তন্ত্রসাধনায় শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠল কেরলে, ধৃত এক মহিলা তান্ত্রিক

Thursday, October 13 2022, 7:54 pm
highlightKey Highlights

কেরলের পাঠানমথিট্টা জেলায় এবার সামনে এল এক আশ্চর্য ঘটনা। শিশুদের ব্যবহার করা হয়েছে তন্ত্রসাধনার কাজে।


কেরলের এক মহিলা তান্ত্রিক এক শিশুকে নিয়ে তার তন্ত্রসাধনার ক্রিয়াকলাপের ক্ষেত্রে ব্যবহার করার ফলে ওই শিশু অজ্ঞান হয়ে পড়ে। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসায় ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগেও কেরলের কোচি থেকে এ ধরনের তান্ত্রিক আচার-বিধি করার ফলে হত্যা ও দুই মহিলার বলি দেওয়ায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ফের এ ধরনের ঘটনা সামনে আসে। এই ঘটনায় ধৃত মহিলার নাম শোভনা ওরফে বসন্তি। জানা গিয়েছে ওই মহিলা কেরলের পাঠানমথিট্টা জেলার মালায়ালাপুঝা শহরে ডাইনি বিদ্যার অভ্যাস করত।

এই তন্ত্র সাধনে এক শিশুকে যুক্ত করা হয়, যে পরে অচৈতন্য হয়ে যায়। এই ঘটনার পর পুলিশ কোনও পদক্ষেপ না করার জন্য স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানাতে থাকে। স্থানীয় বাসিন্দারা জানান যে অভিযোগ হওয়া সত্ত্বেও পুলিশ কোনও ধরনের পদক্ষেপ করেনি।

Trending Updates

বিক্ষোভকারীরা জানান যে, "ওই মহিলা তান্ত্রিক গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা এই প্রতিবাদ চালিয়ে যাবে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী ওই তান্ত্রিকের বিরোধীতা করলে সে গ্রামীদের অভিশাপ দেওয়ার হুমকিও দেয়। স্থানীয়দের প্রতিবাদের পর, ডেপুটি পুলিশ সুপারের নির্দেশে ওই মহিলা শোভনা ওরফে বসন্তীকে পাঠানমথিট্টা পুলিশ হেফাজতে নেয়।' তবে পুলিশ জানায় যে, ওই অভিযুক্ত মহিলা কোন পদ্ধতিতে পুজো করে তা একমাত্র তাকে জিজ্ঞাসাবাদ করেই নিশ্চিত করা যাবে ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File