খেলাধুলা

টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে পরাজয়ের জ্বালা অবশেষে জুড়াল ভারত, দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে জয়ী ভারত

টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে পরাজয়ের জ্বালা অবশেষে জুড়াল ভারত, দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে জয়ী ভারত
Key Highlights

ভারতের টপ অর্ডারের ব্যাটিং হতাশাজনক হলেও রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়ার জুটি ৫ উইকেটে নিয়ে এল সেই কাঙ্ক্ষিত জয়।

ভারতের অধিনায়ক হিসেবে টি ২০ জয়ের নিরিখে বিরাট কোহলির নজির স্পর্শ করলেন রোহিত শর্মা। বিরাট ভারতকে ৫০টি টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৩০টিতে। রোহিতের লাগল ৩৬টি ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি ভারতকে ৭২টি টি ২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, জয় এসেছে ৪১টিতে। 

চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করেছিলেন জিম্বাবোয়ে সফরে। তবে যে দুটি একদিনের আন্তর্জাতিকে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তাতে লোকেশ রাহুল একেবারেই ছন্দে ছিলেন না। পাকিস্তানের টি ২০ দলে অভিষেক হওয়া নাসিম শাহের গতির কাছে পরাস্ত হলেন রাহুল। গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে বাড়ালেন চিন্তার ভাঁজ।

প্রথম ওভারের দ্বিতীয় বলেই রাহুলকে বোল্ড করেন নাসিম, বল রাহুলের ব্যাট ছুঁয়ে ভেঙে দেয় উইকেট। ১ রানে প্রথম উইকেট হারায় ভারত। এর ঠিক দুই বল পরেই বিরাট কোহলির ক্যাচ ফেলেন ফখর জামান। তৃতীয় স্লিপে যাওয়া ক্যাচ কঠিন হলেও জামান এটি ধরতে পারলে ভারত আরও বেকায়দায় পড়তো। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৩৮।

এরপর ভারতীয় ইনিংসে জোড়া আঘাত হানেন মহম্মদ নওয়াজ। বলা ভালো, রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই নওয়াজকে নিজদের উইকেট উপহার দিলেন দায়িত্বজ্ঞানহীন শট খেলে। অষ্টম ওভারের শেষ বলে নওয়াজ আউট করেন রোহিতকে। ১৮ বলে ১২ রান করেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি এদিন অবশ্য আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন। কিন্তু ৫০ রানের মধ্যে দুই ওপেনার আউট হওয়ার পর যখন উইকেটে টিকে থাকা উচিত ছিল, ঠিক তখনই বাজে শট খেলে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক নিজের শততম টি ২০ আন্তর্জাতিকে করলেন ৩৪ বলে ৩৫, তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে। এই ইনিংস ভাঙিয়ে তিনি টি ২০ বিশ্বকাপ অবধি খেলে দিলেও তাঁর এভাবে আউট হওয়া ভারতের সমস্যা বাড়ায়। ৯.১ ওভারে বিরাট আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৩। ১৪.২ ওভারে সূর্যকুমার যাদবের উইকেটটি তুলে নেন নাসিম শাহ। ১৮ বলে ১৮ রান করে সূর্যও বোল্ড হন। ভারতের চতুর্থ উইকেটের পতন ৮৯ রানের মাথায়। চারে নামা রবীন্দ্র জাদেজার সঙ্গে সূর্যর চতুর্থ উইকেট জুটিতে ওঠে ৩৬ রান। শেষ পাঁচ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৫১ রান।

পাকিস্তান নির্ধারিত সময়ে ওভার সম্পূর্ণ করতে না পারায় শেষ তিন ওভারে ওভার-রেটের শাস্তির মুখে পড়ে। বৃত্তের বাইরে চারজন ফিল্ডার রাখতে বাধ্য হয় বাবর আজম। ক্র্যাম্পের সমস্যা সামলেও বোলিং করছিলেন নাসিম শাহ। ১৭তম ওভারে তাঁর চতুর্থ বলে রবীন্দ্র জাদেজাকে আম্পায়ার লেগ বিফোর দেন। রিভিউ নিয়ে রক্ষা পান জাড্ডু। মাঠে শুশ্রূষা নিয়ে পরের বলটি করতে যান নাসিম, জাদেজা ছক্কা মারেন। শেষ বলে কোনও রান হয়নি। শেষ দুই ওভারে প্রয়োজন দাঁড়ায় ২১ রান। ১৯তম ওভারে হ্যারিস রউফের বলে হার্দিক তিনটি বাউন্ডারি-সহ ১৪ রান নেওয়ায় শেষ ওভারে ৭ রান দরকার ছিল। প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে আউট করেন মহম্মদ নওয়াজ। তবে চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক। তিনি চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।


Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
Tan Removal Pack | ট্যান দূর না করলে ত্বক পুড়ে কালো তো হবেই, সঙ্গে হতে পারে ত্বকের নানা সমস্যাও! দেখুন বাড়িতে কীভাবে বানাবেন ট্যান রিমুভ্যাল প্যাক!
Kesarbai Kerkar | ভিনগ্রহীদের জন্য বেজে চলেছে ভারতীয় গান! মহাকাশে না গিয়েও এখনও ছাপ রয়েছে কেশরবাঈ কেরকারের!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla