Asia Cup Team India Squad | এশিয়া কাপে ভারতীয় দলে বড়ো চমক! ফিরলেন রাহুল-শ্রেয়স! প্রায় একই দল থাকবে ওডিআই বিশ্বকাপেও!

Monday, August 21 2023, 11:13 am
highlightKey Highlights

আসন্ন এশিয়া কাপের জন্য সোমবার নয়াদিল্লিতে ঘোষণা হলো ভারতের ক্রিকেট স্কোয়াড। দলে ফিরলেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। ওডিআই বিশ্বকাপের জন্যও দেওয়া হলো দলের ব্লু-প্রিন্ট।


আর কয়েকটা দিন, চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। আবার এশিয়া কাপ শেষ হতে না হতেই দেশের মাটিতে শুরু হবে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023)। ফলে এই বছর যেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের সোনায় সোহাগা। ইন্ডিয়া টিমের স্কোয়াড ঘোষণা কবে হবে সেই নিয়ে অনেকেই অপেক্ষায়  ছিলেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটলো। আসন্ন দুই ক্রিকেট মহারণের জন্য ঘোষণা হলো ইন্ডিয়ার স্কোয়াড (Asia Cup Team India Squad)।

চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে এশিয়া কাপ 
চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে এশিয়া কাপ 

এদিন, ২১ সে অগাস্ট, সোমবার দুপুর দেড়টা নাগাদ নয়াদিল্লিতে (New Delhi) এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হয়। মোট ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য। তবে এদিন সাংবাদিক সম্মেলনে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে, এশিয়া কাপে ২ জন বাড়তি ক্রিকেটার রাখার পরিসর রয়েছে। বিশ্বকাপে যা থাকবে না। বিশ্বকাপের জন্য ১৫ জনকেই বেছে নেওয়া হবে। বিশ্বকাপেরস্কোয়াড ঘোষণা সম্পর্কে বলা হয়, এই বিষয়ে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে। তবে এশিয়া কাপের জন্য যে দল নির্বাচন করা হয়েছে সেই দলই মোটামুটিভাবে থাকবে। উল্লেখ্য, এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। অবশেষে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হল। দেখে নিন, এই স্কোয়াডে কোন কোন ক্রিকেটার ঠাঁই পেলেন।

Trending Updates
টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে বেঁচে নেওয়া হয় এশিয়া কাপের জন্য ইন্ডিয়ার স্কোয়াড
টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে বেঁচে নেওয়া হয় এশিয়া কাপের জন্য ইন্ডিয়ার স্কোয়াড

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল । Asia Cup Team India Squad 2023:

 রোহিত শর্মা (অধিনায়ক) (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিল (Shubman Gill), কে এল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক) (Hardik Pandya), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তিলক বর্মা (Tilak Varma), ঈশান কিষাণ (Ishan Kishan), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), অক্ষর পটেল (Akshar Patel), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasiddha Krishna), কুলদীপ যাদব (Kuldeep Yadav), শার্দুল ঠাকুর (Shardul Thakur)।

স্ট্যান্ড বাই: সঞ্জু স্যামসন (Sanju Samson)।

১৬তম এশিয়া কাপ শুরু হওয়ার ৯ দিন আগে ঘোষিত হয়েছে ভারতীয় স্কোয়াড
১৬তম এশিয়া কাপ শুরু হওয়ার ৯ দিন আগে ঘোষিত হয়েছে ভারতীয় স্কোয়াড

১৬তম এশিয়া কাপ শুরু হওয়ার ৯ দিন আগে ঘোষিত হয়েছে ভারতীয় স্কোয়াড। প্রত্যাশা মতো দলে ফিরলেন লোকেশ রাহুল (Lokesh Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দলে সবচেয়ে বড় চমক, সুযোগ দেওয়া হয়েছে তিলক বর্মাকে (Tilak Verma)। যাঁর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল। তিলক বর্মার প্রসঙ্গে প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) বলেন, তিলক বাঁহাতি, খুব প্রতিশ্রুতিমান। এশিয়া কাপে ওর প্রতিভা দেখে নেওয়া হবে। কোচ ও অধিনায়ক যাতে দেখে নিতে পারে, তার জন্যই ওকে দলে রাখা।

দলে ফিরলেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার 
দলে ফিরলেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার 

তবে অন্যদিকে রাহুল এখনও সম্পূর্ণ ফিট নন। পুরোনো চোট থেকে সুস্থ্য হয়ে ফের নতুন করে চট লেগেছে। এই প্রসঙ্গে আগরকর বলেন, কে এল রাহুল ও শ্রেয়স দলে রয়েছে। শ্রেয়স একেবারে ফিট। রাহুলের পুরনো চোট সেরে গিয়েছে। তবে আর একটা চোট লেগেছে। সেই জন্যই স্যামসন রয়েছে। এশিয়া কাপের ২-৩টি ম্যাচের মধ্যেই রাহুল সম্পূর্ণ সেরে যাবে। প্রসঙ্গত, এই দল নির্বাচনের আগেই শোনা গিয়েছিল যে যেহেতু রাহুল এতদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন, সেকারণে তাঁকে দিয়ে বড় ম্যাচ খেলানোর রিস্ক নেওয়া হবে না। তাঁকে প্রস্তুতির জন্য আরও কয়েকটা ম্যাচ সময় দেওয়া হবে।

ওডিআই বিশ্বকাপের জন্য প্রায় একই থাকবে টিম ইন্ডিয়ার স্কোয়াড 
ওডিআই বিশ্বকাপের জন্য প্রায় একই থাকবে টিম ইন্ডিয়ার স্কোয়াড 

আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে গত কয়েকদিন ধরেই বিস্তর জল্পনা তৈরী হয়েছিল সমর্থকদের মধ্যে। এই স্কোয়াডের লড়াইয়ে মোট ১৯জন ক্রিকেটার ছিলেন। তবে তাঁদের মধ্যে থেকেই ১৭জনকে বেছে নেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার এই তালিকায় ছিলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আইয়ার কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) এন্ট্রি কার্যত নিশ্চিত ছিল। তবে এই স্কোয়াডে  সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File