২৩ জেলা বেড়ে রাজ্যে মোট জেলা সংখ্যা হবে ৩০! নতুন ৭ জেলা ঘোষণা করা হবে ছ’মাসের মধ্যে জানালেন মুখ্যমন্ত্রী

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

রাজ্যে নতুন আরও সাত জেলা হবে। সোমবার এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ছ’মাসের মধ্যেই জেলার সংখ্যা বেড়ে হবে ৩০।


১৯৪৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠা হওয়ার সময় পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ছিল ১৪টি। পরে বাড়তে বাড়তে আপাতত সেই জেলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কয়েকটি নতুন জেলা তৈরির কথা ঘোষণা করেছেন।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলা ভেঙে নতুন জেলা তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জানুন কোন কোন জেলা ভাঙছে

বর্তমানে বাংলায় ২৩টি জেলা রয়েছে। সেগুলি হল— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।

Trending Updates

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন ৭টি জেলা তৈরি করা হবে। অর্থাৎ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এবার কেন্দ্রের অনুমোদন লাগবে, তারপর গেজেট তৈরি হবে, তারপর নতুন জেলা তৈরির প্রক্রিয়া শুরু হবে।

নতুন জেলা নামও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মোট ৩০ টি জেলা হল-

  1. দার্জিলিং
  2. আলিপুরদুয়ার 
  3. কোচবিহার 
  4. জলপাইগুড়ি 
  5. কালিম্পং 
  6. উত্তর দিনাজপুর 
  7. দক্ষিণ দিনাজপুর 
  8. মালদহ 
  9. মুর্শিদাবাদ 
  10. কান্দি (নতুন জেলা) 
  11.  বহরমপুর (নতুন জেলা) 
  12. পূর্ব বর্ধমান 
  13. পশ্চিম বর্ধমান 
  14. পুরুলিয়া 
  15. বাঁকুড়া
  16. বিষ্ণুপুর (নতুন জেলা)
  17. বীরভূম
  18. নদীয়া
  19. রাণাঘাট (নতুন জেলা)
  20. পূর্ব মেদিনীপুর
  21. পশ্চিম মেদিনীপুর
  22. ঝাড়গ্রাম
  23. হুগলি
  24. হাওড়া
  25. দক্ষিণ ২৪ পরগনা
  26. সুন্দরবন (নতুন জেলা)
  27. উত্তর ২৪ পরগনা
  28. ইছামতী (নতুন জেলা)
  29. বসিরহাট অঞ্চল (নতুন জেলা- নামকরণ হয়নি )
  30. কলকাতা

২৬. সুন্দরবন (নতুন জেলা)

২৭. উত্তর ২৪ পরগনা




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File