খেলাধুলা

মরসুমের প্রথম ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের,

মরসুমের প্রথম ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের,
Key Highlights

ডুরান্ড থেকে ইস্টবেঙ্গলের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল। ঐতিহ্যের ডার্বিতে আত্মঘাতী গোলে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে পরাজিত করল এটিকে মোহনবাগান।

জুয়ান ফেরান্দোর ছেলেরা এই ম্যাচে জয়ের ফলে ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখল। দীর্ঘ দুই বছর পর কলকাতার বুকে আয়োজিত হয়েছিল বাঙাল-ঘটির মহারণ। সেখানে ভাগ্যের চাকা ঘোরাতে পারল না ইমামি ইস্টবেঙ্গল। এই নিয়ে লাগাতার ছয়টি ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পরাস্থ হল ইমামি ইস্টবেঙ্গল।

প্রথমার্ধের শুরু থেকেই ঝাঁঝ ছিল এটিকে মোহনবাগানের আক্রমণের। প্রথম মিনিট থেকেই স্টিফেন কনস্ট্যানটাইনের দলকে চেপে ধরে সবুজ-মেরুন। মুহূর্মুহু আক্রমণ উঠে আসছিলেন জনি কাউকো-হুগো বৌমসরা। দুই উইংকে কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ তুলে আনছিল সবুজ-মেরুন। কিন্তু ইস্টবেঙ্গলের প্রাচীরের মতো রক্ষণের সামনে বারবার খেই হারিয়ে ফেলছিল সবুজ-মেরুনের আক্রমণ ভাগের ফুটবলাররা।

এ দিন প্রথম থেকে দুই বিদেশি ডিফেন্ডার ইভান গঞ্জালেজ এবং চারালাম্বোস কিরাকৌকে খেলান ইমামি ইস্টবেঙ্গলের হেডস্যার। স্প্যানিশ এবং সাইপ্রাসের দুই ডিফেন্ডারের জুটি দারুণ কাজ করে গোটা প্রথমার্ধে। বিশেষ করে চারালাম্বোসের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। প্রাচীর হয়ে উঠেছিল এই বিদেশি জুটি বিধ্বংসী মেজাজে থাকা এটিকে মোহনবাগান আক্রমণভাগের ফুটবলারদের কাছে। তবে, শেষ রক্ষা হয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়েও অন্তিম লগ্নে আত্মঘাতী গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন ইমামি ইস্টবেঙ্গলের সুমিত পাসি। প্রতিপক্ষের জালে বল জড়াতে না পারলেও নিজের গোলে কী ভাবে বল জড়াতে হয় তা ভাল মতোই রপ্ত করেছেন পাসি। এই মরসুমে ইস্টবেঙ্গলের জঘন্যতম সাইনিং হিসেবে পাসিকে উল্লেখ করলেও একটুও রং চড়িয়ে বলা হবে না।


Mohammed Nizamuddin | মার্কিন মুলুকে পুলিশের গুলিতে ঝাঁজরা ভারতীয় ইঞ্জিনিয়ার, দেহ দেশে ফেরানোর করুন আর্জি পরিবারের
Income Tax Department | কর ফাঁকি দেওয়া আটকাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! নতুন পোর্টাল খুললো আয়কর বিভাগ
Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!
Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Breaking News | ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো ললিত মোদীর ভাই সমীর মোদী!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo