পুজো ও উৎসব

Akshaya Tritiya 2025 | সত্যযুগের শুরু থেকে ঘোর কলি, অক্ষয় তৃতীয়ার আড়ালে লুকিয়ে আছে কোন ইতিহাস?

Akshaya Tritiya 2025 | সত্যযুগের শুরু থেকে ঘোর কলি, অক্ষয় তৃতীয়ার আড়ালে লুকিয়ে আছে কোন ইতিহাস?
Key Highlights

শাস্ত্র মতে, যা কিছু ক্ষয়হীন অর্থাৎ দীর্ঘস্থায়ী, তাইই অক্ষয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে ধনদাত্রী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করে নতুন কাজে হাত দেয় আপামর হিন্দু ভারতবাসী। অনেকের মতে এই পবিত্র দিনেই পৃথিবীকে ২১ বার ক্ষত্রিয়শূন্য করা বীর 'ভগবান পরশুরাম' জন্মগ্রহণ করেছিলেন। পুরাণমতে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনই ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মর্ত্যে আগমন ঘটে গঙ্গার। ভারতের বহু মন্দিরে এইদিন পরশুরাম জয়ন্তী পালন করা হয়। ব্রহ্মপুরান মতে, এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগের শুরু হয়েছিল। সেজন্য অক্ষয় তৃতীয়াকে যুগারম্ভও বলা হয়।

শাস্ত্র মতে, যা কিছু ক্ষয়হীন অর্থাৎ দীর্ঘস্থায়ী, তাইই অক্ষয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে ধনদাত্রী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করে নতুন কাজে হাত দেয় আপামর হিন্দু ভারতবাসী। এই বিশেষ দিনের পেছনে লুকিয়ে আছে বহু অজানা ইতিহাস। চলুন সেগুলো জেনে নেওয়া যাক।

অক্ষয় তৃতীয়ার ইতিহাস: এই দিনটি নিয়ে ভারতভূমিতে নানা মুনির নানা মত প্রচলিত আছে।

১) অনেকের মতে এই পবিত্র দিনেই পৃথিবীকে ২১ বার ক্ষত্রিয়শূন্য করা বীর 'ভগবান পরশুরাম' জন্মগ্রহণ করেছিলেন। 'দেবী ভাগবত', 'বিষ্ণুপুরাণ' ও 'বায়ুপুরাণে' ভগবান বিষ্ণুর অষ্টম অবতার পরশুরামের জন্ম সংক্রান্ত উল্লেখ পাওয়া যায়।

২) আবার পুরাণবিদদের মতে, এই তৃতীয় তিথিতেই নাকি মহাভারত রচনার সূত্রপাত! পুরাণমতে সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে এইদিন ব্যাসদেব মহাভারত রচনায় হাত দেন। লিপিকার হিসেবে তিনি সিদ্ধিদাতা গণেশকে দ্বায়িত্ব দেন। একটানা লিখতে লিখতে গণেশের কলম ভেঙে গেলে শিবপুত্র গনেশ লেখা না থামিয়ে নিজের দাঁত ভেঙে কলম হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ মহাভারত লিপিবদ্ধ করেন! অতএব মহাভারতের সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে অক্ষয় তৃতীয়া।

৩) পুরাণমতে, এই পবিত্র দিনেই ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মর্ত্যে আগমন ঘটে গঙ্গার। তবে এ নিয়ে দ্বিমত আছে। অনেকের মতে বৈশাখ নয়, গঙ্গা মর্ত্যে এসেছিলেন জ্যৈষ্ঠ মাসে।

৪) অক্ষয় তৃতীয়াতেই শ্রীধাম পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়।

৫) ব্রহ্মপুরান মতে এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগের শুরু হয়েছিল। সেজন্য অক্ষয় তৃতীয়াকে ‘যুগারম্ভ’ও বলা হয়।

এবারের অক্ষয় তৃতীয়ার দিনক্ষন: এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০শে এপ্রিল, ২০২৫। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ১৫ বৈশাখ, ২৯ এপ্রিল, মঙ্গলবার বিকেল ৫টা ৩৩ মিনিটে তৃতীয়া তিথি শুরু হয়েছে। শেষ হবে ৩০ এপ্রিল, বুধবার দুপুর ২টো ১৩ মিনিটে। আবার, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, তৃতীয়া তিথি আরম্ভ হয়েছে ২৯ এপ্রিল রাত ৯টা ৪ মিনিট ৩১ সেকেন্ডে। শেষ হবে ৩০ এপ্রিল, সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৪৭ সেকেন্ডে।

প্রতি বছর এই পবিত্র দিনটিতে দোকানে দোকানে হাল খাতা খোলার রীতি আছে। বিয়ের পাশাপাশি অক্ষয় তৃতীয়াকে সোনা রূপো কেনা, যানবাহন কেনা ও সম্পত্তি বৃদ্ধির শুভ দিন মনে করা হয়। কথিত আছে, এই দিন কারও মৃত্যু হলে তাঁর অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে। এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পূজা করে দেবীর কাছে ধন সম্পত্তি, সুখ সমৃদ্ধির কামনা করেন আপামর ভারতবাসী।


Local Train Cancel | ফের রেলে ভোগান্তি! আগামী ১৯ দিন বাতিল ২১২টি লোকাল ও ২৭টি এক্সপ্রেস ট্রেন!
Weather Update | কালো মেঘে ছেয়েছে কলকাতার আকাশ, একনজরে মহানগরীর সম্পূর্ণ আবহাওয়া আপডেট
Srinagar Airport | পহলেগাঁও হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের স্কেচের সঙ্গে মুখের মিল! শ্রীনগর বিমানবন্দরে আটক ব্যক্তি!
Karnataka Lynched | ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়ায় যুবককে পিটিয়ে খুন! কর্নাটকের ঘটনায় গ্রেপ্তার ১৫!
Pahalgam Attack | পহেলগাঁওয়ে জিপলাইন রাইডের সময় পর্যটকের ক্যামেরায় বন্দি জঙ্গিদের হামলা! ‘আল্লাহু আকবর’ বলা অপারেটরকে তলব!
IND-PAK | রাতের অন্ধকারে ফের সীমান্তে গুলি ছুঁড়লো পাক সেনা! পাল্টা জবাব দিলো ভারতও!
Teacher Protest | ফের চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল কলকাতা! ধুন্ধুমার পরিস্থিতি হাজরা মোড়ে!