Viral Anand Mahindra Tweet | ‘এরকম শক্তিশালী প্রতিযোগিতা উদ্ভাবনকে উৎসাহিত করে’! টাটাকে নিয়ে মন জয় করা পোস্ট আনন্দ মাহিন্দ্রার!

Friday, December 22 2023, 7:55 am
highlightKey Highlights

টাটা সম্পর্কে আনন্দ মাহিন্দ্রার টুইট ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। এক্স হ্যান্ডেলে কী লিখলেন মাহিন্দ্রা কর্ণধার?


মাহিন্দ্রা এবং টাটা- এই কোম্পানির নাম ভারতের কেউ জানেন না এমন হয়তো লোকসংখ্যা খুব কম। দুই কোম্পানির মধ্যে একটিই মিল,ভারতের প্রথম সারির এই দুই সংস্থাই দেশের বৃহত্তম যানবাহন নির্মাণ সংস্থা। একই ধরণের শিল্প সংস্থা বা কর্মসংস্থা এক হলে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা থাকবেই। কে আগে থাকবে এই ধরণের প্রতিযোগিতা প্রায়শই সব কর্মক্ষেত্র বা শিল্পসংস্থানে দেখা যায়। তবে প্রতিযোগিতা মানে যে 'খারাপ' বা 'নেতিবাচক' হবে তা কিন্তু নয়। এমনটা বললেন সাধারণ কেউ নন, ভারতের অন্যতম শিল্পপতিদের মধ্যে একজন- আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। সম্প্রতি ভাইরাল হয়েছে আনন্দ মাহিন্দ্রার টুইট (Anand Mahindra tweet)। সেখানে রতন টাটা এবং টাটা গোষ্ঠীর সম্পর্কে মাহিন্দ্রার বক্তব্য রীতিমতো ছুঁয়ে গিয়েছে অসংখ্য মানুষের মন। এক কর্মক্ষেত্রের প্রতিযোগিতার সম্পর্কে এরকম সুমধুর এবং ইতিবাচক মন্তব্য যে কোনও শিল্পপতি করতে পারে তা সত্যিই আশাতীত।

টাটা সম্পর্কে আনন্দ মাহিন্দ্রার টুইট ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে
টাটা সম্পর্কে আনন্দ মাহিন্দ্রার টুইট ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে

শিল্পপতিদের মধ্যে প্রতিযোগিতা খুবই স্বাভাবিক বিষয়। অনেক ক্ষেত্রে এই প্রতিযোগিতা এমনই পর্যায়ে চলে যায় যে তার নেতিবাচক প্রভাবই বেশি থাকে। সেই প্রভাব পরে ব্যবসা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও। এরকম প্রতিহিংসার খবর প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। তবে এসবের মধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে মন ভালো করা খবর। সম্প্রতি  কয়েক মাস আগে বিখ্যাত ঔপন্যাসিক এবং নৌ অফিসার, হরিন্দর এস সিক্কা মাহিন্দ্রার নতুন গাড়ি, XUV700, এর নিরাপত্তা এবং অন্যান্য বৈশিষ্ট্যের জন্য মাহিন্দ্রা গোষ্ঠীর প্রশংসা করেছিলেন। এই টুইটটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে ওঠে। এর উত্তরেও টুইট করেন আনন্দ মাহিন্দ্রা। এরপরই আনন্দ মাহিন্দ্রার টুইটে একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেন,"স্যার টাটা গাড়ি সম্পর্কে আপনার অনুভূতি কি?"

 আনন্দ মাহিন্দ্রাকে উল্লেখ করে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন। তবে এই বিশেষ প্রশ্ন তাঁর নজর কাড়ে। ফলে উত্তর দেন আনন্দ মাহিন্দ্রা। তিনি বলেন, টাটাদের মতো শক্তিশালী প্রতিযোগীদের পাওয়া একটি বিশেষত্বের বিষয়। তারা নিজেদেরকে নতুন করে উদ্ভাবন করতে থাকে। তাদের সঙ্গে প্রতিযোগিতা উদ্ভাবনকে উৎসাহিত করে।

টাটার সঙ্গে ইতিবাচক প্রতিযোগিতা নিয়ে টুইট করেন আনন্দ মাহিন্দ্রা
টাটার সঙ্গে ইতিবাচক প্রতিযোগিতা নিয়ে টুইট করেন আনন্দ মাহিন্দ্রা

@TataMotors-এর মতো শক্তিশালী প্রতিযোগীদের পাওয়া একটি বিশেষত্বের বিষয়। তারা নিজেদেরকে নতুন করে উদ্ভাবন করতে থাকে যা আমাদের আরও ভালো করতে অনুপ্রাণিত করে... প্রতিযোগিতা উদ্ভাবনকে উৎসাহিত করে।

টুইটে লেখেন আনন্দ মাহিন্দ্রা

আনন্দ মাহিন্দ্রার টুইট (Anand Mahindra tweet) নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পরে সোশ্যাল মাধ্যমে। সকলেই তাঁর 'ইতিবাচক' প্রতিযোগিতার মানসিকতার প্রশংসা করেছেন। তাঁর টুইটটি হাজার হাজার লাইকও পেয়েছে। অনেকেই আবার আনন্দ মাহেন্দ্রার এই টুইটটি রিটুইট করে লেখেন প্রতিযোগিতা এরকম ইতিবাচক হওয়া উচিত। ইন্টারনেটে গুঞ্জন তৈরি করেছে আনন্দ মাহিন্দ্রার এই টুইট।

উল্লেখ্য, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra Limited) হল একটি ভারতীয় বহুজাতিক স্বয়ংচালিত উৎপাদন কর্পোরেশন। এটি ১৯৪৫ সালে মাহিন্দ্রা অ্যান্ড মোহাম্মদ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে এর নতুন নামকরণ করা হয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। ভারতে উৎপাদনের দিক থেকে বৃহত্তম যানবাহন নির্মাতাদের মধ্যে একটি মাহিন্দ্রা। বর্তমানে এই কোম্পানির কর্ণধার বা চেয়ারম্যান পদে রয়েছেন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। অন্যদিকে টাটা গোষ্ঠী হলো ভারতীয় বহুজাতিক গোষ্ঠি। জামশেদজি টাটা দ্বারা ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত, এই সংস্থাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ক্রয়ের পরে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। এটি ভারতের অন্যতম বৃহত্তম ও প্রাচীন শিল্প গোষ্ঠী। প্রতিটি টাটা কোম্পানি তার নিজস্ব পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের পরিচালনায় ও তদারকিতে স্বাধীনভাবে কাজ করে। টাটা সম্পর্কিত সংস্থাগুলির মধ্যে রয়েছে টাটা কেমিক্যালস, টাটা কমিউনিকেশনস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা গ্রাহক পণ্য, টাটা এলক্সি, টাটা মোটরস, টাটা পাওয়ার, টাটা স্টিল, জামশেদপুর এফসি, তানিশক, ভোল্টাস, টাটা ক্লিক, টাটা প্রজেক্টস লিমিটেড, টাটা ক্যাপিটাল, টাইটান, ট্রেন্ট, ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড, তাজএয়ার, ভিস্টারা, ক্রোম ও টাটা স্টারবাকস। রতন নেভাল টাটা (Ratan Naval Tata) একজন ভারতীয় শিল্পপতি, সমাজসেবী এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান । তিনি ১৯৯০ থেকে  ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান এবং অক্টোবর ২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ছিলেন। 

সম্প্রতি রতন টাটা সোশ্যাল মাধ্যমে ফলোয়ারদের দিক থেকে সবাইকে পিছনে ফেলেছেন
সম্প্রতি রতন টাটা সোশ্যাল মাধ্যমে ফলোয়ারদের দিক থেকে সবাইকে পিছনে ফেলেছেন

রতন টাটার নেট ওয়ার্থ (Ratan Tata Net Worth) ৩৮০০ কোটি এবং আনন্দ মাহিন্দ্রা নেট ওয়ার্থ (Anand Mahindra Net Worth) ২.১ বিলিয়ন। তবে রতন টাটার নেট ওয়ার্থ (Ratan Tata Net Worth) আনন্দ মাহিন্দ্রা নেট ওয়ার্থ (Anand Mahindra Net Worth) এর থেকে কম হলেও রতন টাটার নানান সমাজসেবী কাজ এবং অর্থ সাহায্যের কথা গোটা ভারত এমনকি প্রায় গোটা বিশ্ব জানে। সম্প্রতি রতন টাটা সোশ্যাল মাধ্যমে ফলোয়ারদের দিক থেকে সবাইকে পিছনে ফেলেছেন। ভারতের কর্পোরেট সেক্টরে এক হ্যান্ডেলে সব থেকে বেশি ১৬.২ মিলিয়ন ফলোয়ার রতন টাটার। এর আগে এই স্থানে ছিলেন আনন্দ মাহিন্দ্রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File