দেশ

Assembly Elections 2023 | নভেম্বরের গোড়াতেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন! বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী ঘোষণা করলো রাজ্য কমিশন !

Assembly Elections 2023 | নভেম্বরের গোড়াতেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন! বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী ঘোষণা করলো রাজ্য কমিশন !
Key Highlights

নভেম্বর মাসের শুরুতেই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩ ও রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামে বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। সোমবার বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী ঘোষণা করলো নির্বাচন কমিশন।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী (Assembly Elections 2023 Schedule) প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজ়োরামে হবে বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Elections 2023)। বলে যেতে পারে এই নির্বাচন 'ফাইনালে'র আগে 'সেমিফাইনাল'। আগামী ৭ই নভেম্বর থেকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) ও রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামেও বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে।

আজ, ৯ই অক্টোবর, সোমবার বেলা ১২ টা থেকে সাংবাদিক বৈঠক করে পাঁচটি রাজ্যের (মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলাঙ্গানা এবং মিজোরাম) বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী (Assembly Elections 2023 Schedule) ঘোষণা করে নির্বাচন কমিশন। দিল্লির নির্বাচন সদনে সাংবাঠিক বৈঠক করে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Elections 2023) এর দিনক্ষণ ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajeev Kumar)। আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে। সেই ‘ফাইনাল’-র আগেই ২০২৩ সালের শেষের দিকে দেশের পাঁচটি রাজ্যে অর্থাৎ তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) ও রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামে বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে।

নির্বাচন কমিশনের তরফ থেকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) ও রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামে বিধানসভা নির্বাচন নিয়ে জানানো হয়েছে, এই পাঁচ রাজ্যের মোট ৬৭৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এবার নতুন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ। ফলে মোট ভোটারের সংখ্যা ১৬.১ কোটি। পাঁচ রাজ্যেই নারী-পুরুষ লিঙ্গ অনুপাত ক্রমশ উন্নত হচ্ছে। বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও। মিজ়োরামে থাকছে ১,২৭৬টি ভোটকেন্দ্র। ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলঙ্গানায় ভোটকেন্দ্রের সংখ্যা যথাক্রমে ২৪,১০৯, ৬৪,৫২৩, ৫১,৭৫৬, ৩৫,৩৫৬।

কবে কোন রাজ্যে কত দফায় বিধানসভা নির্বাচন ২০২৩ হবে? 

  • বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী (Assembly Elections 2023 Schedule) অনুযায়ী, মধ্যপ্রদেশে এক দফায় ভোট হতে চলেছে ১৭ ই নভেম্বর। ভোটের গণনা ৩রা ডিসেম্বর।
  • রাজস্থানের সব ক’টি বিধানসভায় ভোট হবে এক দফাতেই, ২৩সে নভেম্বর। ভোটের ফলাফল ৩রা ডিসেম্বর।
  • তেলঙ্গানায় ভোট হবে ৩০ সে নভেম্বর। ভোটের গণনা হবে আগামী ৩ ডিসেম্বর
  •  মিজ়োরামেও এক দফায় ভোটগ্রহণ হবে ৭ই নভেম্বর। ভোটের গণনা হবে আগামী ৩ ডিসেম্বর।
  •  ভোটমুখী পাঁচ রাজ্যের মধ্যে কেবল ছত্তীসগঢ়ে দু’দফায় ভোট হবে, ৭ই নভেম্বর এবং ১৭ই নভেম্বর। ভোটের গণনা আগামী ৩ রা ডিসেম্বর।
  • সব রাজ্যের ভোটের ফলঘোষণা হবে ৩রা ডিসেম্বর। জানা গিয়েছে, ৫ ই ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Elections 2023)।

প্রসঙ্গত, গত নির্বাচনে এই পাঁচটি রাজ্যের মধ্যে তিনটি রাজ্যে, অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে জয়ী হয়েছিল কংগ্রেস। যার মধ্যে মধ্যপ্রদেশে সময়ের আগেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী বিধায়কদের দলত্যাগে পড়ে যায় কমলনাথ সরকার। তাই এই তিনটি রাজ্যের নির্বাচনকে পাখির চোখ করছে কংগ্রেস। পাশাপাশি তেলেঙ্গানায় চন্দ্রশেখরের বিআরএসের বিরুদ্ধেও ভালো ফল হবে বলে মনে করছের রাহুল গান্ধী (Rahul Gandhi)। যদিও রাজস্থানে গেহলট ও পাইলটের দ্বন্দ্ব চিন্তায় রেখেছে হাত শিবিরকে। একই ভাবে ছত্তিশগড়েও উপ মুখ্যমন্ত্রী টিএস সিংদেওয়ের মন্তব্য চাপে রেখেছে কংগ্রেসকে। একই ভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপিও। এই কারণেই মধ্যপ্রদেশ ও রাজস্থানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই ভোটে নামছে। তিনটি রাজ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখেই নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। যদিও কর্ণাটকে এই ফর্মুলা কাজ করেনি বিজেপির ক্ষেত্রে। আর এই পাঁচটি রাজ্যের নির্বাচনে জয়-পরাজয় চব্বিশের ভোটে প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, তেলাঙ্গানায় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ১৬ই জানুয়ারি। রাজস্থান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ঠা জানুয়ারি। মধ্যপ্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৮ই জানুয়ারি। ছত্তিশগড়ে বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩রা জানুয়ারি। মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ই ডিসেম্বর। সামনেই লোকসভা নির্বাচন। যার ফলে এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Elections 2023)কে সেমিফাইনাল ধরে নিয়ে এগোচ্ছে কংগ্রেস থেকে শুরু করে বিজেপি-সহ প্রতিটি দলই। কারণ ভোটের ফলাফল যা-ই হোক, তা লোকসভা ভোটের ফলকে প্রভাবিত করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।


Govt Employee Farewell Tragedy । অসুস্থ স্ত্রীর দেখভাল করার জন্য আগেই অবসর! বিদায় অনুষ্ঠানেই মৃত্যু মহিলার! ভাইরাল ভিডিও
Ind vs Aus । কেরিয়ারের প্রথম ম্যাচেই কোহলির সঙ্গে পাঙ্গা ! কনস্টাসের ব্যবহারে হতবাক নেটিজেনরা
Bangladesh । বাংলাদেশের সচিবালয়ে দাউ দাউ করে জ্বলছে আগুন, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১৯ টি ইঞ্জিন, মৃত এক দমকল কর্মী
Nigeria । ক্রিসমাস উপলক্ষ্যে গির্জায় বিলি হচ্ছিল চাল, ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ১০ জনের, আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে
RG Kar Case । কেন এতো দেরি হচ্ছে? আরজিকরের ঘটনায় বিচার চেয়ে সোমবারই সিজিও কমপ্লেক্স অভিযান IMAর
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla