New Movies 2024 | হৃতিক-দীপিকার জুঁটি-সিংহম থেকে শুরু করে পুষ্পা-ডেডপুল! ২০২৪ সে মুক্তি পাবে একের পর চমকদার সিনেমা!
২০২৪ এ মুক্তি পাওয়া আসন্ন সিনেমার তালিকায় রয়েছে একের পর এক চমক। দেখুন ২০২৪ এ অপেক্ষাকৃত সিনেমা তালিকায় রয়েছে কোন কোন বলিউড, হলিউড ও দক্ষিণী সিনেমা।
২০২৪ শুরু হওয়ার আগের থেকেই বলিউড ও হলিউডের একাধিক সিনেমার মুক্তির জন্য অপেক্ষায় সিনেমা প্রেমীরা। গত বছর ডিসেম্বরেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের অ্যানিমাল, শাহরুখ খানের ডানকি, প্রভাসের সালার। ৩টি ছবিই বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। এছাড়া এই বছরেই মুক্তি পেয়েছে বার্বি, ওপেনহাইমার, পাঠান, জওয়ান, গদর ২, অর্ধাঙ্গিনী, দশম অবতার, বাঘাযতীন। একের পর এক অসাধারণ সিনেমা মন জয় করেছে দর্শকদের। ২০২৪ এও কিন্তু মুক্তি পাবে দারুন সব সিনেমা। ২০২৪ এ নতুন সিনেমা (New Movies 2024) এর তালিকায় ইতিমধ্যেই নাম তুলে ফেলেছে বেশ কিছু বিগ বাজেট ফিল্ম। শুধু বলিউড কিংবা দক্ষিণী ছবি নয়, তালিকায় রয়েছে হলিউডের কিছু সুপারহিট ছবির সিকোয়েলও। দেখে নেওয়া যাক ২০২৪ এ আসন্ন সিনেমা (Upcoming Movies 2024) এর তালিকায় রয়েছে কোন কোন চমক।
বলিউডে ২০২৪ এর নতুন সিনেমা । New Movies 2024 in Bollywood :
মেরি ক্রিসমাস । Merry Christmas :
২০২৪ সালের ১২ ই জানুয়ারি মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত এই ছবি 'মেরি ক্রিসমাস'। রহস্য রোমাঞ্চ ঘরানার গল্প-সিনেমা যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য এই ছবি 'মাস্ট ওয়াচ'। থ্রিলার-ধর্মী ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রীরাম রাঘবন। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই সিনেমা।
ফাইটার । Fighter :
বলিপাড়ার দুই হার্টথ্রব হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোন প্রথম জুটি বেঁধে সবার মন জয় করতে আসছেন 'ফাইটার' সিনেমায়। এই ছবিটি মুক্তি পাবে ২৫সে জানুয়ারি, ২০২৪। অ্যাকশন ধর্মী ছবিতে ইদানিং হলিউডের তুলনায় খুব একটা পিছিয়ে নেই বলিউড। তবে এর আগে এরিয়াল অ্যাকশন, অর্থাৎ আকাশপথে তুলকালাম মারপিটের এমন ছবি আগে হয়নি বলেই দাবি পরিচালক সিদ্ধার্থের। এই সিনেমার বেশ কিছু গান এমনকি ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যম কাঁপাচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে এই 'নতুন জুটিকে' দেখতে কতটা আগ্রহী দর্শকরা।
সিংহম এগেন । Singham Again :
সিংহম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি 'সিংহম এগেন' (Singham Again)মুক্তি পেতে চলেছে এই বছরেই। দর্শকদের মন প্রত্যেক সিনেমা দ্বারাই জিতেছে 'সিংহম'। তবে এবার বিশেষ চমক নিয়ে বড় পর্যায়ে আসতে চলেছেন বাজিরাও সিংহম। জানা গিয়েছে, রোহিত শেট্টির পরিচালনায় এই ছবিতে বাজিরাও সিংহমের চরিত্রে আবার পর্দা কাঁপাতে আসছেন অজয় দেবগন। সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, করিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিংকেও।
কল্কি ২৮৯৮ এডি । Kalki 2898 AD :
২০২৪ সালে ভারতের অন্যতম বিগ বাজেট সিনেমা হতে চলেছে কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD)। প্র্রভাস, দীপিকা, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তারকারা জোট বেঁধেছেন কল্পবিজ্ঞান জঁরের এই ছবিতে। এই সিনেমা এমন একজন ব্যক্তির গল্প বলে যে নেতিবাচক শক্তির কাছে হার মেনে নেওয়া মানুষের কাছে আশার আলো হিসাবে আবির্ভূত হয়।
২০২৪ সালে দক্ষিণ ভারতীয় সিনেমা । South Indian movies in 2024 :
পুষ্পা দ্য রুল। Pushpa The Rule :
২০১৯ সালে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছিল পুষ্পা: দ্য রাইজ। সাধারণ একজন দিনমজুরের অপরাধ সিন্ডিকেটের মাথায় উঠে বসার যাত্রাপথের অতি সাধারণ গল্পই পরিচালকের মুন্সিয়ানায় রেকর্ড গড়েছিল। গোটা দেশ এমনকি বিদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল পুষ্পা। এবার তার সিকুয়েল পুষ্পা দ্য রুলও দর্শকদের মন আরেকবার জয় করতে আসছে বড় পর্দায়ে। এই সিনেমাও যে নতুন রেকর্ড গড়বে, তা নিয়ে আশাবাদী নির্মাতারা। বড়পর্দায় আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিলদের দেখবেন বলে মুখিয়ে দর্শকরাও। জানা গিয়েছে ১৫ই অগস্ট মুক্তি পাবে পুষ্পা ২।
ইন্ডিয়ান ২ । Indian 2 :
১৯৯৬ সালের হিট সিনেমা ইন্ডিয়ান-এর সিকুয়েল এই ছবিতে কমল হাসানকে সেনাপতির চরিত্রে দেখা যাবে। ছবিতে তিনি একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী যিনি দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করবেন। এস. শঙ্কর পরিচালিত তামিল অ্যাকশন থ্রিলারটিতে কাজল আগরওয়াল, রকুল প্রীত সিং, প্রিয়া ভবানী শঙ্কর এবং গুলশান গ্রোভারকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
হলিউডে ২০২৪ এ আসন্ন সিনেমা । Upcoming Movies 2024 in Hollywood :
ম্যাডাম ওয়েব । Madam Web :
১৪ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ডাকোটা জনসন অভিনীত ছবিট। 'ম্যাডাম ওয়েব'। উল্লেখ্য এটি মার্ভেলের সিনেমা। অর্থাৎ এই সিনেমার হাত ধরেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে প্রবেশ ঘটছে ডাকোটার। এই ছবিতে নামভূমিকায় রয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী একজন প্যারামেডিক ক্যাসান্দ্রা ওয়েবের গল্প বলেছে মার্ভেলের এই সুপারহিরো ঘরানার ছবি। ডাকোটা ছাড়াও এই ছবিতে দেখা যাবে সিডনি সুইনি, সেলেস্ট ও'কনর, ইসাবেলা মার্সেড এবং তাহার রহিমও রয়েছে।
ড্যুন পার্ট ২ । Dune Part II :
সাইন্স ফিকশন যাদের পছন্দ তাদের জন্য ২০২৪ সালে আসছে বড় চমক। আগামী ১ লা মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঙ্ক হারবার্টের উপন্যাস থেকে নেওয়া ড্যুন চলচিত্রের পরের সিক্যুয়াল। উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম অংশ। কল্পবিজ্ঞান ভিত্তিক এই সিনেমায় দেখা যাবে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, জেন্ডায়া এবং খাভিয়ের বারডেমকে।
কিংডম অফ দ্য প্ল্যানেট অফ এপস । Kingdom of the Planet of the Apes :
প্ল্যানেট অফ এপস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিটি মুক্তি পাবে ২৪সে মে। কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস একজন তরুণ বনমানুষের গল্প বলে, যে মানুষ এবং বনমানুষের সহ-অস্তিত্ব নির্ধারণের জন্য যাত্রা শুরু করে। তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে উভয় প্রজাতির ভবিষ্যৎ।
জোকার: ফলি অ্যাদৌ । Joker: Folie à Deux :
২০২৪ সালের অক্টোবরে মুক্তি পাবে এই সিনেমা। টড ফিলিপসের জোকার সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন হোয়াকিন ফিনিক্স। সেই ছবির সিকোয়েলে ফিনিক্সের অভিনয় দেখার জন্য টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষায় সিনেপ্রেমীরা। তবে জোকার একা নয়, এই ছবির ফোকাস হল তার প্রেমিকা হার্লে কুইনন। সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে লেডি গাগাকে।
ডেডপুল ৩ । Deadpool 3 :
মার্ভেল ফ্যানদের আরেক বড় আকর্ষণ ডেডপুল ৩ মুক্তি পেতে চলেছে ২০২৪ সালেই। ডেডপুল ৩ ট্রেলার (Deadpool 3 Trailer) মুক্তি পাওয়ার পরই অপেক্ষায় রয়েছেন মার্ভেল ফ্যানরা। বলাই যেতে পারে, ২০২৪ সালের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম হল এটি। সুপারহিরো ঘরানার এই ছবি অন্য দুটি পার্ট বিপুল সাড়া ফেলেছিল। ডেডপুল ৩ ট্রেলার (Deadpool 3 Trailer) এ দেখা গিয়েছে, ডেডপুল ৩-এ ওয়েড উইলসন ওরফে ডেডপুল (রায়ান রেনল্ডস) উলভারিনের (হিউ জ্যাকম্যান) সঙ্গে জুটি বেঁধে একজন সাধারণ শত্রুনিধনে নামবেন। মার্ভেলের এই ছবিটি মুক্তি পাবে ২৬সে জুলাই।
২০২৪ সালে বলিউড, হলিউড, দক্ষিণী সিনেমা জগতের আরও একাধিক আকর্ষণীয় সিনেমা মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই যার প্রথম ঝলক সোশ্যাল মাধ্যম ও দর্শকদের মন কাঁপাচ্ছে। বড় পর্দা ছাড়াও একাধিক সিনেমা ও সিরিজ এই বছর মুক্তি পাবে ওটিটি প্লেটফর্মে, যার জন্যও অপেক্ষায় দর্শকরা।