সাইফের সঙ্গে বিচ্ছেদের পর হাসি ফিরে পান অমৃতা, দাবি সারার

Thursday, June 16 2022, 12:45 pm
highlightKey Highlights

১০ বছর অসুখী, বলিউডের অসমবয়সি জুটি। প্রেম পেরিয়ে সাত পাকে ঘুরেছিলেন সইফ আলি খান এবং অমৃতা সিংহ।


নিত্য অশান্তির দাম্পত্য পেরিয়ে তার পরেই বিচ্ছেদের পথে হেঁটেছিলেন সইফ আলি খান এবং অমৃতা সিংহ। বাবা-মা যে ভাল নেই, অনেক ছোট বয়সেই বুঝেছিলেন সারা আলি খান। সে সিদ্ধান্ত যে একেবারে ঠিক ছিল, খানিক বড় হয়ে বুঝেছিলেন আজকের জনপ্রিয় অভিনেত্রী সারা। নিজেই বলেছিলেন, বিচ্ছেদের পরে এখন অনেক ভাল আছেন তার মা অমৃতা।

আমার মা দশটা বছর হাসতে ভুলে গিয়েছিল। বাবার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে প্রথম মাকে প্রাণখুলে হাসতে দেখেছি, আমাদের সঙ্গে মজায় মাততে দেখেছি। মা-বাবা একসঙ্গে থাকার দিনগুলোয় সে সব কখনও হত না।

সারা আলী খান 

১৯৮১ সালে বিয়ে হয় সইফ-অমৃতার। বলিউডের এই জুটির বয়সের ফারাক তাঁদের প্রেমের শুরু থেকেই ছিল চর্চায়। ১২ বছরের ছোট সইফের সঙ্গে সংসার পাতার কয়েক বছরের মধ্যেই অশান্তি শুরু দু’জনের। দুই সন্তান, ইব্রাহিম এবং সারার জন্মও তাঁদের সম্পর্কের ভাঙন ঠেকাতে পারেনি।

Trending Updates

একাই দুই ছেলে-মেয়ে ইব্রাহিম এবং সারাকে বড় করেছেন অমৃতা। তবে সইফের সঙ্গে তাদের মেলামেশায় বাধা ছিল না কখনওই। এমনকি ইব্রাহিম ও সাইফ -এর মুখের এড দেখে অনেকেই গুলিয়ে ফেলেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File