দেশ

Ayodhya Ram Mandir | রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রাম মন্দিরের প্রসাদ পাবেন এবার বাড়িতে বসেই! কীভাবে? দেখে নিন পদ্ধতি!

Ayodhya Ram Mandir | রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রাম মন্দিরের প্রসাদ পাবেন এবার বাড়িতে বসেই! কীভাবে? দেখে নিন পদ্ধতি!
Key Highlights

২২সে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন। সেদিন বাড়িতে বসেই প্রসাদ পাওয়া যাবে অনলাইনে। দেখুন কীভাবে।

প্রতীক্ষার আর এক সপ্তাহ, আগামী সোমবার, ২২সে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন (Ram Mandir inauguration)। গোটা দেশ জুড়েই চলছে জোরকদমে প্রস্তুতি। এর জন্য অযোধ্যায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই রাম মন্দির উদ্বোধন (Ram Mandir Opening) এর দিন হাজারো মানুষের ভিড় হবে বলে আশা করা হচ্ছে। তবে ভিড় এড়াতে ওই দিন পর্যটক এবং ভক্তদের অযোধ্যায় না যেতেই অনুরোধ করছে উত্তরপ্রদেশ প্রশাসন। তবে আপাতত রামমন্দিরে গিয়ে রামলালা দর্শনের ইচ্ছেপূরণ না হলেও বাড়ি বসে পাওয়া যাবে প্রসাদ। 

জানা গিয়েছে,অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের দিন মন্দিরে আগত ভক্তদের এলাচের বীজ দেওয়া হবে। সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট। এই কোম্পানিই তৈরি করছে যাবতীয় প্রসাদ। জানা গিয়েছে,  চিনি ও এলাচ মিশিয়ে তৈরি করা হয় প্রসাদ। এই ধরনের প্রসাদ সাধারণত দেশের সমস্ত মন্দিরে ভক্তদের দেওয়া হয়। তবে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যে হাজার হাজার ভক্তের আনাগোনা থাকবে, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতে প্রচুর পরিমাণে প্রসাদ তৈরির তোড়জোড়ও শুরু হয়েছে। এ জন্য একটি কোম্পানিকে অর্ডারও দেওয়া হয়েছে বলে খবর। কোম্পানির পরিচালক চন্দ্র গুপ্তের মতে, এলাচের বীজে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং অনেক খনিজ রয়েছে। এটি পেটের সমস্যায় খুবই উপকারী, যা ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। তৈরি করা হচ্ছে মোট ৫ লক্ষ প্রসাদের প্যাকেট। সংস্থার ২২ জন কর্মী নিরন্তর সেই কাজ করে চলেছেন।

উল্লেখ্য, রাম মন্দির উদ্বোধন (Ram Mandir Opening) এর দিন বাড়িতে বসেই প্রসাদ পেতেই পারেন ভক্তরা। জানা গিয়েছে, khadiorganic.com-এ ক্লিক করলেই রামমন্দির সংক্রান্ত নানা খুঁটিনাটি তথ্য জানতে পারা যাবে। আর এই অর্গ্যানিক পোর্টালের মাধ্যমেই পাওয়া যাবে অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) এর প্রসাদ।

কীভাবে বাড়ি বসে পাওয়া যাবে রাম মন্দিরের প্রসাদ?

 এই পোর্টালে স্ক্রল করে প্রসাদ বিতরণী প্রোগ্রামের অপশনে গিয়ে  ‘গেট ফ্রি প্রসাদ’ অথবা বিনামূল্য প্রসাদ পাওয়ার অপশনটিতে যান। এখানে আপনার কাছে কয়েকটি বিষয় জানতে চাওয়া হবে। এরপর নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি শূন্যস্থান পূরণ করে পরবর্তী ধাপের দিতে হবে। এসব তথ্য দিতেই আপনাকে জিজ্ঞেস করা হবে কোন প্রসাদটি অর্ডার করতে চাইছেন। আপাতত লাড্ডু অথবা মিছরি প্রসাদ হিসেবে অর্ডার করতে পারবেন। পছন্দের প্রসাদের পাশে টিক দিয়ে সাবমিট করুন। ২২সে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সেই প্রসাদ পৌঁছে যাবে আপনার বাড়িতে। আপাতত মাত্র ৫১ টাকার ডেলিভারি চার্জ দিলেই আপনার হাতে চলে আসবে রামমন্দিরের প্রসাদ।

সূত্রের খবর,  ইতিমধ্যেই ৫ লাখ প্রসাদের প্যাকেটের অর্ডার করা হয়েছে। এছাড়া রাম মন্দির উদ্বোধন (Ram Mandir inauguration) এর দিন ১০০ টন চাল ছত্তিশগড় থেকে অযোধ্যায় পৌঁছেছে বলে খবর। অযোধ্যার রামসেবকপুরম এলাকায় রামমন্দির ট্রাস্টের তৈরি কেন্দ্রীয় স্টোরে এই চাল রাখা হয়েছে। এই স্টোরটি বর্তমানে স্টোরেজ গুদাম হিসাবে ব্যবহৃত হচ্ছে। দেশের প্রতিটি কোণ থেকে আসা খাদ্য সামগ্রী এখানে মজুত করা হচ্ছে। এই চাল অযোধ্যায় আগত ভক্তদের খাবারের জন্য ব্যবহার করা হবে বলে খবর। এছাড়া রাম মন্দির উদ্বোধনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে খাদি অর্গানিক। রাম মন্দির সম্পর্কিত জিনিসপত্র যেমন শার্ট, পতাকা, টি-শার্ট, গঙ্গাজল, রাম দরবার, সুতির গামছা, কাঠের মন্দির ইত্যাদি পাওয়া যাচ্ছে ওয়েবসাইটিতে।


Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Breaking News | ভারত কানাডার মধ্যে বরফ গলছে, টের পেতেই ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি খালিস্তানপন্থীদের
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo