IPL 2024 Schedule | আইপিএল 2024 সময়সূচী বাংলা | আইপিএল ২০২৪-এর ১৭ দিনের সূচি প্রকাশ করল বিসিসিআই! ২২সে মার্চ থেকেই শুরু আইপিএল! কবে খেলা কলকাতায়?

Thursday, April 4 2024, 10:07 am
highlightKey Highlights

আইপিএল ২০২৪ এর সময়সূচী প্রকাশ করলো বিসিসিআই। যদিও আইপিএল ২০২৪-এর ১৭ দিনের সূচি প্রকাশ করল বিসিসিআই। ডাবল হেডার-সহ প্রথম ১৭ দিনে খেলা হবে মোট ২১টি ম্যাচ।


লোকসভা নির্বাচনের জন্য দেশের বাইরে আইপিএল ২০২৪ (IPL 2024) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল। এদিকে এখনও প্রকাশ হয়নি লোকসভা নির্বাচন ২০২৪ এর তারিখ (Lok Sabha election 2024 date)। তবে তার আগে প্রকাশ হলো আইপিএল 2024 সময়সূচী বাংলা (IPL 2024 Schedule)। লোকসভা নির্বাচনের কারণে বৃহস্পতিবার প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে বাকি আইপিএলের সময়সূচী ২০২৪ (IPL Schedule 2024) ঘোষণা করা হবে। আইপিএল শুরু হচ্ছে ঠিক এক মাস পরে, অর্থাৎ ২২ সে মার্চ। সূচি ঘোষণা করা হয়েছে ৭ ই এপ্রিল পর্যন্ত।

 প্রথম ১৭ দিনের জন্য আইপিএল ২০২৪ এর সময়সূচী প্রকাশ করলো বিসিসিআই
 প্রথম ১৭ দিনের জন্য আইপিএল ২০২৪ এর সময়সূচী প্রকাশ করলো বিসিসিআই

বৃহস্পতিবার আইপিএলের সময়সূচী ২০২৪ (IPL Schedule 2024) ঘোষণা করে বিসিসিআই (BCCI)। যদিও পুরো টুর্নামেন্টের জন্য নয়, বরং প্রথম ১৭ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। ডাবল হেডার-সহ প্রথম ১৭ দিনে খেলা হবে মোট ২১টি ম্যাচ। প্রথম ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। অর্থাৎ প্রথম ম্যাচেই দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এবং বিরাট কোহলির (Virat Kohli) লড়াই। গত বার ট্রফি জেতার সুবাদে এ বার প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। খেলা হবে তাদেরই ঘরের মাঠে চিপক স্টেডিয়ামে।

Trending Updates

প্রথম ১৫ দিনের  আইপিএল ২০২৪ এর সময়সূচী । First 15 Days IPL 2024 Schedule :

১. চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, ৭টা ৩০)।

২. পঞ্জাব বনাম দিল্লি- ২৩ মার্চ (মোহালি, ৩টে ৩০)।

৩. কলকাতা বনাম হায়দরাবাদ- ২৩ মার্চ (কলকাতা, ৭টা ৩০)।

৪. রাজস্থান বনাম লখনউ- ২৪ মার্চ (জয়পুর, ৩টে ৩০)।

৫. গুজরাট বনাম মুম্বই- ২৪ মার্চ (আমদাবাদ, ৭টা ৩০)।

৬. আরসিবি বনাম পঞ্জাব- ২৫ মার্চ (বেঙ্গালুরু, ৭টা ৩০)।

৭. চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, ৭টা ৩০।

৮. হায়দরাবাদ বনাম মুম্বই- ২৭ মার্চ (হায়দরাবাদ, ৭টা ৩০)।

৯. রাজস্থান বনাম দিল্লি- ২৮ মার্চ (জয়পুর, ৭টা ৩০)।

১০. আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ (বেঙ্গালুরু, ৭টা ৩০)।

১১. লখনউ বনাম পঞ্জাব- ৩০ মার্চ (লখনউ, ৭টা ৩০)।

১২. গুজরাট বনাম হায়দরাবাদ- ৩১ মার্চ (আমদাবাদ, ৩টে ৩০)।

১৩. দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, ৭টা ৩০)।

১৪. মুম্বই বনাম রাজস্থান- ১ এপ্রিল (মুম্বই, ৭টা ৩০)।

১৫. আরসিবি বনাম লখনউ- ২ এপ্রিল (বেঙ্গালুরু, ৭টা ৩০)।

১৬. দিল্লি বনাম কলকাতা- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, ৭টা ৩০)।

১৭. গুজরাট বনাম পঞ্জাব- ৪ এপ্রিল (আমদাবাদ, ৭টা ৩০)।

১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, ৭টা ৩০)।

১৯. রাজস্থান বনাম আরসিবি- ৬ এপ্রিল (জয়পুর, ৭টা ৩০)।

২০. মুম্বই বনাম দিল্লি- ৭ এপ্রিল (মুম্বই, ৩টে ৩০)।

২১. লখনউ বনাম গুজরাট- ৭ এপ্রিল (লখনউ, ৭টা ৩০)।

প্রথম ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
প্রথম ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

উল্লেখ্য,আগামী ২২ সে মার্চ অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচ। চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium in Chennai) অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ, শুরুতেই হোম ম্যাচে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা। তার পরে শনি এবং রবিবার, দু’দিনই দু’টি করে ম্যাচ রয়েছে। অর্থাৎ আইপিএলের শুরুতেই দর্শকদের কাছে ভরপুর বিনোদন উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আইপিএলের তরফে। ২৩ সে মার্চ প্রথম ম্যাচটি হবে পঞ্জাব এবং দিল্লির। সেই ম্যাচ মোহালিতে আয়োজিত হবে। রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দরাবাদ। সেই ম্যাচ কলকাতায় আয়োজিত হবে। অর্থাৎ আইপিএলের দ্বিতীয় দিনই নামবে কলকাতা।

২০২৩ সালের ১৯সে ডিসেম্বর, মঙ্গলবার, দুইবাইয়ে আয়োজিত হয় আইপিএল ২০২৪ নিলাম (IPL 2024 Auction)। সেখানে ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের দলের ফাঁক ফোকর মেটানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। কোটি কোটি টাকায় ক্রিকেটার কেনে আইপিএল ২০২৪ (IPL 2024) টুর্নামেন্টের দল কর্তৃপক্ষ। আইপিএল ২০২৪ টিমের তালিকা (IPL 2024 Team List)তে রয়েছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার কেকেআর,কিংস ইলেভেন পাঞ্জাব,রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটাল, মুম্বই, লখনৌ, গুজরাট, ব্যাঙ্গালুরু, হাদ্রাবাদ। আইপিএল ২০২৪ টিমের তালিকা (IPL 2024 Team List) এর ১০টি দল আইপিএল নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটারকে কিনতে পারত। সেখানে ৭২ জন ক্রিকেটারকে ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। মোট ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন এই মিনি নিলামে।

রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দরাবাদ
রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দরাবাদ

প্রসঙ্গত, লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর সাধারণ নির্বাচনের জন্য এদেশে নির্বিঘ্নে আইপিএল আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও বিসিসিআই আগাগোড়া ভারতের মাটিতেই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর ছিল। শেষমেশ নিজেদের অবস্থানে অনড় থাকলো ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকসভা নির্বাচন ২০২৪ এর তারিখ (Lok Sabha election 2024 date) প্রকাশ হওয়ার আগেই বিসিসিআই জানিয়ে দিলো, ২২সে মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৪।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File