ATM Charge | বাড়লো এটিএম চার্জ! দেখুন কোন ব্যাঙ্কের ক্ষেত্রে কত টাকা করে দিতে হবে!
ফের বৃদ্ধি পেল একাধিক ব্যাঙ্কের এটিএম চার্জ। নিজের ব্যাঙ্ক বাদে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে দিতে হবে বেশি চার্জ।
আজকাল প্রায় সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সরকারি, বেসরকারি ভিন্ন রকমে অ্যাকাউন্ট রয়েছে দেশের জনগণের। এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সঙ্গে গ্রাহকদের নেট ব্যাঙ্কিং (Net Banking) এবং ডেবিট অর্থাৎ এটিএম কার্ড (Debit Card) দেওয়া হয় ব্যাঙ্ক থেকে। বব্যাঙ্কের নানান সুবিধার মতো এটিএম (ATM) সুবিধা হলো সবথেকে উল্লেখযোগ্য। কারণ এই কার্ডের মাধ্যমে আর ব্যাঙ্কে দীর্ঘক্ষণ লাইন দিয়ে টাকা তুলতে হয়না। এটিএম মেশিনে গিয়ে কার্ড ব্যবহার করেই তোলা যায় টাকা। তবে এবার এই পরিষেবা পেতে আগের থেকে বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের। কারণ বেশ কিছু ব্যাঙ্কে বাড়তে চলেছে এটিএম চার্জ।
অ্যাকাউন্টহোল্ডাররা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে নগদ টাকা তুলতে পারেন। তবে বিনামূল্যে টাকা তুলতে হল এক্ষেত্রে রয়েছে কিছু নির্দিষ্ট সীমা। এর জন্য বিভিন্ন ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমা নির্ধারণ করেছে। সেই সীমা অতিক্রম করলে প্রত্যেকবার এটিএম থেকে টাকা তোলার সময় কিছু ফি বাবদ টাকা কাটা হয় গ্রাহকের ব্যাঙ্ক থেকে। তবে এবার সেই ফি বাড়তে চলেছে বলে খবর। জেনে নিন কোন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে কত টাকা দিতে হবে।
এসবিআই এটিএম থেকে টাকা তোলার চার্জ । SBI ATM Withdrawal Charges :
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ২৫হাজার টাকার মাসিক ব্যালেন্স পর্যন্ত ৫টি বিনামূল্যে এটিএম লেনদেনের পরিষেবা দেয়। একই সময়ে, এর থেকে বেশি টাকা তোলা হলে গ্রহপককে প্রতি লেনদেন এবং জিএসটি ১০ টাকা দিতে হবে। পাশাপাশি,অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এ ২০ টাকা এবং জিএসটি দিতে হবে। যদি গ্রাহকের মাসিক ব্যালেন্স ২৫ হাজার টাকার বেশি হয়, তাহলে বিনামূল্যে যতবার ইছা ততবার এটিএম থেকে নগদ তোলা যাবে।
এইচডিএফসি এটিএম থেকে টাকা তোলার চার্জ । HDFC ATM Withdrawal Charges :
এইচডিএফসি ব্যাঙ্কও তার গ্রাহকদের এক মাসে বিনামূল্যে ৫টি এটিএম লেনদেন করার সুবিধা দেয়। পাশাপাশি, এই সীমা মেট্রো শহরের অন্যান্য ব্যাঙ্কে ৩টি লেনদেনের। এরপর গ্রাহককে প্রতি লেনদেনে ২১ টাকা এবং জিএসটি চার্জ দিতে হবে।
আইসিআইসিআই এটিএম থেকে টাকা তোলার চার্জ । ICICI ATM Withdrawal Charges :
অন্যান্য ব্যাঙ্কের মতো আইসিআইসিআই ব্যাঙ্কও এই ব্যাঙ্কের এটিএম থেকে ৫টি এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে ৩টি লেনদেনের সীমা নির্ধারণ করেছে। এর পরে গ্রাহকদের প্রতিবার এটিএম থেকে টাকা তোলার জন্য ২০ টাকা এবং নন ফিন্যান্সিয়াল লেনদেনের (Non-Financial Transactions) জন্য ৮ টাকা ৫০ পয়সা করে ফি দিতে হবে।
পিএনবি এটিএম থেকে টাকা তোলার চার্জ । PNB ATM Withdrawal Charges :
পিএনবি , দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, মেট্রো এবং নন-মেট্রো উভয় শহরেই গ্রাহকদের ৫টি বিনামূল্যে এটিএম লেনদেন দেয়। এরপর গ্রাহককে এই ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার জন্য ১০ টাকা এবং জিএসটি চার্জ দিতে হবে। পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কগুলিতে ২১ টাকা এবং জিএসটি চার্জ দিতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালের জুনে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) দেশের ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছিল, এটিএম কার্ডগুলির জন্য মাসিক ফি ছাড়াও তারা গ্রাহকদের প্রতি লেনদেনে ২১ টাকা চার্জ করতে পারে। তবে সেই ক্ষেত্রে গ্রাহকের ব্যাঙ্কের এটিএম থেকে প্রথম পাঁচটি লেনদেন একেবারে বিনামূল্যে দেওয়া বাধ্যতামূলক। এই লেনদেনের সীমা পেরোনোর পর গ্রাহককে প্রতি টাকা তোলার জন্য সর্বোচ্চ ২১ টাকা ফি দিতে হবে।