বিনোদন

Adipurush | সিনেমা মুক্তি পেতেই বিতর্কের ঝড়! কাঠমান্ডু ও পোখারায় নিষিদ্ধ 'আদিপুরুষ'-সহ সব হিন্দি ছবি!

Adipurush | সিনেমা মুক্তি পেতেই বিতর্কের ঝড়! কাঠমান্ডু ও পোখারায় নিষিদ্ধ 'আদিপুরুষ'-সহ সব হিন্দি ছবি!
Key Highlights

'আদিপুরুষে'র সংলাপ নিয়ে বিতর্ক, কটাক্ষ। সংলাপ পরিবর্তন না করা পর্যন্ত কাঠমান্ডু ও পোখারায় নিষিদ্ধ 'আদিপুরুষ'-সহ সব হিন্দি ছবি। সিনেমার সংলাপ রচয়িতাকে বিশেষ নিরাপত্তা।

মুক্তির পর থেকেই সিনেমা জগত এবং সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই এখন হট টপিক 'আদিপুরুষ' (Adipurush)। সিনেমাটি বিশাল অঙ্কের বাজেট নিয়ে তৈরী হলেও, সেরকম কোনও চমকই নেই বলে কটাক্ষ নেটিজনদের। বরং সিনেমার একাধিক গ্রাফিক্স (Graphics) কাজ ও মেকওভার (Makeover) নিয়ে মিমে (Meme) ছেয়ে গিয়েছে গোটা নেট দুনিয়া। এমনকি চলচিত্রের বেশ কিছু সংলাপ (Dialogue) নিয়েও তৈরী হয়েছে নানান তর্ক-বিতর্ক। যার প্রভাব এবার পড়লো গোটা হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে (Hindi Movie Industry)।

১৬ই জুন মুক্তি পায় রামায়ণ (Ramayana) মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরী করা এই সিনেমা। ওম রাউত (Om Raut) পরিচালিত এবং প্রভাস(Prabhas), কৃতি শ্যানন (Kriti Sanon), সানি সিং (Sunny Singh), সাইফ আলি খান (Saif Ali Khan), দেবদত্ত নাগের (Devdatta Nage) মতো অভিনেতা ও অভিনেত্রী দ্বারা অভিনীত এই সিনেমা মুক্তি পাওয়ার বহু আগের থেকেই বিশাল আশা জাগিয়েছিল ভারতীয়দের মনে। কেবল অগ্রিম বুকিংয়েই 'আদিপুরুষ' কামিয়ে ছিলো প্রায় ৩ কোটি। তবে ছবিটি মুক্তি পাওয়ার পর যেন সব আশা ভরসাই বিফলে যায়। চলচিত্রের গ্রাফিক্স এবং সংলাপ নিয়ে রীতিমতো গরম আবহাওয়া। আর এই  সংলাপের কারণেই নেপালের রাজধানী কাঠমাণ্ডু (Kathmandu) ও নেপালের অন্যতম পর্যটন শহর পোখারায় (Pokhara) নিষিদ্ধ করা হলো 'আদিপুরুষ' সহ সমস্ত হিন্দি ছবি।

গতকাল অর্থাৎ রবিবার কাঠমাণ্ডুর মেয়র বলেন্দ্র শাহ (Kathmandu Mayor Balendra Shah) জানান, কাঠমাণ্ডু মেট্রোপলিটন শহরে কোনও হিন্দি ছবি দেখানো হবে না যতক্ষণ না 'আদিপুরুষ' ছবির সংলাপ থেকে 'জানকী ভারতের কন্যা' অংশ সরানো হচ্ছে। তাঁর দাবি, এই সংলাপ কেবল নেপালের (Nepal) জন্যই নয়, সরাতে হবে গোটা ভারতের (India) জন্যই। প্রসঙ্গত, 'আদিপুরুষে'র সংলাপে সীতাকে 'ভারতের কন্যা' বলা হয়। তবে অনেক মত অনুযায়ী, সীতা অর্থাৎ জানকী, দক্ষিণ-পূর্ব নেপালে (South-East Nepal) অবস্থিত জনকপুরে (Janakpur) জন্মেছিলেন। যার জন্যই তাকে 'ভারতের কন্যা' বলা যাবেনা।

'আদিপুরুষ' ছবির সংলাপে আপত্তিকর অংশগুলি এখনও সরানো হয়নি, ফলে সোমবার, ১৯ জুন থেকে কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটিতে সমস্ত হিন্দি চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ করা হবে। আমরা ইতিমধ্যে তিন দিন আগেই সংলাপের আপত্তিকর অংশ যেখানে বলা হচ্ছে 'সীতা ভারতের সন্তান' তা অপসারণের জন্য নোটিস দিয়েছি।

কাঠমাণ্ডুর মেয়র বলেন্দ্র শাহ

কাঠমাণ্ডুতে 'আদিপুরুষ' সহ সমস্ত হিন্দি ছবি নিষিদ্ধ করার পর একই পথে হাঁটেন পোখারা মেট্রোপলিস মেয়র ধনরাজ আচার্যও (Pokhara Metropolis Mayor Dhanraj Acharya)। তিনি জানান, সিনেমায় 'আপত্তিকর সংলাপ' না সরালে সোমবার থেকে ছবির স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হবে। এরপরেই কাঠমাণ্ডুর ১৭টি প্রেক্ষাগৃহে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সেখানে কোনও হিন্দি ছবি দেখানো হলে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটির পুলিশ চিফ (Kathmandu Metropolitan City Police Chief) এই প্রসঙ্গে জানান, যে সমস্ত প্রেক্ষাগৃহে নজরদারি চালানো হচ্ছে। প্রেক্ষাগৃহে নেপালি ও ইংরেজি ছবি দেখানো হলেও হিন্দি ছবি দেখানো হচ্ছেনা। এমনকি পরবর্তী অনুমতি ছাড়া হিন্দি ছবি দেখানো হবে না বলেই জানান পুলিশ চিফ।

কেবল সীতা সম্পর্কিত সংলাপই নয়, বজরংবলি, মেঘনাদের মুখে বাজারচলতি সংলাপ নিয়েও উঠেছে বিতর্কের ঝড়। এই প্রসঙ্গে ইতিমধ্যেই এই প্রসঙ্গে সুর চড়িয়েছেন অযোধ্যার পুরোহিতরা। এরপর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ‘আদিপুরুষ’ নিয়ে এবার মুখ খোলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Information and Broadcasting Minister Anurag Thakur)। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী সাফ জানান, এই ছবি নিয়ে যে হিংসার সৃষ্টি হয়েছে, তা সিবিএফসি (CBFC) লিপিবদ্ধ করে রেখেছে। যদি  ‘আদিপুরুষ’ সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে থাকে তাহলে তা কোনও মতেই বরদাস্ত করা হবেনা।

'আদিপুরুষ' নিয়ে এতো বিতর্ক সৃষ্টি হওয়ার পর সিনেমার পরিচালক-লেখকরা সংলাপ বদলাতে রাজি হয়েছেন বলে খবর। রবিবার 'আদিপুরুষ' ছবির সংলাপ রচয়িতা মনোজ মুনতাশির শুক্লা (Manoj Muntashir Shukla) জানান, ছবির নির্মাতারা এই সিনেমার কিছু সংলাপ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যেভাবে বিতর্ক বাড়ছে সেই জন্য বিপদের আশঙ্কা করে মনোজ মুনতাশির শুক্লাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিলো মুম্বই পুলিশ (Mumbai Police)।