Asansol: এবার ভুঁয়ো টিকিট কালেক্টর, হাতেনাতে রেলের আইডি কার্ড সহ গ্রেফতার ১
ভুয়ো IAS, IPS, চিকিৎসকের পর রেল পুলিশ এবং স্টেশন মাস্টারের তৎপরতায় আসানসোল স্টেশন থেকে রেলের আইডি-সহ গ্রেফতার ভুয়ো টিকিট কালেক্টর।
আসানসোল স্টেশনে একজন ব্যক্তিকে দেখে রেল পুলিশের সন্দেহ হওয়ায় স্টেশন মাস্টারের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে সত্য ঘটনা৷ ধৃত ভুয়ো টিকিট কালেক্টরের কাছ থেকে রেলের একটি আইডি কার্ডও উদ্ধার হয়৷ মিলেছে একটি আধার কার্ড ও সার্টিফিকেট৷ তিনটি নথিতেই আলাদা আলাদা নাম থাকায় সন্দেহ হয় রেলকর্মীদের৷
এই ঘটনার ধৃত ব্যক্তির দাবি, বাড়ির লোক সরকারি করার চাপ দিত৷ আর তাই সে এই পদক্ষেপ নিয়েছে৷ গত ছ’মাস ধরে ওই যুবক টিকিট কালেক্টর সেজে স্টেশনে কাজ করছিল বলেও দাবি করে সে৷ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ প্রতারণার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷
রেল সূত্রে খবর, ওই যুবকের নাম তন্ময় কর। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। তার কাছ থেকে তিনটি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। একটি রেলওয়ে আইডি কার্ড, একটি আধার কার্ড এবং একটি শংসাপত্র। অভিযোগ, তিনটি পরিচয়পত্রে তার আলাদা নাম রয়েছে।
এই ঘটনা জানাজানি হওয়ার পরই চাঞ্চল্য ছড়ায় আসানসোল এলাকায়৷ কীভাবে রেল কর্মীদের নজর এড়িয়ে ছ’মাস ধরে এক যুবক ভুয়ো টিকিট কালেক্টর সেজে কাজ করছিল ওই স্টেশনে, এই প্রশ্ন তুলেছেন যাত্রীরা৷ এবিষয়ে কোনো মন্তব্য করেনি রেল কর্তৃপক্ষ।
- Related topics -
- ক্রাইম
- ভারতীয় রেল
- আসানসোল
- ভুয়ো পরিচয়