বিনোদন

AR Rahman Songs | প্রয়াত গায়কদের দিয়ে গান গাওয়ালেন এ আর রহমান! 'থালাইভা'র ‘লাল সেলাম’ সিনেমার গানে প্রযুক্তির চমক!

AR Rahman Songs | প্রয়াত গায়কদের দিয়ে গান গাওয়ালেন এ আর রহমান! 'থালাইভা'র ‘লাল সেলাম’ সিনেমার গানে প্রযুক্তির চমক!
Key Highlights

রজনীকান্তের 'লাল সেলাম' সিনেমায় এআর রহমানের গানে বড় চমক। প্রযুক্তির সাহায্যে প্রয়াত শিল্পী বাম্বা বাক্যা ও শাহুল হামিদকে দিয়ে গান গাওয়ালেন এ আর রহমান।

এআর রহমান বারবার প্রমাণ করেছেন যে সংগীত শিল্পে তাঁর মতো প্রতিভা হয়তো কারুরই নেই। একের পর এক চমক উঠে আসে এআর রহমানের গান (AR Rahman Songs) দ্বারা। সুর-শব্দ নিয়ে খেলা, গান রচনা করা যেন সবটাই তাঁর বাঁ হাতের মুঠোয়। তবে এবার রজনীকান্তের আসন্ন সিনেমা 'লাল সেলাম' এর জন্য একেবারেই নতুনত্ব কিছু একটা করলেন এ আর রহমান। দক্ষিণী এই সিনেমার জন্য মৃত শিল্পীদের দিয়েই সিনেমায় গান গাওয়ালেন সুরকার এ আর রহমান!

জানা গিয়েছে, তামিল সুপারস্টার রজনীকান্তের ছবি ‘লাল সেলাম’-এ এমন একটি গান থাকবে, যাতে থাকবে দুই প্রয়াত শিল্পীর কণ্ঠ। তবে এই দুই শিল্পীই প্রয়াত। তাহলে কীভাবে তাদের কণ্ঠ থাকবে এই গানে? আসলে সবই প্রযুক্তি এবং প্রতিভার খেল।  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) সাহায্যে প্রয়াত শিল্পী বাম্বা বাক্যা  (Bamba Bakya) ও  শাহুল হামিদ (Shahul Hameed) এর কণ্ঠ ফের বাঁচিয়ে তুলবেন এ আর রহমান। প্রযোজনা সংস্থা তাঁদের ‘এক্স’ হ্যান্ডেলে (সাবেক টুইটার) ঘোষণা করেছে এই অভিনব বিষয়টি সম্পর্কে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বাঁচিয়ে তোলা হচ্ছে এই দুই শিল্পীর কণ্ঠ। এআর রহমানের নতুন গান (Ar Rahman New Song) এর জন্য প্রয়াত শিল্পীদের পরিবারের থেকে অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান এ আর রহমান। পাশাপাশি, তাঁদের পরিবারের কাছে পৌঁছেছে যথার্থ পারিশ্রমিকও। যদিও রহমানের এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত তাঁর অনুরাগীরাই।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মুক্তির অপেক্ষায় দক্ষিণী মেগাতারকা রজনীকান্তের পরবর্তী ছবি ‘লাল সালাম’। মেয়ে ঐশ্বর্যার পরিচালনায় এই ছবিতে কাজ করেছেন থালাইভা। আর সেই ছবির সুরকার হলেন রহমান। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লাল সালাম’ ছবির ও এআর রহমানের নতুন গান (Ar Rahman New Song) ‘থিমিরি ইয়েজ়ুদা’। তবে সেই গান গাওয়ানোর জন্য কোনও জীবিত শিল্পীর দ্বারস্থ হননি রহমান। বরং, দুই অকালপ্রয়াত শিল্পী বাম্বা বাক্যা  (Bamba Bakya) ও শাহুল হামিদ (Shahul Hameed)কে দিয়েই গান গাইয়েছেন তিনি!

২০২২ সালে প্রয়াত হন বাম্বা বাক্য। অন্যদিকে, ২৭ বছর আগে ১৯৯৭ সালে প্রয়াত হন শাহুল হামিদ। শাহুল হামিদ উর্বশী উর্বশী গানটির জন্য খ্যাতি পেয়েছিলেন। দুই তামিল সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন রহমান। অনুরাগীদের দাবি, সেই নস্ট্যালজিয়া থেকেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন অস্কারজয়ী সুরকার।

প্রসঙ্গত, দেশের অন্যতম জনপ্রিয় ও কৃতী সঙ্গীতশিল্পী এআর রহমান। আন্তর্জাতিক স্তরেও তাঁর নামডাক কম নয়। দেশি থেকে আন্তর্জাতিক প্রায় সব রকম পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। দেশের মাটিতে তো বটেই, বিদেশের বিভিন্ন জায়গায় নিজের দল নিয়ে অনুষ্ঠান করতে যান এআর রহমান। বিনোদন জগতে প্লেব্যাক গায়ক, গায়িকাদের সঙ্গে কাজ করেন বটে। তবে কনসার্টের জন্য নিজস্ব একটি দল গড়ে তুলেছেন রহমান। বিভিন্ন জায়গায় তাঁদের সঙ্গেই লাইভ অনুষ্ঠান করেন তিনি। সেই দল থেকেই উঠে আসেন নতুন নতুন শিল্পীরা। রহমানের সঙ্গে কাজ করার সুযোগ হারাবেন, এমন শিল্পী খুঁজে পাওয়া দুষ্কর। তা সত্ত্বেও এক ছবির একটি গানের জন্য জীবিত শিল্পীদের বদলে প্রয়াত শিল্পীদের দিয়ে গান গাওয়ালেন অস্কারজয়ী সুরকার। আর প্রত্যেক বারের মতো এবারও এআর রহমানের গান (AR Rahman Songs) বেশ আপন করে নিয়েছেন তাঁর ভক্তরা।


CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
আজকের সেরা খবর | ২০১৯ সালের তুলনায় কম! ২০২৪ এর লোকসভার চতুর্থ দফার ভোটে বাংলার আট আসনে ভোটদানের হার জানালো কমিশন!
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla