Ayodhya Ram Mandir Inauguration Update | রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
বহু প্রতীক্ষার দিন ২২সে জানুয়ারি। এদিন অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হতে চলেছে। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আয়োজিত হবে। ইতিধ্যেই অযোধ্যায় ভিআইপি সমাগম। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কমান্ডোবাহিনীর জওয়ানে ছয়লাপ গোটা অযোধ্যায়।
রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠানে পুষ্পাঞ্জলি দিয়ে রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরতির পর সাদা চামর দুলিয়ে রামলালার অর্চনাও করেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজো শেষে রামলালাকে প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর মাটিতে শুয়ে পড়ে প্রণাম করেন তিনি। পুজো শেষে অনশন ভাঙেন নমো ও গুরু গোবিন্দদেব।
রামলালার মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী মোদি!
অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাম মন্দিরের গর্ভগৃহে পুজোয় বসলেন মোদি!
রামলালার আসল মূর্তিকে গর্ভগৃহে আনা ও প্রাণ প্রতিষ্ঠার আগে রীতি মেনে পুজোয় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে বসে আরএসএস প্রধান মোহন ভাগবত। রামলালাকে যে রুপোর মুকুট পরানো হবে, তা মন্দিরে নিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! কিছুক্ষণেই শুরু প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান!
শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দিরের ওপরে পুষ্পবৃষ্টি। ব্যাকগ্রাউন্ডে চলছে রাম-গান। আর কিছুক্ষণ পরেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে।
রামমন্দিরে পৌঁছলেন সচিন তেন্ডুলকর-অম্বানী! ভজন গাইছেন শঙ্কর মহাদেবন!
রামমন্দির চত্বরে পৌঁছলেন সচিন তেন্ডুলকর। রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছলেন মুকেশ অম্বানী ও নীতা অম্বানী। অন্যদিকে, সোনু নিগমের পর গায়ক-গীতিকার শঙ্কর মহাদেবনও উপস্থিত হয়েছেন অযোধ্যার রাম মন্দিরে। প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে তাঁকে দেখা গেল ভজন গাইতে।
রামমন্দিরে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি! পৌঁছেছেন আমন্ত্রিত একাধিক তারকারাও!
আজ অযোধ্যায়, নিজ জন্মভূমিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। ইতিমধ্যেই রামমন্দিরে পৌঁছেছেন একে একে তারকা অতিথিরা আসতে শুরু করেছেন রামমন্দির প্রাঙ্গণে। পৌঁছে গিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন, ভিকি কৌশল এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী ক্যাটরিনা কইফ,তেলুগু চলচ্চিত্র তারকা চিরঞ্জীবি এবং রাম চরণ প্রমুখ। পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। । উদ্বোধন অনুষ্ঠানের মূল আকর্ষণ মোদিই। তাঁর হাতেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে। হেলিকপ্টারে করে রামমন্দিরে গিয়েছেন তিনি।
রামমন্দির চত্বরে ভজন গাইছেন সোনু নিগম
অযোধ্যার রামমন্দির চত্বরে ভজন গাইছেন বিশিষ্ট সংগীতশিল্পী সোনু নিগম। রামসীতার ভজন গেয়েছেন তিনি। শ্রোতার আসনে রয়েছেন সাধুসন্তেরা।
২২সে জানুয়ারি রামমন্দিরে একের পর এক অনুষ্ঠান
আজ, ২২সে জানুয়ারি, সোমবার রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে। ৫০ মিনিট অনুষ্ঠান হবে। এরপর ১২টা ৫৫ মিনিটে সব আচার-অনুষ্ঠান সেরে উদ্বোধনস্থল ছেড়ে বেরোবেন প্রধানমন্ত্রী। রামমন্দির উদ্বোধনের পর মোদী অযোধ্যায় একটি জনসভাও করবেন। রামমন্দিরের কাছেই মোদীর জনসভার আয়োজন করা হয়েছে। দুপুর ১টার মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। ২টো পর্যন্ত চলবে সভা। জনগণের উদ্দেশে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এর পর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা মোদির।
- Related topics -
- দেশ
- পুজো ও উৎসব
- নরেন্দ্র মোদি
- মন্দির