আন্তর্জাতিক

Al-Qaeda Chief Al-Zawahiri: আল কায়দার জওয়াহিরি নিহত মার্কিন ড্রোন হানায়!

Al-Qaeda Chief Al-Zawahiri: আল কায়দার জওয়াহিরি নিহত মার্কিন ড্রোন হানায়!
Key Highlights

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ১১/৯ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরি নিহত।

আইমান আল-জাওয়াহিরি ১১/৯ হামলার পর থেকে ২০ বছর ধরে পলাতক ছিলেন। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর হাতে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তিনি আল কায়েদার দায়িত্ব নেন।

ওসামা বিন লাদেনের হত্যার পর জওয়াহিরির মৃত্যু জঙ্গি সংগঠনটির পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মিশরের রাজধানী কায়রোয় জন্ম আল-জওয়াহিরির। পেশায় তিনি একজন শল্য চিকিৎসক ছিলেন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় জঙ্গি হামলায় লাদেনের সঙ্গে অন্যতম চক্রী ছিলেন তিনি। তাঁর মাথার দাম ধরা হয়েছিল ২.৫ কোটি ডলার।

কাবুলে একটি ‘নিরাপদ বাড়ি’র ব্যালকনিতে খতম করা হয়েছে জওয়াহিরিকে। তবে এই হামলায় অন্য কেউ হতাহত হননি বলে দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার সেনার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার ভোর ৬টা ১৮ মিনিটে কাবুলে আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে জওয়াহিরির। এর পরই টেলিভিশনে জওয়াহিরির মৃত্যুর খবর নিয়ে বক্তৃতা দেন বাইডেন। পরে টুইট করে এ খবর জানান।

কাবুলে আমেরিকার ড্রোন হানায় নিহত ১১/৯ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। আল কায়দা প্রধানের নিহত হওয়ার খবর জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

কত দেরি হল, সেটা বড় কথা নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতেও ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই। যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প জারি রেখেছে আমেরিকা। শেষ পর্যন্ত ন্যায়বিচার দেওয়া গেল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

RCB vs GT | শুরু হচ্ছে বিরাট-সিরাজ মহাদ্বৈরথ! একনজরে দুদলের সম্ভাব্য একাদশ
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Malaysia | গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১৪৫ জনের! মর্মান্তিক দুর্ঘটনা মালয়েশিয়ায়!
Siliguri Murder | বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল, শিলিগুড়ির জঙ্গলে মিললো নবম শ্রেণির ছাত্রীর মৃতদেহ !
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Nirmala Sitharaman: জন্মদিনে জানুন অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের অজানা কাহিনী!