বাহুবলি প্রভাসের জীবনকাহিনী ও বিভিন্ন অজানা তথ্য | Motivational Life Story of Bahubali Actor Prabhas in Bengali
প্রভাস মানেই 'বক্স অফিস হিট'। সুপারস্টার হিন্দি নায়ক প্রভাস এর জীবনের সাফল্যের কাহিনী, তার ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন এই পোস্টে। Everything about South Superstar Prabhas in Bangla, Height, weight, fitness regime, parents name, family, movie all information in Bengali language.
উৎপলপতি ভেঙ্কটা সূর্যনারায়ণ প্রভাস রাজু , যিনি খ্যাতি অর্জন করেছেন এবং অধিক পরিচিত 'প্রভাস' নামে , ইদানীংকালের সর্বাধিক জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করে থাকেন। প্রভাস হলেন ভারতীয় সিনেমার সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম ।
মাত্র ২০ বছরের কেরিয়ার; আর এই কেরিয়ারের শুরু থেকেই দক্ষিণী এই সুপারস্টার, একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন। তাই প্রথম থেকেই পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন তিনি আর প্রকৃতপক্ষেই প্রভাস মানেই 'বক্স অফিস হিট'। তবে দক্ষিণী এই অভিনেতার রাজ বর্তমানে কেবল দক্ষিণ ভারতেই নয়, তিনি নজর কেড়েছেন গোটা বিশ্বের অার যার নেপথ্যে রয়েছে রেকর্ড ব্রেকিং হিট ছবি 'বাহুবলী।'
জন্ম ও বংশ পরিচয় | Birth Date & Family of Prabhas ( in Bangla )
প্রভাসের জন্ম অক্টোবর ২৩, ১৯৭৯ সালে। তিনি ফিল্ম প্রযোজক রাজু উপ্পলাপতিপ্রভাস উপ্পলাপতি শুরিয়ানারায়ণ এবং শিব কুমারীর সুযোগ্য পুত্র । ভাইবোনদের মধ্যে তিনিই হলেন সর্বকনিষ্ঠ। প্রভাসের বড় ভাই হলেন প্রবোধ উপ্পলাতি এবং বোন প্রগতি ; তিনি তেলুগু অভিনেতা উপ্পলাপতি কৃষ্ণাম রাজুর ভাগ্নে। কিশোর বয়সে প্রভাস ভীমাভারামের ডিএনআর স্কুলে অধ্যয়ন করেন এবং হায়দ্রাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে বি.টেক পাস করেন ।
প্রথম জীবন
ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা সত্ত্বেও, প্রভাস কখনই ছবিতে আত্মপ্রকাশ করতে চাননি। অভিনয়কে কখনোই তিনি নিজের কেরিয়ার করবেন বলে বিবেচনা করেননি কারণ প্রথম থেকেই তিনি একজন পেশাদার ব্যবসায়ী হতে চেয়েছিলেন।
কিন্তু তাঁর কাকা ,উৎপলাপতি কৃষ্ণান রাজু, ছিলেন একজন বিখ্যাত তেলেগু চলচ্চিত্র অভিনেতা যিনি প্রভাসকে সর্বদাই চলচ্চিত্রে আসতে উৎসাহিত করে এসেছেন আর যার ফলস্বরূপ প্রভাস ইদানীংকালের টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার মধ্যে একজন। তিনি সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসানের পরে প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা হ যাঁর মাদাম তুসো'র( Madam Tussauds ) সংগ্রহশালায় একটি মোমের মূর্তি ও স্থাপন করা রয়েছে।
প্রভাসের শারীরিক খুঁটিনাটি | Prabhas Details - Height, weight, Rashi, Religion, Education of Prabhas in Bengali
মহিলা ~ পুরুষ নির্বিশেষে আপামর ভারতবাসীর প্রথম পছন্দের অভিনেতা প্রভাসের সম্পর্কে আরেকটু বিস্তারিত জানা যাক:
- প্রভাসের উচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চি / ১.৮৮ মিটার
- ওজন: ৮৫ কেজি
- শারীরিক গঠন: বুক- ৪৫ ইঞ্চি, কোমর- ৩২ ইঞ্চি, বাইসেপ- ১৭ ইঞ্চি
- চুলের রঙ: কালো
- চোখের রঙ: কালো
- রাশি: বৃশ্চিক
- ধর্ম: হিন্দু
- শিক্ষাগত যোগ্যতাঃ হায়দ্রাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে বি.টেক
কেরিয়ারের সূত্রপাত এবং প্রভাসের জনপ্রিয়তা | Superstar Prabhas Career
২০০২ সালে প্রভাস "এশওয়ার ' বা 'ঈশ্বর" ছবি দিয়ে অভিনয় জীবনের সূত্রপাত করেছিলেন। 'রাঘবেন্দ্র 'ছবিতে মূল চরিত্রে অভিনয় করার সুযোগ পান ২০০৩ সালে। পরবর্তীকালে ২০০৪ সালে জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা 'ভরসাম' ছবিতে আবার দর্শকদের সামনে আসেন । স্ট্রাগলিং অ্যাকটর’ প্রভাসকে এক লাফে তারকা বানিয়ে দিয়েছিল এই ছবিটি আর বাকিটা কেবলই প্রভাসের জয়ের গল্প।
প্রভাস 'আদাভি রামুদু' এবং 'চক্রাম' ছবি দিয়ে নিজের অভিনয় জীবন অব্যাহত ভাবে চালিয়ে যান । তিনি এস এস রাজামৌলি পরিচালিত 'ছত্রপতি' ছবিতে অভিনয় করেন সেপ্টেম্বর ২০০৫ সালে ।এই ছবিতে সন্ত্রাস বাহিনী কর্তৃক শোষিত একজন শরনার্থীর চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি । এই ছবিটি এতই জনপ্রিয় হয়েছিল যে এটি প্রায় ৫৪টি কেন্দ্রে ১০০ দিন চলচ্চিত্রায়িত হয়েছিল।
অনবদ্য অভিনয় শৈলীর পাশাপাশি প্রভাসের উপস্থিতি, পৌরুষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল লক্ষ্যণীয়। পরবর্তীকালে তিনি আরো বেশকিছু ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন যার মধ্যে 'পৌরণামী,' 'যোগী" ও 'মুন্না' বিশেষভাবে উল্লেখযোগ্য ।
প্রভাস ২০০৭ সালে একটি একশন-ড্রামা ছবিতে অভিনয় করেন এবং এর ঠিক পরপরই তাঁর অভিনীত একশন কমেডি ধর্মী ছবি 'বুজ্জিগাডু ' মুক্তি পায় ২০০৮ সালে। ২০০৯ সালে প্রভাসের আরো দুটি ছবি 'বিল্লা" ও 'এক নিরাঞ্জন' ছবিগুলি মুক্তি পায় । এর মধ্যে 'বিল্লা' ছবিটি ছিলো আড়ম্বরপূর্ণ এবং দৃশ্যয়নের দিক দিয়ে সমৃদ্ধ একটি ছবি।
২০১০ সালে প্রভাস রোমান্টিক কমেডি 'ডার্লিং' ছবিতে একটি চরিত্রে অভিনয় করেন এবং ২০১১ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ছবি 'মিঃ পারফেক্ট '। ২০১২ সালে তিনি অভিনয় করেন রাঘব লরেন্স দ্বারা পরিচালিত অ্যাকশনধর্মী ছবি 'র্যাবেল'-এ ।ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রভাস 'দেনিকাইনা রেডি 'ছবিতে তার কন্ঠও প্রদান করেছিলেন।
২০১৩ সালে প্রভাস অভিনীত 'মিরচি" ছবি মুক্তি পায় যেটিও সফলতার শিখরে ওঠে । তিনি S.S. রাজামৌলির পরিচালনায় বাহুবলী: দ্য বিগিনিং (২০১৫) এবং বাহুবলী 2: দ্য কনক্লুশন (২০১৭) দিয়ে ভারতীয় দর্শকদের সর্বাধিক মন কাড়েন যা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। বিভিন্ন সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার সহ দর্শককুলের সহস্রাধিক প্রশংসা লাভ করেছিলেন প্রভাস এই চলচ্চিত্রে অভিনয়ের পর ।
প্রভাস এবং তাঁর জীবনের মোড় ঘোরানো ছবি 'বাহুবলী' ~ Prabhas and His Life's turning point - Bahubali
এতদিন যাবৎ প্রভাসের পরিচিতি ছিল একজন তেলুগু অভিনেতা হিসেবে, কিন্তু ২০১৫ সালে যখন তাঁর 'বাহুবলী' ছবিটি মুক্তি পায় , যেখানে তিনি মহেন্দ্র বাহুবলীর চরিত্রে অভিনয় করেছিলেন, সেই সময় থেকে তাঁর বলিষ্ঠ অভিনয়ের কারণে ছবিটি সকল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
ছবিটি বিশ্বব্যাপী সমালোচকদের দ্বারাও বহুল প্রশংসা অর্জন করে যার প্রমাণ ছবিটির বিশাল পরিমাণে বাণিজ্যিক সাফল্য । 'বাহুবলী' ছবির সিক্যুয়েল ২৮ শেএপ্রিল ২০১৭ এ বিশ্বব্যাপী লঞ্চ করা হয় যা তেলেগু, তামিল এবং হিন্দি ; এই তিনটি ভাষাতেই মুক্তি পায়। এই ছবিটিও বক্স অফিসের সাফল্যে নতুন রেকর্ড গড়ে তোলে।
বাহুবলীর সাফল্যে প্রভাসের অধ্যাবসায় | Dedication of Prabhas in Bahubali
প্রভাসের 'বাহুবলী' তৈরি হয় ২৫০ কোটি টাকা বাজেটে। পুরো বাজেটের ১০ শতাংশ অর্থাত্ ২৪ কোটি টাকা প্রভাসকে দেওয়া হয়, যার মধ্যে প্রভাস ১.৫ কোটি টাকা ব্যয় করেন এই ভূমিকার জন্য শরীর তৈরি করতে। এই জন্য তাঁকে পাঁচ বছর ধরে বিশেষ প্রশিক্ষণ দলের অধীনে থাকতে হয়েছে।
বাহুবলী সিনেমায় প্রভাস প্রশিক্ষণ পেয়েছিলেন লক্ষ্মণ রেড্ডির কাছ থেকে যিনি বডিবিল্ডিংয়ে ২০১০ সালের মিস্টার ওয়ার্ল্ড খেতাবটি অর্জন করেন । এছাড়াও আহার গ্রহণের ক্ষেত্রেও প্রভাসের ছিল চরম কড়াকড়ি। নিজের ভূমিকার সাফল্যের জন্য প্রভাস ফেন্সিং, কিক-বক্সিং, কুং-ফু এবং ঘোড়ায় চড়া ও শিখেছিলেন এবং কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেছিলেন।
প্রভাসের ট্রেনিং ভিডিও
কখনও কখনও তাঁকে দিনে ৩০টি থেকে ৪০টি ডিম পর্যন্ত খেতে হতো। তবে মাসে একদিন ‘চিটডে’ ছিল তাঁর যেদিন তিনি ইচ্ছেমতো বিরিয়ানি খেতেন। পাঁচ বছর এভাবেই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে কাটিয়েছেন তিনি ।
এই পাঁচ বছর ধরে প্রভাসের দেহের ওজন ছিল ১০০ কেজি ; কেবল দুহাতের মাংসপেশীর ওজনই হয়েছিল ২০ কেজি। খেলাধুলা করার জন্য তিনি সেটের ভিতরেই একটা ভলিবল কোর্ট বানিয়ে নিয়েছিলেন । 'বাহুবলী'-তে অভিনয় করার সময় প্রভাস তিন বছর বাণিজ্যিক কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি।
প্রভাসের ছবির বৈদেশিক সাফল্য | International Fame
২০১৬ তে বাহুবলী ছবির হাত ধরে প্রভাসের কেরিয়ার নিয়েছিল নয়া বাঁক। ভারতের এই ছবিটি বক্স অফিসে যেমন ইতিহাস গড়েছিল, ঠিক তেমনই দাপিয়ে বেড়িয়েছিল জাপান, চিন, ইন্দোনেশিয়া, লন্ডন ও রাশিয়ার টেলিভিশনে ও। দেশের গণ্ডির বাইরে গিয়ে গোটা বিশ্বের দর্শকেরা ও এক কথায় এই ছবি দেখে প্রভাসের ভক্ত হয়ে ওঠে। তারপরে আরও এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দেন প্রভাস, যসর নাম 'সাহো'। ভারতের বুকে যতটা প্রভাব ফেলেছিল এই ছবিটি ঠিক ততোধিক জাপানে ও প্রভাব বিস্তার করে ।
ক্রমে প্রভাসের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে বিখ্যাত অষ্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও তাঁর মেয়েও একটি ভিডিওতে বাহুবলীর সংলাপ বলে ফেলেন আর সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয় নেট দুনিয়ায়। বর্তমানে প্রভাস তাঁর পরবর্তী ছবিগুলির প্রস্তুতিতে রয়েছেন। পরিচালক নাগ অশ্বিনের এই চলচ্চিত্রটি গোটা বিশ্বে প্রথমবার প্যানইন্ডিয়ায় মুক্তি পেতে চলেছে।
ব্যক্তিগত জীবনে প্রভাস | Personal Life of Prabhas
বর্তমানে প্রভাস হলেন ‘গ্লোবাল আইকন’। তাঁর ভক্তসংখ্যা ছড়িয়ে রয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তেই। বাহুবলী ছবিতে অভিনয় করার পর থেকেই রিল লাইফের ‘বাহুবলী’ রিয়েল লাইফে অর্জন করেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা।
বাহুবলির সাফল্যে প্রকৃতপক্ষে তাঁর কেরিয়ারের এক বিশাল টার্নিং পয়েন্ট। অন্যান্য দক্ষিণী সুপারস্টারের মধ্যে প্রভাসের জীবনযাপন যেন অনেকের থেকেই নজরকাড়া। ব্যক্তিগত জীবনে তিনি বেশ শৌখিন। প্রভাসের রয়েছে বিলাসবহুল বাড়ি-গাড়ি; হায়দরাবাদের জুবিলি হিলসে রয়েছে প্রভাসের বিলাসবহুল একটি বাংলো যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
চরিত্রের প্রয়োজনে তিনি প্রায়শই নিজের শারীরিক গড়নে পরিবর্তন আনেন আর এজন্য নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়াম ও করেন তিনি। এই অভিনেতার বাড়িতেই রয়েছে সুসজ্জিত নিজস্ব একটি জিম। এতে রয়েছে প্রায় ১.৫ কোটি টাকার ব্যায়ামের যন্ত্রপাতি।বিএমডাব্লিউ এক্স৩এমন স্পোর্টস:,জাগুয়ার এক্সজেআর, ল্যাম্বরগিনি অ্যাভেনটাডোর রোডস্টার, ল্যান্ড রোভার র্যাঞ্জ রোভার এসভিঅটোবায়োগ্রাফি র মতন বিলাসবহুল গাড়ি র ও মালিক সুপারস্টার এই অভিনেতা।
এরই মধ্যে ২১০ কোটি মূল্যের সম্পত্তি রয়েছে প্রভাসের। এছাড়াও তাঁর রয়েছে ৬০ কোটি মূল্যের ফার্মহাউস যেখানে তিনি প্রায়শই বন্ধুদের সঙ্গে পার্টি করেন। অভিনয় জীবনের সাথে সাথে ব্যক্তিগত জীবনটাও খুব অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছেন প্রভাস। অভিনেতার, বিলাসবহুল জীবনযাত্রা খুবই পছন্দের ।
পরিচালক - প্রিয় অভিনেতা ,প্রভাস
অভিনয় শৈলী এতটাই প্রখর ও তীক্ষ্ণ যে প্রভাস যে চরিত্রেই অভিনয় করুন না কেন তাতেই তিনি করে দেন বাজিমাত। নিজের একশো শতাংশ দিয়ে তা পর্দায় ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত এই অভিনেতা; আর তাই খুবই স্বাভাবিকভাবে পরিচালকেরাও তাঁকে খুব পছন্দ করেন। পরিচালকদের পছন্দের তালিকাতে প্রভাস প্রথমে থাকার প্রধান শর্তই হল তাঁর অভিনয় দক্ষতা; আর দ্বিতীয় হয় বিপুল অঙ্কের অর্থের ব্যবসা যা কিনা সকল পরিচালক ও প্রযোজকদের কাঙ্ক্ষিত একটি বিষয়।
Prabhas Rapid Fire on Koffee with karan
প্রভাসের ব্যক্তিগত পছন্দের তালিকায় যা যা আছে | Prabhas's Favourite Things
- সকলের প্রিয় এই অভিনেতার নিজস্ব পছন্দের তালিকায় কী কী আছে তা জেনে নেওয়া যাক :প্রভাসের সর্বাধিক প্রিয় তেলুগু ছবি হল ‘ভক্ত কন্নাপ্পা’, যেখানে অভিনয় করেছিলেন তাঁর নিজের কাকা।
- এছাড়া প্রভাস রাজকুমার হিরানির ছবির একজন বড় ভক্ত ।প্রভাসের কথায় ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘থ্রি ইডিয়টস’ নাকি ২০ বার করে দেখেছেন তিনি।
- বলিউডে তাঁর পছন্দ শাহরুখ এবং সালমানকে এবং হলিউডে রবার্ট ডিনিরো তাঁর প্রিয় অভিনেতা।
- বিরিয়ানি তাঁর পছন্দের খাদ্যতালিকায় প্রথমেই পড়ে।
- শুটিংয়ের জন্য প্রভাস মহাবালেশ্বরের সবুজ পরিবেশ এবং কেরালার জঙ্গল সবচেয়ে বেশি পছন্দ করেন।
- আর্ট ফিল্ম বা প্যারালাল সিনেমা খুব একটা পছন্দ নয় অভিনেতার; তাঁর মতে সব সময় বাণিজ্যিক ছবিই করতে আগ্রহী তিনি।
- প্রভাসের প্রিয় মিউজিশিয়ান হলেন এ আর রহমান এবং প্রিয় হলিডে স্পট হল লন্ডন ।
প্রভাসের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ | Biggest Regret of Prabhas ?
প্রভাসের জীবনের সবথেকে বড় আক্ষেপ যার স্মৃতিচারণা তিনি আজ ও করেন তা হলো ; একসময় প্রভাসের বাবা সবসময় বলতেন, ‘তোমার জীবনে এমন একটা সিনেমা আসবে, যে সিনেমা দিয়ে তোমাকে সবাই চিনবে। মানুষ জীবনভর তোমাকে ওই সিনেমার মাধ্যমে মনে রাখবে।’ বাহুবলী সিরিজ ই হল প্রভাসের জীবনের সেই চলচ্চিত্রে ।
'বাহুবলি' প্রভাসকে কেবলমাত্র দক্ষিণ ভারত ছাপিয়ে ই সারা ভারতে জনপ্রিয় করেনি, বরং বলা যায় ভারত ছাপিয়ে সারা বিশ্বে প্রভাসকে চিনিয়েছে, একজন বড় তারকা থেকে সুপারস্টার বানিয়েছে প্রভাসকে। কিন্তু প্রভাসের এই জনপ্রিয়তা জীবদ্দশায় দেখে যেতে পারেননি তাঁর বাবা। স্বল্পভাষী, অন্তর্মুখী, লাজুক অভিনেতা প্রভাস তাই প্রায়ই এই আক্ষেপের কথা বলেন।
প্রভাসের প্রাপ্ত বিভিন্ন অ্যাওয়ার্ড এবং পুরস্কার সমূহ | Awards that Prabhas got
প্রভাস বাহুবলী সহ বেশ কিছু ছবিতে উল্লেখযোগ্য এবং সম্মানীয় কিছু কিছু পুরস্কার জিতেছেন যা নিচে উল্লেখ করা হল:
- সান্তোষাম অ্যাওয়ার্ডসঃ ১টি।
- ২০০৪ সালে- বেস্ট ইয়ং পারফর্মার for ভার্শাম।সিনেমা অ্যাওয়ার্ডসঃ ১টি।
- ২০১০ সালে- জুরি দ্বারা নির্বাচিত সেরা অভিনেতা, 'ডার্লিং'ছবির জন্য ।
- ২০১১ সালে সেরা অভিনেতার পুরস্কার পান তেলেগু ছবি ,'মি. পারফেক্ট' এর জন্য ।
- ২০১৩ সেরা অভিনেতা তেলুগু ছবি, 'মির্চি'র জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ।
- ২০১৫ সালে সেরা অভিনেতা (তেলেগু)বাহুবলী: দ্য বিগিনিং এবং ২০১৭ দালে -সেরা অভিনেতা (তেলেগু)বাহুবলী 2: দ্য কনক্লুশন
প্রভাসের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি | Upcoming Movies of Prabhas
এই মুহূর্তে প্রভাসের হাতে কয়েক শ কোটি টাকার একাধিক নামীদামি প্রকল্প রয়েছে ; আর এসব ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সারা দেশজুড়ে। প্রভাসের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে রাধে শ্যাম, ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল ছবি ‘আদিপুরুষ’ এবং কেজিএফ’ পরিচালকের ‘সালার’। তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ছাড়াও ছবিগুলি হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই ।
প্রভাসের পরবর্তী ছবি রাধে শ্যামের একটি গানের দৃশ্য
প্রশ্নোত্তর - Frequently Asked Questions
জনপ্রিয় অভিনেতা প্রভাসের আসল নাম কী ?
প্রভাসের আসল নাম হল উৎপলপতি ভেঙ্কটা সূর্যনারায়ণ প্রভাস রাজু ।
প্রবাসের জন্মতারিখ কী ?
প্রভাসের জন্ম অক্টোবর ২৩, ১৯৭৯ সালে। তাঁর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর ।
বাহুবলী ছবিটি কবে মুক্তি পায় এবং প্রভাস কোন চরিত্রে অভিনয় করেন ?
২০১৫ সালে 'বাহুবলী' ছবিটি মুক্তি পায় । তিনি মহেন্দ্র বাহুবলীর চরিত্রে অভিনয় করেছিলেন।
বর্তমানে কত টাকার সম্পত্তি রয়েছে প্রভাসের ?
বর্তমানে ২১০ কোটি মূল্যের ও বেশি সম্পত্তি রয়েছে প্রভাসের।
অভিনেতা প্রভাসের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবিগুলির নাম কী ? Upcoming Movies of Prabhas
প্রভাসের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে রাধে শ্যাম, ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল ছবি ‘আদিপুরুষ’ এবং কেজিএফ’ পরিচালকের ‘সালার’।
- Related topics -
- সেলিব্রিটি
- বিনোদন
- দক্ষিণী সিনেমা
Contents ( Show )
- জন্ম ও বংশ পরিচয় | Birth Date & Family of Prabhas ( in Bangla )
- প্রথম জীবন
- প্রভাসের শারীরিক খুঁটিনাটি | Prabhas Details - Height, weight, Rashi, Religion, Education of Prabhas in Bengali
- কেরিয়ারের সূত্রপাত এবং প্রভাসের জনপ্রিয়তা | Superstar Prabhas Career
- প্রভাস এবং তাঁর জীবনের মোড় ঘোরানো ছবি 'বাহুবলী' ~ Prabhas and His Life's turning point - Bahubali
- বাহুবলীর সাফল্যে প্রভাসের অধ্যাবসায় | Dedication of Prabhas in Bahubali
- প্রভাসের ট্রেনিং ভিডিও
- প্রভাসের ছবির বৈদেশিক সাফল্য | International Fame
- ব্যক্তিগত জীবনে প্রভাস | Personal Life of Prabhas
- পরিচালক - প্রিয় অভিনেতা ,প্রভাস
- Prabhas Rapid Fire on Koffee with karan
- প্রভাসের ব্যক্তিগত পছন্দের তালিকায় যা যা আছে | Prabhas's Favourite Things
- প্রভাসের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ | Biggest Regret of Prabhas ?
- প্রভাসের প্রাপ্ত বিভিন্ন অ্যাওয়ার্ড এবং পুরস্কার সমূহ | Awards that Prabhas got
- প্রভাসের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি | Upcoming Movies of Prabhas
- প্রভাসের পরবর্তী ছবি রাধে শ্যামের একটি গানের দৃশ্য
- প্রশ্নোত্তর ( Frequently Asked Questions )
- পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File