আন্তর্জাতিক

Bangladesh MP Murder । বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের মূল অভিযুক্ত গ্রেফতার কাঠমান্ডুতে!

Bangladesh MP Murder । বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের মূল অভিযুক্ত গ্রেফতার কাঠমান্ডুতে!
Key Highlights

গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সিয়াম। সূত্রের খবর, তাকে কাঠমান্ডুতে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। সিয়ামকে গ্রেফতারির কথা আগেই স্বীকার করেছিল ঢাকার গোয়েন্দা বিভাগ। এ বার কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করেছে এ রাজ্যের সিআইডি। যদিও বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁর দেহ খুঁজতে ভারতীয় নৌবাহিনীও সাহায্য নেওয়া হয়।

গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সিয়াম। সূত্রের খবর, তাকে কাঠমান্ডুতে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। সিয়ামকে গ্রেফতারির কথা আগেই স্বীকার করেছিল ঢাকার গোয়েন্দা বিভাগ। এ বার কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করেছে এ রাজ্যের সিআইডি। যদিও বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁর দেহ খুঁজতে ভারতীয় নৌবাহিনীও সাহায্য নেওয়া হয়।

সিআইডি সূত্রের খবর, এই খুনের মামলার মূল অভিযুক্ত আখতারুজ্জামান ওরফে শাহিনের খোঁজ চলছে। অনুমান, শাহিন কলকাতা থেকে নেপাল হয়ে আমেরিকায় পালিয়ে গিয়েছেন। তিনি আমেরিকারই বাসিন্দা। তাই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে যোগাযোগও শুরু করা হয়েছে। সেই শাহিনেরই অন্যতম প্রধান সহযোগী সিয়াম। সে নেপালে পাড়ি দেয় খবর পেতেই বাংলাদেশি নাগরিক সিয়ামকে পাকড়াও করতেও ভারত-নেপাল সীমান্তের নানা এলাকায় সিআইডি-র বিশেষ তদন্তকারী দল খোঁজখবর চালায়।

অন্যদিকে, বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।অভিযোগ, বাংলাদেশের ঝিনাইদহের সাংসদকে খুনের পর দেহ টুকরো করা হয়েছে। তার পর তা লোপাট করা হয়। তদন্তকারীদের অনুমান, বাগজোলা খালে ফেলা হতে পারে টুকরো। এর আগে আনোয়ারুলের দেহাংশের খোঁজে সাতুলিয়া ও কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালিয়েছিল সিআইডি-র বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও এখনও আনোয়ারুলের দেহাংশের খোঁজ পায়নি সিআইডি।


R G Kar | সেমিনার রুমে মেলেইনি 'তিলোত্তমা' ও সঞ্জয়ের পায়ের ছাপ? দু’টি সম্ভাবনা থাকতে পারে বলে অনুমান সিবিআইয়ের
Supreme Court | আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি স্থগিত! কেবল রিপোর্ট জমা দেবে সিবিআই
Sandip Ghosh | 'চোর' স্লোগান, সপাটে চড়ের পর এবার সাসপেন্ড, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর
Aparajita Bill | ধর্ষণ বিরোধী 'অপরাজিতা বিলে' সম্পূর্ণ সমর্থন বিজেপির, ‘ঐতিহাসিক দিন' বললেন মুখ্যমন্ত্রী
R G Kar | ডাক্তারের খোঁজে অজান্তেই সেমিনার হলে ঢুকে পড়ে সঞ্জয়? সিবিআইয়ের কাছে দাবি আরজি কর কান্ডে ধৃতর
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar