আন্তর্জাতিক

Al-Qaeda Chief Al-Zawahiri: আল কায়দার জওয়াহিরি নিহত মার্কিন ড্রোন হানায়!

Al-Qaeda Chief Al-Zawahiri: আল কায়দার জওয়াহিরি নিহত মার্কিন ড্রোন হানায়!
Key Highlights

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ১১/৯ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরি নিহত।

আইমান আল-জাওয়াহিরি ১১/৯ হামলার পর থেকে ২০ বছর ধরে পলাতক ছিলেন। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর হাতে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তিনি আল কায়েদার দায়িত্ব নেন।

ওসামা বিন লাদেনের হত্যার পর জওয়াহিরির মৃত্যু জঙ্গি সংগঠনটির পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মিশরের রাজধানী কায়রোয় জন্ম আল-জওয়াহিরির। পেশায় তিনি একজন শল্য চিকিৎসক ছিলেন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় জঙ্গি হামলায় লাদেনের সঙ্গে অন্যতম চক্রী ছিলেন তিনি। তাঁর মাথার দাম ধরা হয়েছিল ২.৫ কোটি ডলার।

কাবুলে একটি ‘নিরাপদ বাড়ি’র ব্যালকনিতে খতম করা হয়েছে জওয়াহিরিকে। তবে এই হামলায় অন্য কেউ হতাহত হননি বলে দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার সেনার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ভোর ৬টা ১৮ মিনিটে কাবুলে আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে জওয়াহিরির। এর পরই টেলিভিশনে জওয়াহিরির মৃত্যুর খবর নিয়ে বক্তৃতা দেন বাইডেন। পরে টুইট করে এ খবর জানান।

কাবুলে আমেরিকার ড্রোন হানায় নিহত ১১/৯ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। আল কায়দা প্রধানের নিহত হওয়ার খবর জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

কত দেরি হল, সেটা বড় কথা নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতেও ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই। যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প জারি রেখেছে আমেরিকা। শেষ পর্যন্ত ন্যায়বিচার দেওয়া গেল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

SSC Examination | জেলে বসে দিয়েছিলেন পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের রেজাল্টে নামই নেই কয়েদীর!
RCB | বিক্রি হয়ে যাচ্ছে গোটা দল! তাঁর আগেই নজরে আরসিবির আইপিএলের গোটা টিম
Ranji Trophy | রনজি ম্যাচে পরপর ৬ টা ছক্কা! দ্রুততম হাফসেঞ্চুরির নজির মেঘালয়ের তরুনের
Kolkata Fire | সাতসকালে চাঁদনি চকের ট্রান্সফর্মারে আগুন, বড়োসড়ো বিপদ থেকে বাঁচলো এলাকাবাসী
Ajit Pawar | ১৮০০ কোটির জমি বিক্রি ৫০০ টাকায়! মহারাষ্ট্রে অভিযোগের তীর উপমুখ্যমন্ত্রীর ছেলের দিকে
Delhi | বিষাক্ত দিল্লির বাতাস, রাজধানীতে সরকারি কর্মীদের অফিস টাইম বদল রেখা গুপ্তা সরকারের
Ahmedabad Plane Crash | "পাইলটের কোনো দোষ নেই"- আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় DGCA-কে নোটিস সুপ্রিম কোর্টের