সেলিব্রিটি

জেলের ভীতি এখনও কাটেনি, জীবনের মূল ছন্দে ফিরতে 'লাইফ কোচ'-এর দ্বারস্থ শাহরুখ পুত্র আরিয়ান

জেলের ভীতি এখনও কাটেনি, জীবনের মূল ছন্দে ফিরতে 'লাইফ কোচ'-এর দ্বারস্থ শাহরুখ পুত্র আরিয়ান
Key Highlights

মাদক মামলায় বেশ কিছু দিন জেলে বন্দি থাকার পর জামিনে মুক্তি পেলেও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন আরিয়ান খান।

মাদককান্ডের জেরে বহুদিন জেল হেফাজতে থাকার ফলে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আরিয়ান খান। কারও সঙ্গে কথা বলছেন না,  নিজেকে গৃহবন্দী করে রেখেছেন। এমনকি বন্ধুদের সঙ্গে দেখাও করতে চাইছেন না। আরিয়ানের এরূপ পরিবর্তনে চিন্তায় রয়েছেন শাহরুখ-গৌরী।

ছেলের ট্রমা কাটাতে লাইফ কোচ নিয়োগ করছেন বলিউডের বাদশাহ 

টানা ২৮ দিন কারাগারে থাকার পর জামিন পেয়ে ঘরে ফেরেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। জেলে থাকাকালীন যে আতঙ্ক-ভীতি মনে গেড়ে বসেছিল, তা আজও কাটিয়ে উঠতে পারেননি শাহরুখপুত্র। তাই আরিয়ানের ট্রমা কাটাতে লাইফ কোচ নিয়োগ করছেন শাহরুখ খান।

আরিয়ানের জন্য বলিউডের বিখ্যাত লাইফ কোচ আফরিন খানের সাহায্য নিতে চলেছেন কিং খান

আরিয়ান খানের ভীতি দূর করে তাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে নিয়োগ করা হচ্ছে বলিউডের বিখ্যাত লাইফ কোচ আফরিন খানকে। শাহরুখ ও গৌরী চান, জেলে থাকাকালীন যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে আরিয়ানকে, তা থেকে দ্রুত বেরিয়ে আসুক তাঁদের সন্তান। 

বি-টাউনে আরিয়ানেরই প্রথম লাইফ কোচ নন আফরিন। এর আগে সুপারস্টার হৃতিক রোশনের লাইফ কোচ হিসেবে শিরোনামে এসেছিলেন আফরিন খান। হৃতিক রোশনের সঙ্গে কাজ করতে শুরু করার পরই জনপ্রিয়তা লাভ করে আফরিন। জানা যায়, সুজানের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের সময় মানসিক স্থিতাবস্থা বজায় রাখার জন্যই আফরিনের সাহায্য নিয়েছিলেন হৃতিক। 


Uttarakhand Accident | নৈনিতালে খাদে পড়লো যাত্রীবাহী গাড়ি, মৃত্যু তিন শিক্ষকের, আহত ১
Uttarakhand | আলমোড়ার স্কুল থেকে উদ্ধার ১৬১টি বিস্ফোরক জিলেটিন স্টিক! ফের নাশকতার ছক?
PM Modi | G20 সম্মেলনে ছয় দফা প্রস্তাব পেশ প্রধানমন্ত্রী মোদির, শিক্ষা থেকে স্বাস্থ্য-হবে সার্বিক উন্নয়ন
Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে
Andhra Pradesh Bus Accident | অন্ধ্রপ্রদেশে লাক্সারি বাসে লাগলো আগুন, পুড়ে মৃত ২৫ জন, আহত একাধিক
Sonam Wangchuk | মধ্যরাতে বাস্তবের 'ব়্যাঞ্চো' তথা সোনম ওয়াংচুককে আটক করলো দিল্লি পুলিশ
Bankim Chandra Chattopadhyay | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবলমাত্র সাহিত্যিক বা লেখক নন, উপরন্তু তিনি যুগস্রষ্টা!