ভয়াবহ নৌকাডুবি উত্তরপ্রদেশে যমুনা নদীতে, কমপক্ষে ২০ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে

Thursday, August 11 2022, 3:26 pm
highlightKey Highlights

উত্তরপ্রদেশের বান্দা জেলায় যমুনা নদী পার করার সময় ঘটে নৌকা ডুবি। এই ঘটনায় ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।


উত্তরপ্রদেশের বান্দা জেলার মার্কা ঘাট থেকে ফতেপুরের দিকে যাওয়ার সময় ডুবে যায় নৌকাটি। অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার সময় নৌকাটি মাঝ নদীতে ডুবে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। জেলার শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা, উদ্ধার কাজে হাজির মোকাবিলা বাহিনী 

জানা গিয়েছে নৌকাটি উত্তরপ্রদেশের বান্দা জেলার মার্কা ঘাট থেকে ফতেপুরের দিকে যাচ্ছিল। নৌকায় প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য নৌকাটি ডুবে গিয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, নৌকাটিতে ২০ থেকে ২৫ জন মহিলা ছিলেন। তাঁরা রাখি পূর্ণিমা উপলক্ষে বাপের বাড়ি যাচ্ছিলেন। স্থানীয় প্রশাসন ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ করে নৌকা ডুবে যাওয়ায় বিপত্তি হয়। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬ জন সাঁতার জানতেন। তাঁরা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। তাঁরা সাঁতরে পাড়ে এসেছেন। মৃতদের মধ্যে বেশিরভাগ মহিলা।

উদ্ধার কাজে রজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত হয়েছে। স্থানীয় ডুবুরিদের নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। ইতিমধ্যে উদ্ধারকর্মীরা চার জনের মৃতদেহ উদ্ধার করেছে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা সন্ধের মধ্যেই উদ্ধারকাজ শেষ করার চেষ্টা চালাচ্ছেন। তবে দিনের আলো কমে আসার কারণে উদ্ধারকাজে বাধা পড়ছে। তবে সূর্য ডোবার পরে ডুবুরিরা আর তল্লাশি চালাতে পারবে না। ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ও পুলিশের একটি বিশাল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বান্দা জেলার ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File