খেলাধুলা

টি ২০ বিশ্বকাপের আগে কী অস্বস্তিতে রয়েছে অস্ট্রেলিয়া! এই পূর্ণশক্তির দল থাকছে না ভারতের বিরুদ্ধে

টি ২০ বিশ্বকাপের আগে কী অস্বস্তিতে রয়েছে অস্ট্রেলিয়া! এই পূর্ণশক্তির দল থাকছে না ভারতের বিরুদ্ধে
Key Highlights

স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া! দেশের মাটিতে টি ২০ সিরিজে ০-২ ব্যবধানে ইংল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে অ্যারন ফিঞ্চের দল।

কয়েকজন তারকা ক্রিকেটারের ফিটনেস নিয়ে সতর্ক থাকতে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের। সোমবার অজিরা পূর্ণশক্তির দলও  প্রস্তুতি ম্যাচে নামাতে পারছে না ভারতের বিরুদ্ধে ।

চোটের জেরে টিভি বিশ্বকাপে পুরোদমে খেলতে পারছে না অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার

চোটের কারণে যাতে দুই অলরাউন্ডারকে ছিটকে যেতে না হয় সেজন্য টি ২০ বিশ্বকাপে মার্কাস স্টইনিস ও মিচেল মার্শকে দিয়ে বর্তমানে পুরোদমে বোলিং করানো যাচ্ছে না। স্টইনিস সাইড ইনজুরির জেরে গত মাসে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলা সম্ভব হয়নি। প্রথম দুটি টি ২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করলেও গতকাল কেবল ব্যাটার হিসেবেই খেলেছেন ক্যানবেরায়। এর আগে ২০১৯ সালে বিশ্বকাপের সময় থেকেই স্টইনিসকে এই চোট ভোগাচ্ছে। বিশ্রাম নিয়ে মাঠে ফিরেই পুরোদমে বোলিং করায় স্টইনিসকে বারবার একই চোটের কবলে পড়তে হচ্ছে বলে জানাচ্ছেন মেডিক্যাল স্টাফরা। 

অন্যদিকে সিডনিতে গত ২২শে অক্টোবর নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, "স্টইনিস চোট সারিয়ে মাঠে ফেরার পর সব ম্যাচে বোলিং করতে গিয়েই ফের একই ধরনের চোটের কবলে পড়ছেন। এমনকী ছোটখাটো চোটের কারণেও তাঁকে বাইরে থাকতে হয়েছে। সে কথা মাথায় রেখেই বিশ্বকাপের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁকে গতকাল বল করানো হয়নি।" গত অগাস্টে মিচেল মার্শ জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে গোড়ালিতে চোট পেয়েছিলেন। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দিয়ে বোলিং করানো হয়নি। 

অস্ট্রেলিয়া সাত ব্যাটার ও চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে পছন্দ করে। সেক্ষেত্রে মার্শ, স্টইনিসের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের বোলিংও অজিদের পক্ষে খুব কার্যকরী ভূমিকা নেয়। এই তিনজনই পঞ্চম বোলারের দায়িত্ব সামলে নেন। তাঁদের অনুপস্থিতিতে বেশ কয়েকটি ম্যাচে খেলানো হয়েছে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে না থাকা ক্যামেরন গ্রিনকে। 


Earth Day | 'অসুস্থ্য' জগতে এখনও সুস্থ্য যারা! চিনুন বিশ্ব ও ভারতের সবচেয়ে কম দূষিত শহরগুলিকে! কীভাবে দূষণমুক্ত রাখবেন আপনার শহরকে?
West Bengal Weather | সপ্তাহের প্রথম দিনেই আংশিক মেঘলা আকাশ দিচ্ছে কিছুটা স্বস্তি! রাজ্যের তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস! কমতে পারে তাপমাত্রাও!
Bird Flu | আমেরিকার পর ভারতেও দুধে মিলল বার্ড ফ্লু ভাইরাসের H5N1 স্ট্রেইনের হদিশ! খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক করলো ওহ!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
WB Khadyasathi | পশ্চিমবঙ্গ সরকারের এক সফল উদ্যোগ “খাদ্যসাথী প্রকল্প”
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
ওটিপি (OTP) সম্পর্কে বিস্তারিত তথ্য | Everything about OTP ( One Time Password ) in Bengali