আগামী ১৬ই জুন থেকে বাড়ছে রান্নার গ্যাসের দাম, নতুন গ্যাসের কানেকশন নিতে গেলেও গুনতে হবে বেশি টাকা

Wednesday, June 15 2022, 3:20 pm
highlightKey Highlights

১৬ জুন থেকে নতুন এলপিজি কানেকশন নিতে লাগবে আরও টাকা। এমনকি দাম বাড়ছে রান্নার গ্যাসেরও।


পাঁচ কিলোগ্রামের একটি সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিটের জন্য জন্য এখন বেশি টাকা জমা দিতে হবে। পাঁচ কেজি সিলিন্ডারের সিকিউরিটি বাবদ এখন ৮০০ টাকার পরিবর্তে ১১৫০ টাকা দিতে হবে। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি সিলিন্ডার নেওয়া গ্রাহকরাও এই ঘোষণায় হতবাক হবেন।

কত টাকা বাড়ছে কানেকশন বাবদ ?

১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য এবার থেকে সিকিউরিটি অ্যামাউন্ট বাবদ ৭৫০টাকা জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। এখানেই শেষ নয়, কিলোগ্রামওয়ালা সিলিন্ডারের ক্ষেত্রে আরও ৩৫০ টাকা দিতে হবে নতুন গ্রাহকদের। সঙ্গে বেড়েছে গ্যাসের রেগুলেটারের দাম। এবার থেকে নতুন গ্যাস রেগুলেটর কিনতে গ্রাহককে ১০০ টাকা বেশি দিতে হবে।

Trending Updates

পাশাপাশি পাসবুকের জন্য ২৫ টাকা ও পাইপের জন্য ১৫০ টাকা আলাদাভাবে দিতে হবে আবেদনকারীকে। সেই অনুসারে প্রথমবার গ্যাস সিলিন্ডার সংযোগ ও প্রথম সিলিন্ডারের জন্য গ্রাহককে মোট ৩,৬৯০ টাকা দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File