যাপে রয়েছে দেশ-বিদেশের খ্যাতিমান লেখকদের জনপ্রিয় বইও। বাংলা অডিওবুকের সমাহার পেতে ক্লিক Boighor এই লিঙ্কটিতে।

ডিজিটাল যুগে ধীরে ধীরে বইয়ের জায়গা নিচ্ছে অডিওবুক ও ইবুক। ট্রেনে চেপে ঘুরতে যাওয়ার সময়ই হোক কিংবা রবিবার দুপুরে লাঞ্চের পর, মন ভালো রাখতে একটা গল্প মাস্ট। কেবল স্মার্টফোনে অ্যাপের মাধ্যমেই আপনার হাতের মুঠোয় আনুন আপনার পছন্দের গল্পকে।


Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য