Amitabh Bachchan Birthday | ৮১-তে পা 'বিগ বি'র! রাতেই ভক্তদের সঙ্গে দেখা করলেন বচ্চন! এক নজরে অমিতাভের জীবনী!

Wednesday, October 11 2023, 10:40 am
highlightKey Highlights

জন্মদিনের রাতেই উপচে পড়া ভিড় বিশ্বখ্যাত জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলোর সামনে। ১৯৬৯ সাল থেকে বর্তমানেও তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি।


৮১ বছরে পা দিলেন বলিউডের 'বিগ বি', অমিতাভ বচ্চন। ১৯৬৯সালে  'সাত হিন্দুস্তানি' ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন অমিতাভ। ক্রমশ একের পর এক চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে বারবার মন জয় করে নিয়েছেন তিনি। অমিতাভের নতুন সিনেমা (Amitabh New Movie) মানেই হিট হবেই, এমনটা আগের থেকেই ধরে নেন সিনেমাপ্রেমীরা। প্রায় ৫৩ বছর জুড়ে ইন্ডাস্ট্রি রাজ করেছেন এই প্রবীণ অভিনেতা। বর্তমানেও সঞ্চালনা, প্রযোজনার মাধ্যমে জিতে নিচ্ছেন মন।

'সাত হিন্দুস্তানি' ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন অমিতাভ
'সাত হিন্দুস্তানি' ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন অমিতাভ

উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে অমিতাভ বচ্চনের জন্ম। পিতা হরিবংশ রায় বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফৈসলাবাদের এক শিখ-পঞ্জাবী। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় শব্দযূথ 'ইনকিলাব জিন্দাবাদে'র অণুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব। যদিও পরে তাঁর নাম বদলে রাখা হয় অমিতাভ অর্থাৎ "যে আলো নির্বাপিত হয় না।" দুই পুত্র সন্তানের মধ্যে অমিতাভ বড়। ছোট ভাই অজিতাভ রাই।

 'ইনকিলাব জিন্দাবাদে'র অণুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব
 'ইনকিলাব জিন্দাবাদে'র অণুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব

 পরিবারের পদবী ছিলো শ্রীবাস্তব, কিন্তু অমিতাভের পিতা নিজের লেখা প্রকাশ করার সময় ছদ্ম-পদবী হিসেবে 'বচ্চন' ব্যবহার করতেন। সেই পদবীটিই সব জায়গায় ব্যবহার করতেন অমিতাভ। আর এই পদবী নিয়েই অমিতাভ বচ্চনের প্রথম ছবি (Amitabh Bachchan First Film) জগতে আত্মপ্রকাশ করে। মা তেজি বচ্চন অভিনয়ে উৎসাহী ছিলেন। কিন্তু সাংসারিক কারণে এই জগতে নিজে তিনি পা রাখতে পারেন নি। তবে পুত্রের অভিনয় ক্ষমতার উপর তার দৃঢ় বিশ্বাস ছিলো।এলাহাবাদের জ্ঞান প্রোবোধিনি এবং বয়েজ হাই স্কুলে প্রাথমিক শিক্ষালাভ করেন অমিতাভ। এর পর নৈনিতালের শেরউড কলেজে কলা বিভাগে পড়াশোনা করেন।এরপরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিরোরিমল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন।

এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন
এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন

১৯৬৯-এ বচ্চন ছবির জগতে আত্মপ্রকাশ করেন। অমিতাভ বচ্চনের প্রথম ছবি (Amitabh Bachchan First Film) 'সাত হিন্দুস্তানি'। এই সিনেমার মধ্যে সাতটি প্রধান চরিত্রের একটিতে অভিনয় করেছিলেন তিনি। অমিতাভ বাদ দিয়েও খোয়াজা আহমেদ আব্বাস নির্দেশিত এই ছবিটিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত, মধু এবং জালাল আগা। যদিও অমিতাভ বচ্চনের প্রথম ছবি (Amitabh Bachchan First Film) বাণিজ্যিক সাফল্য পায়নি, তবুও বচ্চন এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 'সাত হিন্দুস্তানি'র পর অমিতাভকে দেলখা যায় 'আনন্দ' ছবিতে  রাজেশ খান্নার সঙ্গে। এরপরেই যেমন রাজেশ খান্না ও অমিতাভ জুটি জনপ্রিয় হয়ে ওঠে তেমনই গোটা দেশবাসীর মন জিতে নেন খোদ অমিতাভ।

১৯৭৩-এ বচ্চনের চলচ্চিত্র জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে
১৯৭৩-এ বচ্চনের চলচ্চিত্র জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে

১৯৭৩-এ বচ্চনের চলচ্চিত্র জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে। পরিচালক প্রকাশ মেহেরা জঞ্জীর ছবির মুখ্য ভূমিকা, ইন্সপেক্টর বিজয় খান্নার চরিত্রে নির্বাচিত করেন অমিতাভকে। মুখ্য চরিত্র হিসেবে এটাই অমিতাভ বচ্চনের প্রথম ছবি (Amitabh Bachchan First Film) ছিল যা বক্স অফিসেও  সাফল্য পেয়েছিলো। সেই বছরই অমিতাভ বিয়ে করেন অভিনেত্রী জয়া বচ্চনকে। ক্রমশ অমিতাভের ছবিগুলির জনপ্রিয়তা বাড়তে থাকে। বিশেষ করে রাজেশ খান্না এবং রেখার সঙ্গে তাঁর সহ-অভিনেতার ভূমিকায় অভিনয় প্রশংসিত হয়।

১৯৭০ এর দশকের শেষ নাগাদ, বচ্চন ৩৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন
১৯৭০ এর দশকের শেষ নাগাদ, বচ্চন ৩৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন

১৯৭০ এর দশকের শেষ নাগাদ, বচ্চন ৩৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন এবং ভারতের শীর্ষ চলচ্চিত্র তারকা হিসেবে বিবেচিত হন। তাঁর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে খোদ অমিতাভ এক সাংস্কৃতিক ঘটনাতে পরিণত হয়েছিলেন। তবে  একটি ছবির সেটে প্রায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। এরপর বক্স অফিসেও বিশেষ খ্যাতি লাভ করে না তাঁর চলচিত্র। ১৯৮৪ সালে তাদের অনেকদিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর সমর্থনে অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে যোগ দেন। তিনি এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনা-র বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান এবং সাধারণ নির্বাচন-এর ইতিহাসে সবচেয়ে বেশি (মোট ভোটের ৬৮.২% পেয়ে) ভোটপার্থক্যে জয়লাভ করেন। যদিও তাঁর রাজনৈতিক কর্মজীবন সংক্ষিপ্ত ছিলো। তিন বছর পরে তিনি পদত্যাগ করেন। বচ্চন বিরতির পর ফিরে আসেন চলচ্চিত্রে এবং অগ্নিপথ সিনেমায় একটি মাফিয়া ডন চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। পরে তিনি নেতৃত্ব দেন অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড (Amitabh Bachchan Corporation Limited), একটি বিনোদন উদ্যোগ যা ফিল্ম প্রযোজনা এবং ইভেন্ট ম্যানেজমেন্টে বিশেষায়িত।

অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে যোগ দেন
অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে যোগ দেন

২১ শতকের গোড়ার দিকে, বচ্চন ১৭৫ টিরও বেশি বলিউড ছবিতে অভিনয়  করেন। কেবল বড় পর্দাতেই নয়, টেলিভিশনের পর্দাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেন বিগ বি। ২০০০ সালে বচ্চনকে ব্রিটিশ টেলিভিশন গেম শো 'হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার?'-এর ভারতীয় সংস্করণ 'কাউন বানেগা কারোর পতি' এর সঞ্চালক হিসেবে দেখা যায়। অন্যান্য দেশের মতই এই অনুষ্ঠানটি তাৎক্ষণিক সাফল্য পেয়েছিল। বর্তমানেও এই টেলিভিশন শো দেশ জুড়ে অত্যন্ত জনপ্রিয়।

টেলিভিশনের পর্দাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেন বিগ বি
টেলিভিশনের পর্দাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেন বিগ বি

অভিনেতার ৮১তম জন্মদিন উপলক্ষে, মঙ্গলবার রাত থেকেই অভিনেতার বাংলো 'জলসা'র সামনে দেখা গেল উপচে ভিড়। এমনিতেই প্রতি রবিবার অমিতাভ-দর্শনের জন্য সেখানে হাজির হন অভিনেতার হাজার-হাজার অনুরাগীরা। তবে মঙ্গলবার রাতে তাঁরা পৌঁছে গেলেন কেক-মিষ্টি হাতে, বলিউডের এই মেগাস্টারের জন্মদিন পালনে। সবাইকে চমক দিয়ে মধ্যরাতেই বাংলোর বাইরে আসেন অমিতাভ বচ্চন। সকলকে উদ্দেশ্য করে হাতও নাড়েন। হাত জোড় করে ধন্যবাদও জানান। শুধু তাই নয়, বিগ বি যখন বাইরে এসে সবার সঙ্গে দেখা করলেন তখন জলসার অন্দর থেকে বেরিয়ে এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা ও মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দাও। তাঁরাও নিজেদের মুঠোফোনে বন্দি করে নিচ্ছিলেন এই বিশেষ মুহূর্ত। 

সবাইকে চমক দিয়ে মধ্যরাতেই বাংলোর বাইরে আসেন অমিতাভ বচ্চন
সবাইকে চমক দিয়ে মধ্যরাতেই বাংলোর বাইরে আসেন অমিতাভ বচ্চন

প্রসঙ্গত, আপাতত কৌন বনেগা ক্রড়োরপতির শ্যুট নিয়েই ব্যস্ত আছেন বিগ বি। তবে আসছে অমিতাভের নতুন সিনেমাও (Amitabh New Movie)।  তাঁকে দেখা যাবে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ পার্ট ১’-এ। এছাড়াও তিনি রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসানের প্রোজেক্টেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File