আন্তর্জাতিক

Prafulla Dhariwal | চ্যাটজিপিটি-4o এর সাফল্যের নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত! 'তাঁকে ছাড়া সম্ভব হতো না' জানালেন স্যাম অল্টম্যান!

Prafulla Dhariwal | চ্যাটজিপিটি-4o এর সাফল্যের নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত! 'তাঁকে ছাড়া সম্ভব হতো না' জানালেন স্যাম অল্টম্যান!
Key Highlights

চ্যাটজিপিটির নয়া ভার্সন চ্যাটজিপিটি 4o লঞ্চ করেছে ওপেনএআই। যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চর্চা। এই চ্যাটজিপিটি 4o এর সাফল্যের নেপথ্যে বড় অবদান রয়েছে এক ভারতীয় প্রফুল্ল ধারিওয়ালের। এই কথা সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন কোম্পানির সিইও স্যাম অল্টম্যান।

সময় যত বাড়ছে তত উন্নত হচ্ছে প্রযুক্তি। বর্তমানে যারা মোটামুটি ইন্টারনেট বা প্রযুক্তি সম্পর্কে সড়গড় তারা প্রতেক্যেই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পর্কে।  বিদেশের মতো এখন ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি (artificial intelligence companies in india) এরও সংখ্যা বাড়ছে।  তবে যেসব এআই (AI) টুল সবথেকে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম ওপেন এইআই (OpenAI) এর চ্যাটজিপিটি (ChatGPT)। সম্প্রতি এই চ্যাটজিপিটির নয়া ভার্সন চ্যাটজিপিটি 4o লঞ্চ করেছে ওপেনএআই। যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চর্চা। তবে অনেকেই জানেন না এই চ্যাটজিপিটি 4o এর সাফল্যের নেপথ্যে বড় অবদান রয়েছে এক ভারতীয়  প্রফুল্ল ধারিওয়াল (Prafulla Dhariwal)। আর সেকথা খোদ সকলকে সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন কোম্পানির সিইও স্যাম অল্টম্যান (Sam Altman)। 

চ্যাটজিপিটি 4o লঞ্চ করার পর পর স্যাম অল্টম্যান এক্স প্ল্যাটফর্মে টুইট করেন। আসলে গত বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ প্রফুল্ল জানান, ওমনি টিমের প্রথম মডেল হল GPT-4o (ও-র অর্থ হল ওমনি)। পুরো টিমের জন্য এটা সম্ভব হয়েছে। আর সেই টুইটটি রিটুইট করে অল্টম্যান জানান, দীর্ঘদিন ধরে প্রফুল্ল যে প্রতিভা, দূরদর্শিতা, বিশ্বাস এবং সংকল্পের পরিচয় দিয়েছেন, সেটা ছাড়া চ্যাটজিপিটি 4o কখনও বাস্তবায়িত হতে পারত না। প্রফুল্লরা যা কাজ করেছেন, তা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এক বিপ্লব হয়ে উঠতে পারে। কেবল চ্যাটজিপিটি 4o এর জন্যই নয়, প্রফুল্ল ধারিওয়াল (Prafulla Dhariwal) এর রয়েছে আরও প্রতিভা, চমক। 

পুনের বাসিন্দা প্রফুল্ল ধারিওয়াল, একাডেমিক এবং বৈজ্ঞানিক বিষয়ে একাধিক স্বীকৃতি  লাভ করেছেন তিনি। এমনকি তাঁর মেধার জন্য তিনি ২০০৯ সালে ভারত সরকারের 'ন্যাশনাল ট্যালেল্ট সার্চ স্কলারশিপ'ও জিতেছিলেন। এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণীতে পদার্থ্যবিদ্যা, রসায়ন এবং অঙ্কে ৩০০-এর মধ্যে ২৯৫নম্বর পেয়েছিলেন প্রফুল্ল। চিন থেকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে সোনা জিতে এসেছিলেন প্রফুল্ল। ২০১২ সালে অঙ্ক এবং ২০১৩ সালে ফিজিক্স আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডেও সোনা জয় করেছিলেন ভারতের এই সন্তান। ২০১৩ সালেই আবাসাহেব নারাভানে মেমোরিয়াল পুরস্কার পেয়েছিলেন  প্রফুল্ল ধারিওয়াল। দ্বাদশ শ্রেণী পাশ করার পর প্রফুল্ল ভর্তি হন বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির কম্পিউটার সায়েন্স (অঙ্ক) বিভাগে। ২০১৭ সালে ৫.০ এর মধ্যে ৫.০ জিপিএ পেয়ে স্নাতক পাশ করেন তিনি। এরপর ২০১৬ সালে রিসার্চ ইন্টার্ন হিসাবে ওপেনএআইয়ে যোগ দেন তিনি।

নিজ কর্মজীবনের শুরুতেই চ্যাটজিপিটি-3 মডেল নিয়ে আসার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। জিপিটি-৩, ডেএএলএল-ই২, জুকবক্স এবং গ্লোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন প্রফুল্ল।  ধাপে ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার মায়াজালে ক্রমশ দক্ষ হয়ে ওঠেন প্রফুল্ল। আর তার এই দক্ষতার প্রমাণ দিয়েছেন খোদ কোম্পানির সিইও। এদিন সোশ্যাল মিডিয়ায় তার কৃতিত্বের কথা জানান ওপেনএআই সিইও।

প্রসঙ্গত, ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial intelligence in India) এর ব্যবহার ক্রমেই বাড়ছে। ডেভেলোপার থেকে শুরু করে সাধারণ মানুষ যারা প্রযুক্তি এবং ইন্টারনেট নিয়ে সড়গড় তারা প্রত্যেক্যেই নানান এআই তুলে ব্যবহার করে থাকেন।  এরকমই একটি টুল হলো চ্যাটজিপিটি। আর এই চ্যাটজিপিটির ফ্ল্যাগশিপ মডেল হল জিপিটি 4o। যা অডিও, ভিশনের পাশাপাশি রিয়েল টাইম টেক্সট রেজাল্টও দিতে পারে। আর এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে ওপেনএআই। যাদের কাছে ওপেনএআই এপিআই অ্যাকাউন্ট রয়েছে তারা এই জিপিটি 4o-এর সুবিধা নিতে পারবেন। নতুন চ্যাটজিপিটি 4o দিয়ে বিনামূল্যে ডেটা অ্যানালিসিস, ফাইল আপলোড, ব্রাউজিং, ভিশনিং, এডিটিং এবং জিপিটির অন্যান্য কাজও করা যাবে। পাশাপাশি যারা ফ্রি ইউজার রয়েছে তারা চ্যাটজিপিটি প্লাসেও আপগ্রেড করতে পারবেন।